🔊 হ্যালো Team BBS 🔊
📍কেমন আছেন Barishal Bus Society - BBS বাসী...?
আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
📌আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে,অল্প কিছুদিন আগেই আমরা আমাদের গ্রুপের প্রথম ট্যুরের ঘোষণা দিয়েছি। তারাই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রিয় Barishal Bus Society -(BBS) গ্রুপের প্রথম ট্যুরের আয়োজন করতে যাচ্ছি।আমরা যাচ্ছি সাদা মেঘ ও সবুজ পাহাড়ের রাজ্য ✅"বান্দরবান"✅
দু'পাশে শুভ্র সাদা মেঘ
সবুজের বুকে ছুটে চলা আঁকাবাঁকা উঁচুনিচু পথ যেন অন্তহীন। হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেয়া যায় মেঘেদেরকে। মাঝে মধ্যে উকি দেয়া সুর্যের আলোয় উঁচু উঁচু পাহাড় গুলোর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে। প্রকৃতির এত কাছাকাছি আসার, বুক ভরে নির্মল বাতাস নেয়ার, আর স্বর্গীয় দৃশ্য দেখে চোখ জুড়ানোর মতন জায়গায় হলো বান্দরবান।
⛰️পাহাড়ে ঘেরা বান্দরবান।
⏰২ রাত ১ দিনের ট্যুর।
🗓️ট্যুরের তারিখ- ১৭ জুলাই ২০২৫
💶ট্যুরের ফি ২৫০০ টাকা
📌 বুকিং মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ পেমেন্ট করলে অতিরিক্ত টাকা সহ মোট ১০২০ টাকা) প্রদান করবেন📌
💸পেমেন্টের জন্য বিকাশ/নগদ পার্সোনাল নাম্বার:-
☎️ Md Shohag :- 01865707757 (Bikash)
☎️ Sumontro Dash : 01904410156 (Bikash/ Nagod)
✅ট্যুরে যা যা থাকছে-
🚍যাওয়া আসার জন্য হিনো 1J নন-এসি বাস।
🍛 ৩ বেলা খাবার
🚍 চাঁদের গাড়িতে ভ্রমণ
❌যা যা থাকছে না:-
💷প্রত্যেকের ব্যাক্তিগত খরচ নিজ দায়িত্বে থাকবে।
🍛 হোটেল বিরতিতে কোনো রকম খরচ
🔊দর্শনীয় স্থানে এন্ট্রি ফি ও ইত্যাদি।
📌বিস্তারিত-
ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ জুলাই তারিখ রাত ১০ টায় আমরা ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিবো।যাত্রাপথে আমরা কুমিল্লার ❝পছন্দমত হোটেলে❞ ৩০ মিনিটের যাত্রা বিরতী করবো। যাত্রা বিরতিতে সবাই নিজ নিজ খরচে খাওয়া দাওয়া করবেন। এরপর ওস্তাদের স্কিল ফুল ড্রাইভিং উপভোগ করতে করতে আমরা ভোরে বান্দরবান পৌঁছাবো ইনশল্লাহ। সকালে আমরা বান্দরবান পৌঁছে জেলা শহরে কোনো একটা রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিবো। কিছুক্ষণ পর সবাই দলগত ভাবে আগে থেকেই বুকিং করে রাখা চাঁদের গাড়িতে ভ্রমণ করা শুরু করবো আর পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার পাহাড়ের বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করবো । ঠিক দুপুর ২ টায় আমরা দুপুরের খাবার সেরে নিবো। এরপর আরো কিছু সময় আমরা পাহাড়ের চূড়ায় আঁকাবাঁকা পথে সৌন্দর্য উপভোগ করবো। ঠিক সন্ধ্যা,৬ টার মধ্যে সবাই বান্দরবান জেলা শহরে ফিরে আসবো। এরপর চাইলে আপনারা বান্দরবান জেলা শহরের কিছুক্ষন রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঠিক আমরা রাত ৯টার মধ্যে বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারি সে হিসেবে সবাই আমাদের বাসের কাছে চলে আসবেন। রাতের খাবার আমার চট্টগ্রাম এ কোনো একটা রেস্টুরেন্টে এ সেরে নিবো, এবং আবার ও ঢাকার উদ্দেশ্যে এ রওনা হবো , ঢাকা ফেরার পথে কুমিল্লার যেকোনো হোটেলে ৩০ মিনিটের যাত্রা বিরতী দিবো।শনিবার ভোরে ইনশাআল্লাহ আমরা ঢাকায় পৌঁছে যাবো।
⚠️জরুরী কিছু তথ্যাবলী-
☞যেহেতু পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে যাচ্ছি আমরা,সবাই প্রত্যেকের নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিবেন।
☞প্রত্যেকেই লুঙ্গি,গামছা,
সানগ্লাস,ট্রাকিং জুতো ও জরুরী ঔষধ(যাদের খাওয়া প্রয়োজন) নিবেন।
☞মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন।যদি মাদকদ্রব্য সেবনের কারণে পুলিশের ঝামেলায় পড়েন সেক্ষেত্রে এডমিন প্যানেল কোনো দ্বায়ভার নিবেন না এবং সেই মেম্বারকে সেখানেই রেখে আসতে বাধ্য হবো।
☞ছোটদের আদর ও বড়দের সম্মান দিয়ে চলার মন মানসিকতা নিয়েই ট্যুরে আসবেন।ব্যাবহার মানুষের ব্যাক্তিত্ব ফুটিয়ে তোলে।
বিঃদ্রঃ বুকিং মানি জমা দেওয়ার উপর ভিত্তি করে বাসের সিট বুঝিয়ে দেওয়া হবে।সামনের সিটগুলো পেতে হলে আগে আগেই বুকিং মানি জমা দিয়ে আপনার আসনটি নিশ্চিত করুন।
ট্যুরের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুলাই ।আসন ফুল বুকিং হয়ে গেলে ট্যুরের ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
📱ট্যুর সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন।
☎️ Md Shohag:-01865707757
☎️ Mohammad Hafizul Talukder :-01990340090
☎️ TanZid Evan : 01963066593
☎️ Sumontro Dash: 01904410156
☎️ MD Belal : 01956171911
🌹ধন্যবাদ সবাইকে 💝
📌Team BBS এর সাথেই থাকুন 📌
#BBS_Alwyas_Cool