সম্মানিত অভিভাবকবৃন্দ,
Abacus Math Bangladesh Ltd প্রতিবারের ন্যায় এবারও শিশুদের গাণিতিক দক্ষতা এবং প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে আয়োজন করছে 2nd Abacus Math Olympiad-2025. আপনাদের সদয় মনোযোগ এবং পরবর্তী পদক্ষেপের জন্য বিস্তারিত তথ্য এখানে সংযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। Abacus Math Bangladesh এর সকল ছাত্রছাত্রীর জন্য প্রথম পর্ব উন্মুক্ত (তাই সবার নিবন্ধন বাধ্যতামূলক)।
*** প্রতিযোগিতার নাম : - 2nd Abacus Olympiad-2025.
*** প্রতিযোগিতার তারিখঃ @ প্রথম পর্ব-- ১৩ সেপ্টেম্বর, ২০২৫ইং (অনলাইন পর্ব )।
@ দ্বিতীয় পর্ব-- ১১ অক্টোবর, ২০২৫ইং
@প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিবন্ধন লিংকঃ
https://www.abacusmathbd.com/4/2nd-abacus-olympiad-2025
@প্রতিযোগিতায় (প্রথম পর্ব) অংশগ্রহনের সময়ঃ ১২.০০ AM থেকে ১১.৫৯ PM (২৪ ঘন্টার যেকোনো সময় )
ভেন্যুঃ অনলাইন (ল্যাপটপ, ডেক্সটপ বা স্মার্ট ফোন ব্যবহার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে)।
ফলাফল প্রকাশঃ ০৮.০০ PM, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ইং।
@প্রতিযোগিতায় (দ্বিতীয় পর্ব) অংশগ্রহনের সময়ঃ ৮.০০ AM থেকে (বিস্তারিত পরে জানানো হবে)।
-- ৫ মিনিট, প্রশ্নসংখ্যা-১০০ (Visual Competition)
& Listening Competition (Only Abacus Math Bangladesh Students)
ভেন্যুঃ হল নং --৫০১, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, কাকরাইল।
ফলাফল প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ইং (বিস্তারিত পরে জানানো হবে)।
@প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শেষঃ ৩০ অগাস্ট, ২০২৫ ইং
@প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ফিঃ ২০০০ টাকা (এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত)
@প্রত্যেক ক্যাটাগরির বিজয়ীরা যাহা পাবেঃ
চ্যাম্পিয়ন------------ট্রফি + সার্টিফিকেট (১ জন)
১ম রানার আপ-------ট্রফি + সার্টিফিকেট (১ জন)
২য় রানার আপ-------ট্রফি + সার্টিফিকেট (১ জন)
*** প্রতিযোগিতাটি সারাদেশের সকল শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত।
*** বাংলা ও ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।
*** সকল অংশগ্রহনকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং বিজয়ীদের হাতে আকর্ষনীয় পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করা হবে।
*** প্রতিটি রেজিষ্ট্রেশনের জন্য একটি ফোন নাম্বার প্রয়োজন।
*** অংশগ্রহণকারীর প্রদত্ত তথ্য মিথ্যা বা ভূল বলে প্রমানিত হলে, তা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হোক না
কেন, কর্তৃপক্ষ অযোগ্য ঘোষনা করার অধিকার সংরক্ষন করে।
*** অংশগ্রহকারীর নিবন্ধন সফল হওয়ার পর তাদের অনুশীলন সেশন শুরু করতে পারবে। প্রতিদিন যত খুশী তত অনুশীলন করতে পারবে।
*** প্রতিযোগিতার দিন অংশগ্রহনকারী শুধুমাত্র একবার প্রতিযোগিতা করার সু্যোগ পাবে। প্রতিযোগিতা শুরুর ২৪ ঘন্টা পূর্বে অনুশীলন সেশন শেষ হবে।
*** প্রতিযোগিতায় প্রতিটি প্রশ্নের উত্তর কী-ইন করার পর, পরবর্তী প্রশ্নে যাওয়ার জন্য ‘Enter’ বাটন চাপতে
হবে।
*** অনলাইন বাছাইকৃতদের দ্বিতীয় পর্বের জন্য প্রশ্নপত্রের সফটকপি প্রদান করা হবে।
*** প্রথম পর্ব ফলাফল প্রকাশের দুই কার্য দিবসের মধ্যে Abacus Math Bangladesh এর ছাত্র ছাত্রীদের দ্বিতীয় পর্বের জন্য কনফার্ম করতে হবে(আসন সংখ্যা সীমিত)।
*** Abacus Math Bangladesh কর্তৃপক্ষ সমস্ত অধিকার সংরক্ষন করে।
#2nd Abacus Math Olympiad 2025.
@2nd Abacus Math Olympiad 2025
Also check out other Contests in Dhaka.