আগামী ১৭ মে ২০২৫ আমরা ১৫ বছরে পা দিচ্ছি। সেই উপলক্ষে আগামী ১৫-১৭ই মে আমরা কক্সবাজারে বর্ষপূর্তি উদযাপন করবো।
কি কি থাকছে? শুক্রবারে ১০০কিমি এর একটা আর ৫০কিমি এর একটা রাইড, যে যার পছন্দ অনুযায়ী জয়েন করবে। আর থাকবে টুকটাক কিছু সেলিব্রেশন, বিচে কিছু খেলাধূলা এইতো!
বিডিসি পরিবারের সবার জন্য এটা উন্মুক্ত। কিডস এন্ড ফ্যামিলি ফ্রেন্ডলি আয়োজন।
১৫ই মে বৃহস্পতিবার রাতে রওনা দিয়ে ১৮ই মে রবিবার ভোরে ঢাকা ফেরত আসা পর্যন্ত বুক করা বাস আমাদের সাথেই থাকবে। সাইকেল গুলো বক্স করে বাসে (ছাদে) আমাদের সাথে নিয়ে যাবো। আর থাকবো কক্সবাজারের বেশ ভালো একটি এপার্টমেন্ট কমপ্লেক্সে।
খরচ:
অপশন ১, MTB (২০৯০৳)
- নন এসি বাসে যাওয়া + আসা
- সাইকেল ট্রান্সপোর্টেশন
- এসি রুমে টুইন-শেয়ারিং
- কমন ওয়াশরুম
অপশন ২, Roadie (২৬৯০৳)
- এসি বাসে যাওয়া + আসা
- সাইকেল ট্রান্সপোর্টেশন
- এসি রুমে টুইন-শেয়ারিং
- কমন ওয়াশরুম
অপশন ৩, Gravel (২৯৯০৳)
- এসি বাসে যাওয়া + আসা
- সাইকেল ট্রান্সপোর্টেশন
- এসি রুমে টুইন-শেয়ারিং
- এটাচড ওয়াশরুম
* এই খরচ শুধু বাসে যাওয়া, আসা, সাইকেল ট্রান্সপোর্টেশন ও হোটেল একোমেডশনের জন্য। খাবার ও অন্য কোন খরচ এর অন্তর্ভুক্ত নয়।
রিপোর্টিংঃ
১৫ই মে, সন্ধ্যা ৭:৩০টা
স্থানঃ ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল/ দোয়েল চত্তররের সামনের রাস্তা
বাস স্টার্টঃ ৮:০০টা
গুগল ম্যাপ:
https://maps.app.goo.gl/BjT8YkUparU3THLy6
*যারা বক্স করে নিয়ে আসবেন তাদের ৭:৪৫ এর ভেতর আর যারা মিটিং পয়েন্টে এসে বক্স করবেন তাদের অবশ্যই ৭টার ভেতর উপস্থিত থাকতে হবে।
*বক্স ছাড়া কোন সাইকেল আমরা বাসে নিতে পারবনা।
সাথে কি কি নিতে হবে?
আপনার যা যা প্রয়োজন তা নিবেন, তাও নিচের লিস্ট টা একবার দেখে নিতে পারেন
১) প্রয়োজনীয় কাপড়-চোপড়
২) খাবার-দাবার এবং ইমার্জেন্সি প্রয়োজনের জন্য টাকা-পয়সা
৩) প্রয়োজনীয় ওষুধ-পত্র
৪) সাইকেলের/রাইডের জন্য বিভিন্ন জিনিষ-পত্র
- হেলমেট (আবশ্যক)
- গ্লাভস
- সাইকেলের জন্য লক ( নেওয়া ভাল)
- এক্সট্রা টিউব (না আনলে পস্তাবেন)
- পানির বোতল/হাইড্রেশন প্যাক
- গ্লুকোজ/স্যালাইন, কিছু খেজুর বা রাইডে এনার্জির জন্য খাবার ইত্যাদি
- মিনি পাম্পার, টুলকিট (ফিক্সিং এবং সাইকেল বক্স/আনবক্স করার জন্য লাগবে)
- জিপলক ব্যাগ/পলিথিন/রেইনকোট (বৃষ্টিতে মোবাইল,গুরুত্বপূর্ন জিনিষ সেইফ থাকবে)
৫) গান-বাজনা পারলে সাথে গিটার বা বহনযোগ্য বাদ্যযন্ত্র চাইলে নিতে পারেন
৬) এছাড়াও আপনার নিজের জন্য যা প্রয়োজনীয় সব।
৭) মাল্টিপ্লাগ, মশার জন্য ওডোমস, সানস্ক্রিন, ফার্স্ট এইড রিকমেন্ডেড।
আর টুক টাক মজার জিনিষ পত্র, খেলা-ধূলার জিনিষপত্র নিয়ে নিতে পারেন।
রেজিষ্ট্রেশনঃ
https://forms.gle/dHWkqgDFDdwroydU6
কোন প্রশ্ন থাকলে ইভেন্টের ওয়ালে কমেন্ট করে জানাতে পারেন।
Disclaimer:
By attending or joining this event, you agree to the following:
"I have read the rules and understand the nature of this event. I agree that I am entering the event at my own risk and take full responsibility for my safety and actions during the event. By attending or joining this event, if any harm, injury, loss, liability or damage is caused to me or my property, I AND/OR any of my family members or representatives shall not hold the group "BDCyclists" or its administrators and members and organizers of the event liable or responsible for the same."