আসসালামু আলাইকুম,
চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে লুকিয়ে থাকে এক একটি নিঃশব্দ গল্প—যা শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করার বিষয়। সেই অনুভবকে তুলে ধরতেই AFMC Cinemates গত বছর আয়োজন করেছিল Lights, Camera, Action: Story in Frames (Season Beta)—একটি সৃষ্টিশীল অভিযাত্রা, যা দর্শকপ্রিয়তা ও অংশগ্রহণের দিক দিয়ে ছুঁয়ে গিয়েছিল সাফল্যের চূড়া।
ছবির ভেতরে গল্প, আর গল্পের ভেতরে জীবন—এই চিন্তাকে কেন্দ্র করে যে যাত্রার সূচনা হয়েছিল, তা এবার পা রাখছে আরও এক ধাপ উচ্চতায়।
এই বছর আমরা ফিরছি Lights, Camera, Action: Lens of Life (Season Gamma) নিয়ে।
এবারের আয়োজন কেবল ক্যামেরায় গল্প ধরা নয়, বরং জীবনের প্রতিচ্ছবিকে সত্তার গভীরতা দিয়ে তুলে ধরা—যেখানে প্রতিটি দৃশ্য হবে উপলব্ধির প্রতিফলন, আর প্রতিটি শব্দহীনতা বলবে জীবনের শত গল্প।
AFMC Cinemates বিশ্বাস করে, সিনেমা শুধু একটি মাধ্যম নয়—এ এক ভাষা, যেখানে জীবন কথা বলে।
এই ভাষাতেই আমরা আবার শোনাতে চাই জীবনের নিঃশব্দ কাহিনি—লেন্সের চোখে, হৃদয়ের আলোয়।
ইভেন্ট: ১৭ অগাস্ট- ২১ অগাস্ট
সাবমিশন এর সময়সীমা: ১০ জুলাই- ৭ অগাস্ট
রেজিষ্ট্রেশন এর সময়সীমা: ১০ জুলাই- ১৯ জুলাই
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/kvASSnSh5XDaRhG48
প্রাথমিক নিয়মাবলি:
শুধুমাত্র এএফএমসি (AFMC) ক্যাডেটদের জন্য অংশগ্রহণ উন্মুক্ত।
ক্যাডেটরা এককভাবে অথবা দলগতভাবে অংশগ্রহণ করতে পারবে। (দলের সদস্য সংখ্যার নির্দিষ্ট কোনো সীমা নেই, তবে সর্বোচ্চ ৫ জন সদস্য পুরস্কার পাবেন।)
একজন পার্টিসিপ্যান্ট প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ একবার অংশগ্রহণ করতে পারবে।
অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে ১৯ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে।
ভিডিও অবশ্যই YouTube-এ গ্রহণযোগ্য ফরম্যাটে (যেমন: .mp4/. mov) হতে হবে।
ভিডিওর রেজোলিউশন কমপক্ষে 1080p হতে হবে।
এডিটিং যেকোনো পছন্দের সফটওয়্যারে করা যেতে পারে, তবে ভিডিওর কোনো অংশে সেই সফটওয়্যারের ওয়ার্টারমার্ক বা লোগো থাকতে পারবে না।
ভিডিওটি অবশ্যই সব বয়সের দর্শকদের উপযোগী হতে হবে এবং কোনো রাজনৈতিক বার্তা বা AFMC-এর নৈতিকতার পরিপন্থী কিছু থাকা চলবে না। বিশেষত AFMC তে ধারণকৃত কোনো ভিডিওতে কারো ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক মানহানি ঘটে এমন দৃশ্য বর্জন করতে হবে। এমিনকি কোনো দৃষ্টিকটু বিষয় যেন উত্থাপিত না হয় সেদিকে নজর দিতে হবে। এমন ক্ষেত্রে AFMC Cinemates উক্ত ভিডিওর সেন্সরিং, মডারেশনের এবং ক্ষেত্রবিশেষে ডিসকুয়ালিফিকেশনের সম্পূর্ণ অধিকার রাখে।
ভিডিওতে এর নাম, মডেল বা কাস্টের নাম, পরিচালক, প্রযোজকের নাম প্রদান বাধ্যতামূলক।
বিজয়ী ঘোষণার পূর্বে ভিডিওটির স্বত্ব-সম্পর্কিত প্রমাণ যাচাই করা হবে।
পূর্বে AFMC-এর কোনো প্রতিযোগিতা বা ইভেন্টে ব্যবহৃত ভিডিও জমা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের ভিডিও জমা পড়লে তা তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।
ভিডিওর কোনো অংশে ওয়ার্টারমার্ক, এডিটিং সফটওয়্যারের নাম বা লোগো, সামাজিক যোগাযোগমাধ্যমের আইকন ইত্যাদি থাকলে তা বাতিল বলে গণ্য হবে।
ইন্সট্রুমেন্টাল সংগীত (যন্ত্রসঙ্গীত) ব্যবহারে অগ্রাধিকার দেওয়া হবে।
যদি গান বা লিরিকযুক্ত অডিও ব্যবহার করা হয়, তবে তা অবশ্যই শালীন হতে হবে এবং অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে।
যেকোনো সিদ্ধান্ত গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে AFMC Cinemates এর সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।
ক্যাটাগরি:
১. নিজস্ব গল্পভিত্তিক ফিল্ম (Story Based Film)
২. নির্মাতার সংস্করণ (Director's cut)
৩. বিজ্ঞাপন
ক্যাটাগরিভিত্তিক নিয়মাবলি:
১. নিজস্ব গল্পভিত্তিক ফিল্ম (Story Based Film):
উক্ত ক্যাটাগরিতে দল অথবা নির্মাতার নিজস্ব গল্প অবলম্বনে ফিল্ম নির্মান করতে হবে। থ্রিলার, মিস্ট্রি থ্রিলার, ড্রামা, হরর, অ্যাকশন, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন ইত্যাদি জনরার ফিল্ম গ্রহণযোগ্য হবে। কোনো প্রকার নকল প্রমাণিত হলে তা অনতিবিলম্বে বাতিল করা হবে।
ক. সময়সীমা: ৮-১০ মিনিট।
খ. ভিডিওটি অবশ্যই ল্যান্ডস্কেপ (আড়াআড়ি) ফরম্যাটে হতে হবে।
মূল্যায়ন মানদণ্ড:
• গল্প
• কম্পোজিশন
• কালার গ্রেডিং
• শব্দ পরিকল্পনা
• আলোকসজ্জা ও ভিজ্যুয়াল ইফেক্টস
২. নির্মাতার সংস্করণ: (Director's Cut)
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই সেগমেন্টটি। এতে বিখ্যাত কোনো লেখকের ছোটগল্প, উপন্যাসিকা কিংবা কাব্যনাট্য অথবা অন্য কোনো রচনা অবলম্বনে নির্মাতা তার নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ করবেন। যেমন: মানিক বন্দ্যোপাধ্যায়ের "তৈলচিত্রের ভূত" গল্প অবলম্বনে নির্মাতা গল্পের মূলভাব অপরিবর্তিত রেখে নিজস্ব ধাঁচে একটি ভিডিও বানাতে পারেন। তবে এমন পরিবর্তন অবশ্যই বর্জনীয় যাতে মূল রচনা বোধগম্যতা হারায়।
ক) সময়সীমা: ৮-১০ মিনিট
খ) ভিডিওটি অবশ্যই ল্যান্ডস্কেপ (আড়াআড়ি) ফরম্যাটে হতে হবে।
গ) ভিডিওতে অবশ্যই লেখকের নাম উল্লেখ থাকতে হবে।
মূল্যায়ন মানদণ্ড:
• সৃষ্টিশীলতা
• কম্পোজিশন
• কালার গ্রেডিং
• শব্দ পরিকল্পনা
• আলোকসজ্জা ও ভিজ্যুয়াল ইফেক্টস
৩. বিজ্ঞাপন:
নিজস্ব কারিকুলামের বই, পাঠসামগ্রী, কিংবা AFMC এর নিজস্ব দ্রব্যাদি (যেমন: কোনো খাবার -ব্র্যান্ডেড নয়) নিয়ে ৩০-৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন নির্মাণ করতে হবে।
ক) সময়সীমা: ৩০-৪৫ সেকেন্ড
খ) ভিডিওটি অবশ্যই ল্যান্ডস্কেপ (আড়াআড়ি) ফরম্যাটে হতে হবে।
গ) বই (মূল বই, গাইড বই/স্লাইডস নয়) ব্যতীত অন্য যেকোন বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্র্যান্ডেড পন্য এবং কম্পানীর নাম/লোগো ব্যবহার করা যাবে না।
মূল্যায়ন মানদণ্ড:
• সৃষ্টিশীলতা
• গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ইফেক্টস
• কম্পোজিশন
• কালার গ্রেডিং
• শব্দ পরিকল্পনা এবং আলোকসজ্জা
প্রাক্তন ক্যাডেটদের জন্য:
প্রাক্তন ক্যাডেটদের সৃষ্টি আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণাদায়ক। এই বছর আমরা গর্বের সাথে প্রাক্তন ক্যাডেটদের পাঠানো কনটেন্ট গ্রহণ করব এবং প্রদর্শন করব।
*এই ভিডিওগুলো বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে না।
*ভিডিওতে অভিনয়শিল্পী ও নির্মাতার নাম উল্লেখ থাকতে পারে।
জমাদানের নিয়ম:
পেনড্রাইভ বা অন্যান্য সরাসরি শেয়ারিং পদ্ধতি অগ্রাধিকারযোগ্য।
অথবা নিম্নের সাবমিশন লিংক এ Google Drive লিংক বা YouTube লিংক পাঠাতে পারেন।
জমাদানের লিংক:
https://forms.gle/Uegr5FaAxjuwtj6J9
ফাইলের নামকরণ:
আপনার নাম_MC_ক্যাটাগরি_ভিডিওর নাম_ফোন নম্বর
(উদাহরণ: Ayon_MC_Story_Bondhon_017XXXXXXXX)
*প্রচারের জন্য থাম্বনেইল/পোস্টার এবং টিজার প্রদানে উৎসাহিত করা হলো।
প্রদর্শন:
১. থিয়েটার (লেকচার হল ২) এ প্রদর্শনের ক্ষেত্রে সাবমিশন বেশি হলে AFMC Cinemates প্রি সিলেকশনের অধিকার রাখে, সেক্ষেত্রে কবে কোন ফিল্ম প্রদর্শিত হবে তা আগেই জানিয়ে দেয়া হবে।
২. ক্ষেত্রবিশেষে ব্যাচভিত্তিক "স্পেশাল শো" এর জন্য আবেদন করা যেতে পারে।
টিকিট:
১. শো শুরু হবার আধা ঘন্টা পূর্বে টিকিট সংগ্রহ করতে হবে, কোনো অনলাইন বুকিং প্রযোজ্য নয়।
২. প্রতি শো এর জন্য সর্বোচ্চ ৮০ টি টিকিট বিক্রি করা হবে।
৩. প্রতি টিকিটের মূল্য ২০ টাকা।
Assalamu Alaikum.
Every frame of a film carries a silent story—not just to be seen with the eyes, but to be felt with the heart. To capture that very feeling, AFMC Cinemates last year organized Lights, Camera, Action: Story in Frames (Season Beta)—a creative journey that reached the peak of success in terms of audience appreciation and participation.
The journey that began with the thought “a story within a picture, and life within the story” now steps onto a higher plane.
This year, we return with Lights, Camera, Action: Lens of Life (Season Gamma).
This time, the event is not just about capturing stories through a lens but presenting the reflection of life with a profound essence—where every frame is a mirror of realization, and every silence narrates a hundred tales.
AFMC Cinemates believes that cinema is not just a medium—it is a language, through which life speaks.
And in that very language, we wish to narrate once again the silent stories of life—through the eyes of the lens, and the light of the heart.
Event Dates: 17 August – 21 August
Submission Deadline: 10 July – 7 August
Registration Deadline: 10 July – 19 July
Registration Link:
https://forms.gle/kvASSnSh5XDaRhG48
Primary Rules:
Participation is open only to AFMC cadets.
Cadets may participate individually or as a team. (No specific limit on team size, but a maximum of 5 members will receive awards.)
Each participant can submit only one entry per category.
Online registration is mandatory by 19 July 2025.
The video must be in a YouTube-compatible format (.mp4, .mov, etc.).
Minimum video resolution: 1080p.
Any editing software may be used, but the video must not contain the watermark or logo of the software.
Content must be appropriate for all age groups and must not include political messages or anything against AFMC’s ethics. Especially, any video shot inside AFMC that could harm someone’s personal or institutional reputation must be strictly avoided. No indecent content should be included. In such cases, AFMC Cinemates reserves the right to censor, moderate, or disqualify the entry.
Each video must include the title, cast, director, and producer's name.
Before announcing winners, proof of video ownership may be verified.
Submitting videos previously used in any AFMC event is strictly prohibited and will be rejected immediately.
Videos with watermarks, editing software names/logos, or social media icons will be considered invalid.
Use of instrumental music is preferred.
If songs with lyrics are used, they must be decent and free from vulgarity.
Any decision made by AFMC Cinemates regarding acceptance or rejection will be final.
Categories:
1. Story-Based Film
2. Director’s Cut
3. Advertisement
Category-wise Rules:
1. Story-Based Film:
In this category, the film must be based on the team’s or filmmaker's original story. Genres like thriller, mystery thriller, drama, horror, action, fantasy, sci-fi, etc. are allowed. Any proven plagiarism will result in immediate disqualification.
Duration: 8–10 minutes
Format: Must be in landscape (horizontal) orientation
Evaluation Criteria:
Story
Composition
Color Grading
Sound Design
Lighting & Visual Effects
2. Director’s Cut:
This newly introduced segment allows participants to create a film based on a famous literary piece (short story, novella, poetic drama, etc.), expressing their creative interpretation while keeping the core message intact.
For example, a filmmaker may adapt Manik Bandopadhyay’s “Toilochitro’r Bhoot” retaining the essence but with personal style. Distortion of the original meaning is not allowed.
Duration: 8–10 minutes
Format: Landscape
Author’s name must be mentioned in the video.
Evaluation Criteria:
Creativity
Composition
Color Grading
Sound Design
Lighting & Visual Effects
3. Advertisement:
Create a 30–45 seconds ad based on AFMC’s own curriculum items, learning materials, or non-branded AFMC goods (e.g., food).
Duration: 30–45 seconds
Format: Landscape
For ads other than books (only main text books, neither guides, nor slides), branded products or company logos must not be used.
Evaluation Criteria:
Creativity
Graphics & Visual Effects
Composition
Color Grading
Sound Design & Lighting
For Ex-Cadets:
Creations from ex-cadets are always an inspiration to us. This year, we are proud to accept and showcase content submitted by ex-cadets.
These videos will not be part of the competition.
Performer and director names may be included.
Submission Procedure:
Preferred methods: Pendrive or other direct sharing methods.
Alternatively, submit Google Drive or YouTube links via the following form:
Submission Link:
https://forms.gle/Uegr5FaAxjuwtj6J9
Filename Format:
YourName_MC_Category_VideoTitle_PhoneNumber
Example: Ayon_MC_Story_Bondhon_017xxxxxxxx
Poster/Thumbnail and teaser submission for promotion is encouraged.
Screening:
1. Theater Screening (Lecture Hall 2): If submissions exceed the limit, AFMC Cinemates reserves the right to pre-select videos. Screening schedules will be announced in advance.
2. Special batch-wise showings may be requested if necessary.
Tickets:
1. Tickets must be collected 30 minutes before the show. No online booking is available.
2. Maximum 80 tickets will be sold per show.
3. Ticket price: 20 BDT each.
Also check out other Entertainment events in Dhaka, Arts events in Dhaka, Performances in Dhaka.