টাঙ্গুয়ার হাওর—প্রকৃতির এক অপার বিস্ময়, যা বর্ষায় তার রূপে মুগ্ধ করে সকলকে। মেঘে ঢাকা আকাশ, পাহাড়ের ছায়া মাখা জলরাশি, মাঝেমাঝে নেমে আসা নরম বৃষ্টি আর হাওরের হাওয়ায় ভেসে থাকা পাখিদের ডাক—সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। বিস্তীর্ণ হাওরের মাঝে নৌকায় চড়ে দূর দিগন্তে পাহাড় দেখতে দেখতে, হঠাৎ বৃষ্টির মৃদু ছন্দে, সাথে হাওরের টাটকা মাছের স্বাদে যেন ভুলিয়ে দেয় যান্ত্রিকতায় মোড়ানো শহুরে জীবনের ছাপ। এবার সেই স্বপ্ন ছুঁয়ে দেখতে আমরা যাচ্ছি হাওরের বুক জুড়ে ভেসে থাকা একটি আরামদায়ক হাউসবোটে।
অপার্থিব এই সৌন্দর্যকে আর মনের ক্যানভাসে না এঁকে, বরং সামনে থেকে উপভোগ করতে ডিউটিএস-এর সাথে ঘুরে আসতে পারেন “নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল” নামে খ্যাত টাঙ্গুয়ার হাওরে। শহুরে জীবনে সাময়িক বিদায় জানিয়ে ঈদের ঠিক আগমুহূর্তে জীবনকে আরেকটু উপভোগ করতে ঘুরে আসুন আমাদের সাথে।
🗓️ বিস্তারিতঃ
**২৯ মে – রাত ১০টায় টিএসসি থেকে আমাদের নির্ধারিত বাসে রওনা হবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।
**৩০ মে – সকালে সুনামগঞ্জে পৌঁছে পূর্ব-নির্ধারিত হাউসবোটে উঠে সকালের নাস্তা সেরে নেবো। বোটে চড়েই যাবো ওয়াচ টাওয়ার, সেখানে হাওরের পানিতে ঝাপাঝাপি। দুপুরে খাবার খেয়ে পৌঁছাবো টেকেরঘাট। এরপর ঘুরে বেড়াবো নীলাদ্রি লেক।
**৩১ মে – সকালে বোটে নাস্তা সেরে বাইকে/অটোতে যাবো লাকমাছড়ার পথে। এরপর ঘুরবো জাদুকাটা নদী, বারিক্কা টিলা ও শিমুল বাগান। দুপুরের খাবার শেষে সন্ধ্যার আগেই সুনামগঞ্জে ফিরবো। রাতের খাবার খেয়ে রওনা হবো ঢাকার পথে।
**১ জুন – ভোরে পৌঁছাবো ঢাকায়।
📍 যা যা দেখবোঃ
• টাঙ্গুয়ার হাওর
• ওয়াচ টাওয়ার
• নীলাদ্রি লেক
• বারিক্কা টিলা
• যাদুকাটা নদী
• শিমুল বাগান
• লাকমাছড়া
• টেকেরঘাট
🍽️ খাবার মেন্যু:
**১ম দিন –
সকালঃ ভুনা খিচুড়ি, ডিম ভুনা, আচার, সালাদ।
দুপুরঃ সাদা ভাত, মাছ কারি/ মাংস কারি, সবজি, শুটকি ভর্তা, ঘন ডাল, সালাদ।
বিকেলঃ চিপস/ বিস্কিট/ কেক
নুডলস/ পাস্তা
রাতঃ ভাত, হাঁসের মাংস, সবজি, ঘন ডাল।
সার্বক্ষণিক চা।
**২য় দিন –
সকালঃ ট্রেডিশনাল চিকেন আখনি, আচার, সালাদ।
দুপুরঃ ভাত, মাছ কারি / মুরগির রোস্ট, সবজি, আলু ভর্তা, ঘনডাল, সালাদ।
বিকেলঃ চিপস/ বিস্কিট/ কেক
মুড়ি চানাচুর মাখা/ সবজি পাকোড়া
রাতঃ বারবিকিউ, সালাদ, পরোটা।
**সার্বক্ষণিক চা।
📝 বুকিংঃ
২৫ মে’র মধ্যে ২০০০ টাকা দিয়ে ডিইউটিএস অফিসে গিয়ে বুকিং করতে হবে। এছাড়া বিকাশ বা নগদে সেন্ড মানি করতে পারবেন।
বিকাশ/নগদ (সেন্ড মানি খরচসহ):
01875745703
**সিট সীমিত – “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে বুকিং হবে।**বুকিং মানি অফেরতযোগ্য।
🔷 খরচ পরবেঃ
• ডিইউটিএস সদস্য – ৫৬০০৳
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী – ৫৮০০৳
• অন্যান্য শিক্ষার্থী – ৫৯০০৳
• প্রফেশনাল – ৬০০০৳
(**No couple space**)
⚠️ বিশেষ দ্রষ্টব্যঃ
• আসন সংখ্যা – ৩৫ জন
• সিট পূর্ণ হলে বুকিং বন্ধ হয়ে যাবে
• ডিইউটিএস ট্যুর সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখে
• যাতায়াতের সময় ছেলে-মেয়েদের বসা আলাদা হবে
• ডিইউটিএস কর্তৃক নির্ধারিত সিট প্ল্যান অনুসরণ বাধ্যতামূলক
• ট্যুর চলাকালে নেশাদ্রব্য বহন বা গ্রহণ নিষিদ্ধ
🎒 ডিইউটিএস যা বহন করবেঃ
• ঢাকা-সুনামগঞ্জ-ঢাকা যাতায়াত
• ট্যুর স্পটগুলোতে যাতায়াত
• সকল এন্ট্রি ফি
• বোট বুকিং
• ৩০ ও ৩১ তারিখের সকল খাবার
❌ ডিইউটিএস যা বহন করবে না:
• ব্যক্তিগত খরচ
• ওষুধ
• অতিরিক্ত খাবার
☎️ যোগাযোগঃ
মো: আবু সাঈদ
সভাপতি
ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি
01875745703
রুম ২০৩, টিএসসি ২য় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়