AGM 2026, 30 January | Event in Dhaka | AllEvents

AGM 2026

কালীগঞ্জ কল্যাণ সংস্থা

Highlights

Fri, 30 Jan, 2026 at 09:00 am

8 hours

Kaliganj Gazipur, Gazipur, Dhaka Division, Bangladesh

Advertisement

Date & Location

Fri, 30 Jan, 2026 at 09:00 am to 05:00 pm (BST)

Kaliganj Gazipur, Gazipur, Dhaka Division

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

AGM 2026
সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম 🤍
অত্যন্ত আনন্দ ও আন্তরিকতার সঙ্গে কালীগঞ্জ কল্যাণ সংস্থার সম্মানিত সকল সদস্যবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে-সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ইং উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
এ উপলক্ষে একসঙ্গে থাকছে
✨ নবগঠিত উপদেষ্টা পরিষদে সদ্য নিযুক্ত দুইজন সম্মানিত উপদেষ্টাকে সংবর্ধনা
✨ পারিবারিক মিলনমেলা
✨ শীতের আমেজে ঐতিহ্যবাহী পিঠা-পুলির উৎসব
✨ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

এই মিলনমেলায় আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আমাদের আয়োজনকে করে তুলবে আরও বেশি প্রাণবন্ত, আনন্দমুখর ও স্মরণীয়। তাই সংগঠনের সকল সদস্যকে স্বপরিবারে ও বন্ধু-স্বজনসহ উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

📌 অনুষ্ঠানের সময়সূচি

🗓 তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬ইং
📅 বার: শুক্রবার
⏰ সময়: দিনব্যাপী
📍 স্থান: স্বপ্নছায়া রিসোর্ট, বরহড়া
(গাজীপুর-ইটাখোলা সড়ক), মোক্তারপুর, কালীগঞ্জ, গাজীপুর।

নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

💰 নিবন্ধন ফি

সংগঠনের সদস্য: জনপ্রতি ১,০০০ টাকা
সদস্যের স্বজন/বন্ধু: জনপ্রতি ৫০০ টাকা
ব্যক্তিগত ড্রাইভার: জনপ্রতি ৩০০ টাকা

🕒 রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা: ২০ জানুয়ারি (মঙ্গলবার) ২০২৬ইং

📲 নিবন্ধন ফি প্রদান ও যোগাযোগ

১. রাসেল মিয়া
মদিনা ফার্নিচার, বাইপাস মোড়,
গ্যাস পাম্পের বিপরীতে, কালীগঞ্জ, গাজীপুর।
বিকাশ/নগদ: ০১৯১২৫২৮০২৯

২. অ্যাড. মুহাম্মদ রাশিদুল হাসান রুবেল
কালীগঞ্জ কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়
গুণ মার্কেট, কালীগঞ্জ পৌরসভা সংলগ্ন
বিকাশ/নগদ: ০১৯১১০২৫০৬০

৩. দুলাল মোড়ল
কালীগঞ্জ পৌরসভা ভবন
বিকাশ/নগদ: ০১৭১৮৪৩০০৬২

৪. আক্তারুজ্জামান
বিকাশ/নগদ: ০১৭১৮৩৭৭৭২৯

৫. মিস সেলিনা রত্না
বিকাশ: ০১৭১২৭৭৪২৭৬

৬. রফিক সরকার
বিকাশ/নগদ: ০১৭১২৬৭১৭৪৭

কালীগঞ্জ কল্যাণ সংস্থা

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Kaliganj Gazipur, Gazipur, Dhaka Division, Bangladesh, Dhaka, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you
Advertisement
AGM 2026, 30 January | Event in Dhaka | AllEvents
AGM 2026
Fri, 30 Jan, 2026 at 09:00 am