সুধী,
আসন্ন শীতের আমেজকে সাথে নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছে চারকোল - BUET Artista Society এর বাৎসরিক আয়োজন Illusion 4.0 । দেশের সমসাময়িক শিল্পী এবং শিল্পকে উৎসাহ দিতে আমাদের এই প্রয়াসে সকলের অংশগ্রহণ ও সহযোগিতাই পারে একটি প্রাণবন্ত আয়োজন উপহার দিতে। এই আন্ত:বিশ্ববিদ্যালয় আর্ট এক্সিবিশানে আপনার অংশগ্রহণ এবং শারীরিক উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
এক্সিবিশন চলবে ১৬ জানুয়ারী ২০২৬ থেকে ১৯ জানুয়ারী ২০২৬ পর্যন্ত।
সফিউদ্দীন শিল্পালয়ে।
অংশগ্রহণের নিয়মাবলী :
১. প্রাথমিকভাবে সকল তথ্য ও আর্টওয়ার্ক এর ছবি ফর্ম এর মাধ্যমে নেওয়া হবে। একজন আর্টিস্ট সর্বোচ্চ ৩ টি ছবি গুগল ফর্মে সাবমিট করতে পারবেন। এক্ষেত্রে কোনো ফি নেওয়া হবে না।
২. বাছাইকৃত ছবির ব্যপারে পরবর্তীতে আর্টিস্টদের জানানো হবে। প্রতিটি বাছাইকৃত ছবির জন্য ৩০০ টাকা ফি জমা দিতে হবে। তবে ডিজিটাল আর্ট হলে ফ্রেমিং ও প্রিন্টিং খরচ বাবদ ৪৫০ টাকা ফি দিতে হবে।
৩. যেকোনো মাধ্যমের আর্ট গ্রহণযোগ্য। প্রদানের ক্ষেত্রে
- Paper painting এর সর্বোচ্চ সাইজ ৩৬"×২৪"
- Canvas : যেকোনো সাইজ গ্রহণযোগ্য
- Digital art : সর্বনিম্ন 300 DPI হতে হবে
- Scholpture: Any dimension
৪. চিত্রকর্মে শিল্পীর নিজস্ব স্বকীয়তা থাকলে তা বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে একজনের সর্বোচ্চ ৩ টি আর্টওয়ার্ক বাছাই হতে পারে। বাছাই অবশ্যই প্রোফেশনাল আর্টিস্ট দিয়ে করানো হবে।
৫. জমা দেওয়ার শেষ দিন: ৩১/১২/২০২৫
৬. গুগল ফর্মে আর্টের .jpg (অবশ্যই ক্লিয়ার) ফাইল পাঠাতে হবে। কোনো স্পেসিফিক আর্ট (এক বা একাধিক) প্রদর্শনীতে বিক্রি করতে চাইলে তার প্রাইস উল্লেখ করে দিতে হবে।
ছবির jpg ফাইল নিম্নোক্ত ফরমেটে rename করে দিতে হবে:
NameOfParticipant_NameOfTheArtwork_Medium_Size(in inch)_NotForSale/Sale_****tk.jpg
Example: Saief_WinterMorning_20×16_Sale2000tk.jpg
৭. প্রদর্শনীর জন্য যাদের আর্ট নির্বাচিত হবে প্রত্যেককে দেয়া হবে সার্টিফিকেট ও স্যুভেনির।
রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/mb5ZsbuwdbpCokd3A
সকল প্রকার আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ফেইসবুক পেইজে। এছাড়াও যেকোনো বিষয়ে তথ্য পেতে আমাদের পেইজে মেসেজ দিন।
ধন্যবাদান্তে: Charcoal-BUET Artista Society
Also check out other Arts events in Dhaka, Fine Arts events in Dhaka.