🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/NaJcFhrc2FEWyt6j7
Pathao, Uber, Shohoz—এই Ride-Sharing অ্যাপগুলো কি শুধু কোডিং দিয়ে বানানো?
না! Behind every successful app, there's a bulletproof User Experience strategy.
একটা অ্যাপ বানানোর আইডিয়া সবার থাকে। কিন্তু সেই আইডিয়াকে usable, beautiful এবং functional design-এ কনভার্ট করতে আপনার দরকার right UX approach এবং design thinking process।
আর আপনি যদি হাতে-কলমে শেখার মাধ্যমে ক্র্যাচ থেকে Ride-Sharing App তৈরি করার প্রপার টেকনিকের A-Z গাইডলাইন জানতে চান, তাহলে আসুন ১৮ জুলাই অফলাইনে ইন্টারেক্টিভ কেয়ারসের লার্নিং সেন্টারে।
📌 ওয়ার্কশপ টপিক: UI/UX Journey of a Ride-Sharing App—from Idea to Prototype
🗓 তারিখ ও সময়: ১৮ জুলাই, রাত ৭টা – ৯.৩০টা
💸 রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা
🎤 Instructor:
Yasin Ahmed
Lead User Experience Designer
Nebulae Soft
Grameenphone Academy UIUX Mentor
✅ এই ওয়ার্কশপে যা শিখবেন:
🔹 Pathao/Uber-এর UX অ্যানালাইসিস করে ইউজারদের সমস্যাগুলো শনাক্ত করা।
🔹একজন ইউজার অ্যাপে ঢুকে কীভাবে move করে, কোথায় stuck হয়—সব ম্যাপ করা।
🔹 AI tools + manual audit ব্যবহার করে বুঝবেন অন্যরা কীভাবে কাজ করছে।
🔹 ইউজার দৃষ্টিতে ফিচারগুলো সাজানো—কী দরকার, কী নয়।
🔹 iPhone frame ধরে step-by-step স্কেচ → ডিজাইন → রঙ, ফন্ট, আইকন!
🔹 শেষে বানাবেন একদম usable mockup যেটা click করলে screen চলে!
প্রবলেম যেখানেই থাকুক না কেন, সল্যুশন করতে পারবেন লাইভ ওয়ার্কশপেই।
💡 কারা এই ওয়ার্কশপে অংশ নিতে পারেন?
👉 যারা UI/UX শিখছেন বা শিখে ফেলেছেন কিন্তু রিয়েল কেস প্রজেক্টে কাজ করতে চান।
👉 যারা Portfolio-তে impactful project যোগ করতে চান।
👉 যারা Design Thinking থেকে শুরু করে Final UI Build শেখার সুযোগ খুঁজছেন।
🎯 অর্থাৎ একটা আইডিয়া থেকে শুরু করে ইন্টার্যাকটিভ প্রোটোটাইপ তৈরি পর্যন্ত—শেখানো হবে এই ওয়ার্কশপে! আপনি যদি step-by-step গাইডলাইনে Ride-Sharing অ্যাপ ক্রিয়েশনের A-Z প্রসেস এক্সপ্লোর করতে চান, তাহলে দেরি না করে এই ওয়ার্কশপে এখনই রেজিস্ট্রেশন করুন।
You may also like the following events from Interactive Cares:
- This Saturday, 12th July, 03:00 pm, ফ্রি অফলাইন ওয়ার্কশপ: ওয়েব ডেভেলপমেন্ট শিখুন Python দিয়ে (একদম শুরু থেকে) in Dhaka
- This Sunday, 13th July, 03:00 pm, ফ্রি ওয়েবিনার: ১ ঘন্টায় শিখুন সিংগেল কোড দিয়ে Android, iOS -এ কাজ করার ফুল প্রসেস in Dhaka, Bangladesh
- Next Monday, 14th July, 03:00 pm, ফ্রি ওয়েবিনার: ওয়েব ডেভেলপারদের জন্য MySQL Database ও Django-এর বেসিক গাইডলাইন in Dhaka, Bangladesh
Also check out other
Workshops in Dhaka,
Arts events in Dhaka.