লাল জুলাইয়ের কবিতা- ২০২৫, 8 August | Event in Dhaka | AllEvents

লাল জুলাইয়ের কবিতা- ২০২৫

Highlights

Fri, 08 Aug, 2025 at 04:00 pm

5 hours

কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা

Advertisement

Date & Location

Fri, 08 Aug, 2025 at 04:00 pm to 09:00 pm (BST)

কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা

Dhaka, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

লাল জুলাইয়ের কবিতা- ২০২৫
লাল জুলাইয়ের কবিতা- ২০২৫

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে : লাল জুলাইয়ের কবিতা।

গত বছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তির মাধ্যমে স্মরণ করবো রক্তাক্ত জুলাইয়ের রাজপথের দিনগুলো, গণমানুষের প্রতিবাদ আর সাহসী সব উচ্চারণকে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটানা দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন ছাত্র জনতা এক হয়ে রাজপথে নামে, তখন ক্ষমতাসীনদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হয় আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান-পিতা-স্বজন। আমরা ভুলতে পারি না রক্তাক্ত সেই জুলাইয়ের স্মৃতি। আমাদের নির্ঘুম রাত। আমাদের সন্তান-স্বজনদের আর্তচিৎকার।

এই গণঅভ্যুত্থানে দেশের আপামর জনতা এক হয়েছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে। ৫২ থেকে ৭১ পর্যন্ত যেভাবে দেশমাতাকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করতে বাংলার মুক্তিকামী ছাত্রজনতা সংগ্রাম করেছিল, চব্বিশের গণঅভ্যুত্থানেও সারা বাংলার ছাত্র জনতা এক হয়েছিল ফ্যাসিস্টের কবল থেকে দেশমাতাকে মুক্ত করতে। মাঠের কৃষক, রিকশাওয়ালা, জেলে, মজুর, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি এমনকি সরকারি কর্মকর্তারাও যোগ দিয়েছেন সেই বিপ্লবে।
কবি-শিল্পীরা তাদের কলমের শক্তিতে উচ্চারণ করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী শব্দমালা। কবিতায় তুলে ধরেছেন লাল জুলাইয়ের রক্তাক্ত চিত্র।

আমরা এবার সেই জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসের এক বছর পূর্তিতে লাল জুলাইয়ের কবিতায় স্মরণ করব আমাদের শহীদদের।

আমরা সকলেই জানি, চব্বিশের গণঅভ্যুত্থানকে বিতর্কিত করতে নানা ধরণের অপপ্রপচার চালাচ্ছে পতিত ফ্যাসিস্ট সমর্থক বিভিন্ন গোষ্ঠী। তারা অস্বীকার করে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানকে, গণমানুষের রক্তকে আর হাজারো শহীদদের আত্মত্যাগকে। তাই তো, ফ্যাসিস্টের পক্ষ নিয়ে এখন সংস্কৃতিঅঙ্গনে ও আবৃত্তিমাধ্যমকে কেন্দ্র করে ফ্যাসিস্ট সমর্থকেরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

৫ আগস্টের পর বিভিন্ন মৌলবাদী শক্তিরও উত্থান হয়েছে। নারীরা হয়েছেন আক্রান্ত। আমরা হতাশ হয়েছি বার বার। কিন্তু তারপরও আমরা দমে যাইনি। আমরা দমে গেলে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধুলিসাৎ হবে। তাই আবারো আমরা আবৃত্তিশিল্পীরা আরো দ্বিগুন হয়ে স্মরণ করব জুলাই শহীদদের। রাজপথের উত্তাল সেই দিনগুলোকে, যখন জাতি ধর্ম
বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়ে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছিল দেশমাতাকে।

৫২, ৭১ এবং ২৪ এর বিপ্লবী মনোভাবকে বুকে ধারণ করে আমরা যে কোন অন্যায়ের প্রতিরোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকান্ড, রাজনৈতিক-অরাজনৈতিক সহিংসতা ও সামাজিক অরাজকতার বিরুদ্ধে আমরা হবো সরব বজ্রকন্ঠ। আমরা মনে করি, কোন নির্দিষ্ট সরকার বা গোষ্ঠীর প্রতি অযৌক্তিক বা অন্ধ আনুগত্য, চাটুকারিতা আমাদের শিল্পী সত্তার জন্য অপমানজনক।

বিগত সময়গুলোতে শিল্প-সংস্কৃতি অঙ্গনকে নিয়ন্ত্রণ করা সেইসব চাটুকার কিছু শিল্পীগোষ্ঠীর মত নয়, একেবারে গণমানুষের প্রতিনিধি হয়ে আমরা আবারো উচ্চারণ করব লাল জুলাইয়ের শব্দমালা। আমরা বিশ্বাস করি সত্যিকার অর্থেই যারা শিল্পী তারা দলমতের ঊর্ধ্বে সকল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান করে।

এই আয়োজন সবার। সকল মুক্তিকামী আবৃত্তিশিল্পী ও কবিতাপ্রেমীর। উদার আমন্ত্রণ সকলকে।

লাল জুলাইয়ের কবিতা
তারিখ: ৮ আগস্ট ২০২৫, শুক্রবার
স্থান: কেন্দ্রীয় শহীদ মিনার

যোগাযোগ: ০১৭৪৮৪১৮৭৪৫, ০১৮৩৭৩২২৭৮৭, ০১৬১০৩৩৯৮৮৯

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা, Dhaka, Bangladesh
Get updates and reminders
Advertisement
লাল জুলাইয়ের কবিতা- ২০২৫, 8 August | Event in Dhaka | AllEvents
লাল জুলাইয়ের কবিতা- ২০২৫
Fri, 08 Aug, 2025 at 04:00 pm