"বিতর্কে শানিত চৈতন্য"
স্লোগানকে সামনে রেখে ১৯৯২ সাল থেকে মুক্তচিন্তা ও যুক্তিবাদী চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে কাজ করে যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)। বিগত ফ্যাসিস্ট শাসনামলে জেএনইউডিএসও বিভিন্ন সময়ে দখলদারিত্ব, দলীয়করণ ও নিপীড়নের স্বীকার হয়েছে, যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি জেএনইউডিএস নিয়মিত গণতান্ত্রিক পরিবেশ হারিয়ে দীর্ঘ ২ বছর প্রায় অচলাবস্থায় নিমজ্জিত হয়। ২৪ এর জুলাই বিপ্লব জেএনইউডিএস এর বিতার্কিকরাও জীবনবাজি রেখে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করে এবং ফ্যাসিজমের পতনের মাধ্যমে জেএনইউডিএস তার গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায় এবং পুনরায় জেএনইউডিএস বিতার্কিকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
দীর্ঘ সময় পরে বিতার্কিকদের যুক্তিকে আরও বেশি শাণিত করতে, জবির বিতর্ককে সুসংগঠিত করতে, মুক্ত বাতাসে কথা বলার মঞ্চকে উন্মুক্ত করতে জেএনইউডিএস আয়োজন করেছে "ডিবেট প্রিমিয়ার লীগ ২০২৫"। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজ গণতান্ত্রিক অধিকারকে যুক্তির বুননে মুক্তকণ্ঠে উপস্থাপন করতে জবির সকল বিতর্কপ্রেমীদের প্রতি জেএনইউডিএস উদাত্ত আহবান জানাচ্ছে।
# প্রতিযোগিতার নিয়মাবলী:
- ২৩ মে ২০২৫ শুক্রবারে প্রতিযোগিতার ট্যাব পর্ব এবং সেমি ফাইনাল অব্দি বিতর্ক অনুষ্ঠিত হবে। (ফাইনাল বিতর্ক ঈদের পরে হবে, তারিখ ও সময় পরে জানানো হবে।)
- বিতর্কের ধরণ: এশিয়ান সংসদীয়।
- বিতর্ক হবে: ট্যাব পদ্ধতিতে (৩ রাউন্ড)।
- সর্বোচ্চ দল সংখ্যা: ১৬ টি।
- জেএনইউডিএস এর যেকোনো ৩ জন নিবন্ধিত সাধারণ সদস্য(যাদের ছাত্রত্ব বহাল আছে) একত্রে দল গঠন করতে পারবে।
- জেএনইউডিএস এর বর্তমান কার্যনির্বাহী সদস্যগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
- স্থান: জবি ক্যাম্পাস, নির্দিষ্ট ভেন্যু যথা সময়ে ইভেন্টে জানানো হবে।
- রেজিষ্ট্রেশনের শেষ সময়: ১৯ মে, ২০২৫।
- রেজিষ্ট্রেশন ফি: ৩৩০/- টাকা মাত্র (অফেরতযোগ্য)।
টাকা পাঠানোর মাধ্যম=>
বিকাশঃ ০১৭৪০৮৬৩৪৩১ (ব্যক্তিগত)
উপরে প্রদত্ত একাউন্ট নাম্বারে রেজিস্ট্রেশন ফি সেন্ডমানি করে টাকা পাঠানোর ট্রানজাকশন আইডি/একাউন্ট নাম্বার সহ নিম্নে প্রদত্ত গুগল ফরম পূরণ করে রেজিষ্ট্রেশন নিশ্চিত করতে হবে।
- রেজিষ্ট্রেশন ফরম:
https://forms.gle/BXApUJfwVWgojqMTA
যেকোনো প্রয়োজনে যোগাযোগঃ
- মুনিব মুসান্না
দপ্তর সম্পাদক
জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
মোবাইল: ০১৯২৫৩৫১৫২১
- সাদিয়া আফরোজ মীম
অর্থ সম্পাদক
জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
মোবাইল:০১৫৮৫২৩০৫৫৭