আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 9th RUSC National Science Fiesta 2025।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিজ্ঞানচর্চা, বিজ্ঞানমনস্কতা এবং গবেষণাভিত্তিক চিন্তাধারার প্রসারে নিরলসভাবে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় ক্লাবটি নবম বারের মতো আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞান উৎসব—9th RUSC National Science Fiesta 2025।
বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি মানব সভ্যতার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞানকে আরও কাছ থেকে জানার এবং এর প্রয়োগমূলক দিকগুলো অনুধাবনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রতিবছর আয়োজন করে এই বিজ্ঞান উৎসব। এটি তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবাদী মনোভাব, সৃজনশীলতা ও উদ্ভাবনী চর্চা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ প্রযোজনায় আয়োজিত এই ফিয়েস্টা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রাঙ্গণে, ২৪ ও ২৫ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) তারিখে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে সার্টিফিকেট, এবং বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি।
---
ফিয়েস্টার ইভেন্টসমূহঃ
একক অংশগ্রহণঃ
• সায়েন্স অলিম্পিয়াড (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• কেইস সলভিং (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• রুবিক্স কিউব
• ফটোগ্রাফি কনটেস্ট (সবার জন্য উন্মুক্ত)
• চেস কম্পিটিশন
দলীয় অংশগ্রহণঃ
• প্রোজেক্ট শো কম্পিটিশন (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়)
• লাইন ফলোয়িং রোবট কম্পিটিশন (স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়)
• ওয়াল ম্যাগাজিন (স্কুল, কলেজ)
এছাড়াও থাকছে স্টার ভিজুয়ালাইজেশন, 3D, 4D, 6D ও 9D মুভি শো, এবং স্টেজ সায়েন্স শো প্রদর্শনের আয়োজন।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
https://fiesta.rusc.org.bd
বিঃদ্রঃ ইভেন্ট সম্পর্কিত যেকোনো বিষয়ের পরিবর্তন, পরিবর্ধন কিংবা বাতিলসহ যেকোনো সিদ্ধান্ত পূর্বঘোষণা ছাড়াই নেয়ার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।