ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে নায্য নগর গড়ার মিশনে যোগ দিয়েছে ব্রাইটার্স। আমরা একসাথে কাজ করব তরুনদের কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে একটি সবুজ ও নায্য নগর গড়ার অভিপ্রায়ে! আমরা নিশ্চিত করতে চাই, আমাদের প্রিয় ঢাকা শহরের পরিবেশগত নায্যতা, জীববৈচিত্র্য ও জলবায়ু সহনশীলতা!
জুলাই গন-অভ্যুথান আমাদের বৈষম্যহীন, নায্য সমাজ গঠনের পথে অনুপ্রাণিত করে। তাই আমরা Bangladesh 2.O: On the Move প্রতিপাদ্য কে ধারন করে জুলাই গন-অভ্যুথানের শহীদদের স্মরন করতে চাই "Run 4 Fair City" আয়োজনে মাধ্যমে।
আগামী ০৮ আগস্ট, বাংলাদেশ ২.০ এর সরকার গঠনের দিনে আগারগাঁও পরিবেশ অধিদপ্তর সংলগ্ন এলাকায় আমরা আয়োজন করছি এই ফ্রেন্ডশিপ রান! ৫০০ জন রানার একইসাথে দৌঁড়াবেন নায্য নগর গড়ার শপথে।
এই পদযাত্রায় অফলাইনের পাশাপাশি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ভার্চুযাল রানেও যুক্ত হতে পারবেন আপনারা!
🕞 কাট অফ টাইম: ৫ এবং ৭.৫ কিলোমিটার; ৮০ এবং ১০০ মিনিট!
🔰 অফলাইনে অংশগ্রহণকারীদের জন্য যে সকল বিশেষ সুবিধা থাকছে:
- প্রিমিয়াম ফিনিশার মেডেল (কাঠের মেডেল)
- ইভেন্ট টি-শার্ট
- হাইড্রেশন স্টেশন
- স্ন্যাকস
- প্রফেশনাল ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি
- ফার্স্ট এইড সহায়তা
- ই-সার্টিফিকেট
- ফটো বুথ
- চাবির রিং
- একটি ইন্ডোর প্ল্যান্ট
🔰 ভার্চুয়াল রানে অংশগ্রহণকারীদের জন্য যে সকল বিশেষ সুবিধা থাকছে:
- ফিনিশার মেডেল (কাঠের মেডেল)
- প্রিমিয়াম ইভেন্ট টি-শার্ট
- ই-সার্টিফিকেট
- চাবির রিং
🔰 প্রাইজমানি:
১ম স্থান: ৬০০০৳ ও ক্রেস্ট।
২য় স্থান: ৫০০০৳ ও ক্রেস্ট।
৩য় স্থান: ৪০০০৳ ও ক্রেস্ট।
📌 ইভেন্ট ডিটেইলস:
🔰 ইভেন্টের নাম: July Run 7.5K: Run 4 Fair City 2025
🗓️ তারিখ: ৮ আগস্ট, ২০২৫
📍 স্থান: আগারগাঁও, ঢাকা।
🪁কিট ডিস্ট্রিবিউশন টাইম এন্ড লোকেশন: পরিবেশ অধিদপ্তর, ঢাকা, বিকেল ০৪ টা।
📎 রেজিস্ট্রেশন লিংক কমেন্টে:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd4llfB2RIrY0nr6wkTJHY8iZpkXdB35c3hn_nTwN2FTqGaYQ/viewform?usp=header
বিঃ দ্রঃ আপনারা যখন এই রানে রেজিস্ট্রেশন করবেন, প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে প্রতিযোগীর নামে একটি করে গাছ রোপিত হবে। শহরের কার্বন ফুটপ্রিন্টের বেসামাল হালকে সামলানোর একটা প্রয়াস দিয়ে পরিবেশের ন্যায্যতাকে এগিয়ে রেখেই হোক 'ফেয়ার সিটি'র গল্প রচনা!
#Brighters
#DNCC
#FairCity
#JustUrban
#Run4FairCity