আলহামদুলিল্লাহ!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এই প্রথম গুলশানের দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম বাংলাদেশ হালাল ট্যুরিজম ফেয়ার ২০২৫।
এতে বেশ বরেণ্য আলেম, উলামা, ইসলামিক স্কলারস ও অভিজ্ঞ মুয়াল্লিম গনের মাধ্যমে সহিহ শুদ্ধ ভাবে হজ, উমরাহ এর বিশেষ প্রশিক্ষণ পরিচালিত হবে।
আগ্রহীগন রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ প্রশিক্ষনে অংশ নিতে পারবেন।
নিজের নাম, ঠিকানা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
অংশ গ্রহনকারি সকলের জন্য থাকবে আকর্ষণীয় উপহার ও ফ্রি উমরাহ ভিসা জিতে নেওয়ার সুবর্ন সুযোগ।
আগামী ০৯-১০ অক্টোবর ১ম বাংলাদেশ হালাল ট্যুরিজম ফেয়ার ২০২৫ গুলশানের দ্যা ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই ফেয়ার।
৩ টি ক্যাটাগরির মোট ৩০ টি স্টল ও ৪ টি প্যাভিলিয়নে দেশের সেরা এজেন্সি গুলো অংশ নেবে ।
প্রতিদিন ৩ সেশনে হজ ও উমরাহ বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এছাড়াও ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী,শিশুদের অংশ গ্রহনে ইসলামিক আর্ট কম্পিটিশন, হিফজুল কোরআন ও হুসনে কিরাত,ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে ফোন: ০১৮৮৫৫০৯৬২৬ ও ০১৯৬৬৭২৪৬২৫
www.thedonamedia.com
You may also like the following events from Hajj Umrah and Halal Tourism Fair Bangladesh :
Also check out other
Workshops in Dhaka.