৬৫০০ টাকায় "নাফাখুম, লাংলোক, শৈনগং ঝর্ণা বিলাস, 4 December

৬৫০০ টাকায় "নাফাখুম, লাংলোক, শৈনগং ঝর্ণা বিলাস

Iqbal Iqu

Highlights

Thu, 04 Dec, 2025 at 10:00 pm

Dhaka

Advertisement

Date & Location

Thu, 04 Dec, 2025 at 10:00 pm - Mon, 08 Dec, 2025 at 07:00 am (BST)

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

৬৫০০ টাকায় "নাফাখুম, লাংলোক, শৈনগং ঝর্ণা বিলাস
এটি 🇧🇩 𝕂𝕙𝕦𝕛𝕚 𝔹𝕒𝕟𝕘𝕝𝕒𝕕𝕖𝕤𝕙 𝕋𝕣𝕒𝕧𝕖𝕝𝕝𝕖𝕣𝕤 🇧🇩 এর একটি অফিসিয়াল ইভেন্ট। মাত্র ৬৫০০ টাকায় "নাফাখুম, লাংলোক, শৈনগং ঝর্ণা অভিযানে যাচ্ছে টিম কেবিটি"। 😱


আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/1128953698874660/?ref=share&mibextid=NSMWBT


আমাদের পেইজ লিংকঃ

https://www.facebook.com/খুঁজি-বাংলাদেশ-ট্রাভেলার্স-100723095123239/


KBT ট্রাভেল কেয়ার পেইজ লিংক :

https://www.facebook.com/profile.php?id=100094933234751&mibextid=ZbWKwL


KBT ইউটিউব চ্যানেলের লিংক:

https://youtube.com/@himukbt?si=hNHRQKM98R2jdoLq


KBT হাউজবোটের পেইজ লিংক:

https://www.facebook.com/share/15xbLVHjTd/


💁‍♀️KBT হেড অফিসঃ

৪২৫, রংধনু শপিং কমপ্লেক্স, লেভেল ৩, পল্লবী,মিরপুর সাড়ে ১১, ঢাকা ১২১৬। যোগাযোগ : 01853-526901


🌐 #স্পটসমূহঃ

🌎 নাফাখুম

🌎 লাংলোক ঝর্ণা

🌎 শৈনগং ঝর্ণা

🌎 কুমারী ঝর্ণা

🌎 রাজাপাথর, রানীপাথর

🌎 ডিমপাহাড়




⏰সময়সূচিঃ

৪ই ডিসেম্বর (বৃহস্পতিবার) 🕙 রাত ১০ টায় সায়েদাবাদ থেকে রওনা দিয়ে ৮ই ডিসেম্বর (সোমবার) 🕕 ভোর ০৬ টায় ঢাকা পৌঁছাবো ইনশাআল্লাহ। 😇


♻️#ট্যুরপ্ল্যানঃ-

কিছু প্রতিবন্ধকতার জন্য রুটপ্ল্যান শেয়ার করা সম্ভব হচ্ছে না। যেহেতু এটা অফট্রেইল,তাই যেকোনো মুহুর্তে রুটপ্ল্যান পরিবর্তন হতে পারে।


বিঃদ্রঃ 🙋 রিপোর্টিং টাইম ০৯:৩০ টায়। ১০:০০ টায় বাস ছাড়বে, ১ মিনিট দেরি হলেও বাস পাওয়ার সম্ভাবনা থাকবে না এবং কোনো রিকোয়েষ্ট রাখা হবে না।


🏧#ইভেন্ট_ফিঃ

🍁সকল খরচ সহ মাত্র ৬৫০০৳ মাত্র।

🍁আলীকদম থেকে জয়েন করলে ৫৫০০৳ (সকাল ৮ টায় আলীকদম উপস্থিত থাকতেই হবে)


🚎 বাস: ৩৬/৪০ সিটের কাউন্টার বাস।


🛑 #বুকিং_পলিসিঃ

🚨 ট্রিপের ০৭ দিন আগে ক্যান্সেল করলে রিফান্ড পাবেন।

🚨 ৭২ ঘন্টার আগে ক্যান্সেল করলে পরবর্তী ট্যুরের জন্য এডজাস্ট করা হবে, নো রিফান্ড!

🚨 ৭২ ঘন্টার ১ মিনিট পরে ক্যান্সেল করলে আপনার সাথের জনের সাথেও এডযাস্ট হবে না। IATA রুলস অনুযায়ী, আপনার সিট সেল দিয়ে দেওয়া হবে। নো রিফান্ড! নো এডজাস্ট! নো রিপ্লেস!


⚪ #বুকিং_সিস্টেমঃ

KBT অফিশিয়াল ব্যাংক একাউন্ট নাম্বার :

ROUTINE: 095264635

Account Number: 1191070002331

Account Name: Khuji Bangladesh Travellers

Eastern Bank Ltd.

Uttara Branch, Dhaka.

KBT Head Office and Bkash Marchant
01853-526901


🍱 #খাবার মেন্যু:

প্রতিদিন সকাল এবং রাতে খাবার থাকবে।

[দুপুরে সবাই ব্যক্তিগত ড্রাইফুড খাবেন,কারন দুপুরের খাবার রান্না করা সম্ভব হবে না]


🎒 #কি_কি_নিতে_হবেঃ

🔹টি-শার্ট ১ টি যা গায়ে দিয়ে আসবেন,

০২ টি সাথে নিবেন।

🔸হাফপ্যান্ট/ট্রাউজার ২ টি।

🔹ট্রেকিং জুতা: ভালো মানের গ্রীপ সহ, না থাকলে আমাদের কাছে অর্ডার করতে পারেন।

🔸গামছা ১ টি।

🔹পাওয়ার ব্যাংক ও ক্যাবল। সেখানে চার্জ দেওয়ার কোন ব্যবস্থা নেই।

🔸বৃষ্টির জন্য পঞ্চ (রেইনকোট),

রোদের জন্য ক্যাপ।

🔹ব্যাগ: নূন্যতম ৫০ লিটার। ১ কেজি রেশন বহন করতেই হবে, এটা গ্রুপ থেকে সবাইকে দেওয়া হবে সমান ভাবে বন্টন করে। মেয়েদের বহন করতে হবে না।

🔸পানির বোতল: ট্যুরে প্রতিদিন ২ লিটার পানি অবশ্যই সাথে বহন করতে হবে, নতুবা বিপদে পড়বেন।

🔹টর্চলাইট/হেডল্যাম্প: যেগুলো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করা যায়।

🔸ডে ব্যাগ এবং ব্যাগের কাভার।

🔹NID/জন্মনিবন্ধন/স্টুডেন্ট আইডি/অফিস আইডি যে কোনো একটির কপি সাথে রাখবেন নিরাপত্তা সাপেক্ষে।

🔸লাইটার এবং সিগারেট পার্সোনাল, যার লাগবে নিয়ে নিবেন, সেখানে গিয়ে কারো কাছে চাইবেন না। পাহাড়ে সিগারেট স্বাভাবিকের তুলনায় ৩ গুন বেশি প্রয়োজন হয়।

🔹টুথব্রাশ, টুথপেষ্ট, সাবান, শ্যাম্পু।

🔸শুকনা খাবার যেমন: বাদাম, কিসমিস, খেজুর(বেশি করে), চকলেট, মধু ইত্যাদি।

🔹ব্যাক্তিগত ঔষধ।

🔸এয়ার পিলো এবং স্লিপিং ব্যাগ।

🔹পানি বিশুদ্ধকরন ট্যাবলেট এবং ওডোমস।


📛 বিঃদ্রঃ

🔻আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো প্রকার দ্বিধা বা সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।

🔻 প্রাকৃতিক বিপর্যয় অথবা যেকোনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হলে তখন ট্যুর হোস্ট যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে।

🔻ভ্রমণে গিয়ে পরিবেশ নষ্ট না করে পরিবেশ উপভোগ করবো।


#নেশা_হোক_ভ্রমণে_প্রেমটা_হোক_প্রকৃতির_সাথে।


You may also like the following events from Iqbal Iqu:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

Dhaka, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Iqbal Iqu

Iqbal Iqu

Are you the host? Claim Event

Advertisement
৬৫০০ টাকায় "নাফাখুম, লাংলোক, শৈনগং ঝর্ণা বিলাস, 4 December
৬৫০০ টাকায় "নাফাখুম, লাংলোক, শৈনগং ঝর্ণা বিলাস
Thu, 04 Dec, 2025 at 10:00 pm