🔊 হ্যালো Team বরিশাইল্লা বাস 🔊
📍কেমন আছেন বরিশাইল্লা বাস (বব) বাসী...?
আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
📌আপনারা ইতিমধ্যে অগবগত আছেন যে,অল্প কিছুদিন আগেই আমরা আমাদের গ্রুপের প্রথম ট্যুরের ঘোষণা দিয়েছি। তারাই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় বরিশাইল্লা বাস (বব) গ্রুপের প্রথম ট্যুরের আয়োজন করতে যাচ্ছি।আমরা যাচ্ছি সাগরকন্যা খ্যাত
✅'কুয়াকাটা "✅
সাদা বালির সমুদ্রের তীরে ঝিনুকের সমাহার
কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ অন্তরের অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা "সাগরকন্যা" হিসেবে পরিচিত। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। এছাড়াও বৌদ্ধ মন্দির, লাল কাকড়ার চর, ঝউবন,লেবুর চর দর্শনীয় স্থান বিশেষ উল্লেখযোগ্য।
🏝️ সাগরকন্যা কুয়াকাটা সী বিচ ।
⏰ ১ দিনের ট্যুর।
🗓️ট্যুরের তারিখ- ১লা আগস্ট ২০২৫
💶ট্যুরের ফি ১২০০ টাকা
📌 বুকিং মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ পেমেন্ট করলে অতিরিক্ত টাকা সহ মোট ১২২০ টাকা) প্রদান করবেন📌
💸পেমেন্টের জন্য বিকাশ/নগদ পার্সোনাল নাম্বার:-
☎️ Shahriar Ahmed :- 01948299674 (Nagod)
☎️ MD. Belal :- 01710383287 (Bikash)
✅ট্যুরে যা যা থাকছে-
🚍যাওয়া আসার জন্য হিনো 1J নন-এসি বাস।
🍛 ২ বেলা খাবার।
🏨 হোটেল
****
❌যা যা থাকছে না:-
💷প্রত্যেকের ব্যাক্তিগত খরচ নিজ দায়িত্বে থাকবে।
🔊দর্শনীয় স্থানে এন্ট্রি ফি ও ইত্যাদি।
📌বিস্তারিত-
ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমারা ১লা আগস্ট সকালে ৬:৪৫ এর দিকে কাশিপুর ট্রাক টার্মিনালে উপস্থিত থাকবো। ৭টার দিকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হবো। গাড়িতে বসেই সকালের নাস্তা দেওয়া হবে। আমার লেবুখালী পায়রা সেতুর উপর ফটোশুট করবো ও সকলের গ্রুপ ফটো নিব। পরে আমরা ১০ টার দিকে কুয়াকাটা পৌছাবো। সেখানে আমাদের রুমের ব্যবস্থা থাবে সেখানে ব্যাগ রেখে আমরা সমুদ্রে গোসলের জন্য যাবো। বিচে বসে আমরা গ্রুপ ফটো তুলবো। গোসল শেষে আমারা ১:৩০ এর দিকে রুমে এসে ফ্রেস হয়ে ২ টায় দুপুরের খাবা খেতে যাবো। দুপুরের খাবার শেষ করে রুমে বিশ্রাম নিয়ে বিকেলে ঝাউবন ও লাল কাকড়ার চরের উদ্দেশ্যে ঘুরতে বের হবো। যদি কেউ চায় ব্যক্তিগত বা দলবদ্ধ হয়ে ঘুরতে পারেন। ঘোরাঘুরি শেষে আমরা কিছু সময় সন্ধ্যায় বিচে কাটাবো। পরে রুমে গিয়ে ব্যগ গুছিয়ে বাসের দিকে রওনা হবো। আমরা ৮ দিকে সবাই বাসের কাছে চলে যাবো। ৮:৩০ এর দিকে সব চেক দিয়ে আমরা আবার বরিশালের দিকে ব্যক করবোগ
⚠️জরুরী কিছু তথ্যাবলী-
☞যেহেতু আমরা সমুদ্রে ভ্রমণ করতে যাচ্ছি আমরা,সবাই প্রত্যেকের নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধন গ ফটোকপি সাথে নিবেন।
☞প্রত্যেকেই লুঙ্গি,গামছা, সট প্যন্ট,সানগ্লাস ও জরুরী ঔষধ(যাদের খাওয়া প্রয়োজন) নিবেন।
☞মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন।যদি মাদকদ্রব্য সেবনের কারনে কোন সমস্যায় পরতে হয় গতাইলে এ্যডমিনরা দায়ী থাকবে না।
☞ছোটদের আদর ও বড়দের সম্মান দিয়ে চলার মন মানসিকতা নিয়েই ট্যুরে আসবেন।ব্যাবহার মানুষের ব্যাক্তিত্ব ফুটিয়ে তোলে।
বিঃদ্রঃ বুকিং মানি জমা দেওয়ার উপর ভিত্তি করে বাসের সিট বুঝিয়ে দেওয়া হবে।সামনের সিটগুলো পেতে হলে আগে আগেই বুকিং মানি জমা দিয়ে আপনার আসনটি নিশ্চিত করুন।
ট্যুরের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ২৫শে জুলাই ।আসন ফুল বুকিং হয়ে গেলে ট্যুরের ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
📱ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন।
☎️ Shahrira Ahmed :- 01948299674
☎️ MD Belal:- 01540558169
☎️ Siam:- 01730145898
☎️ Shifan:- 01727028290
🌹ধন্যবাদ সবাইকে 💝
📌Teem বরিশাইল্লা বাস এর সাথেই থাকুন 📌