** ইভেন্টের নামঃ বান্দরবন (নিলগিরি-নিলাচল) ভ্রমণে টিজিবি (০৩ জুলাই)
** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ রিলেক্স।
** যাত্রা শুরুঃ ০৩ জুলাই রাত ১০.০০ টা।
** যাত্রার শেষঃ ০৬ জুলাই সকাল ৬.০০ টা।
********************************************
- প্যাকেজ প্রাইজ ৬৫০০/- পার পারসন (চার জন এক রুমে শেয়ার বেসিসে)
( কাপল দের ১৫০০ টাকা যোগ হবে)
-বুকিং মানি ৪০০০/- (বিকাশ/রকেটে পাঠালে ৪০৮০ টাকা)
পাঠাতে পারবেন আসন ফাকা থাকা পর্যন্ত।
#বুকিং এর জন্যঃ +8801840238946,
অথবা +8801877722854,+8801877722856
****************************************
** ভ্রমন পরিকল্পনাঃ-
* ০৩ তারিখ রাত ১০ টায় বাসে করে বান্দরবান যাত্রা।
* ০৪ সকালে বাস থেকে নেমে আমরা চলে যাবো হোটেলে। হোটেলে সাধারণত দুপুর ১২ টার পর চেক ইন টাইম। রুম এভেলেবল থাকলে রুমে তখনই চেক ইন করবো নয়ত রেস্টুরেন্ট এর ফ্রেশরুমে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিবো। এরপর চাদেরগাড়ীতে করে চলে যাবো মেঘলা পর্যটন কেন্দ্র। মেঘলা ঘুড়ে এসে হোটেলে চেক ইন করে ফ্রেস হয়ে দুপুরের খাবার খাবো। একটু রেস্ট নিয়ে দুপুরের পর চলে যাবো নীলাচল। নীলাচলে বিকাল কাটিয়ে সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। এরপর ফ্রি টাইম। আড্ডা গল্প শেষে রতের খাবার খাবো।
*০৫ তারিখ খুব ভোরে আমাদের যাত্রা শুরু হবে। সকালে ফ্রেশ হয়ে প্রথমে হোটেলের রুম চেক আউট করে ফ্রেশ হবার জন্য নির্ধারিত কমনরুমে সবাই লাগেজ রেখে দিবো। তারপর আমরা যাত্রা করবো নীলগিরির উদ্দেশ্যে। পথে আর্মিদের ক্যান্টিনে সকালে নাস্তা সেরে নিবো। নীলগিরিতে এক/দের ঘন্টা ঘুড়ে আমরা যাবো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এরপর চিম্বুক পাহাড় ও শৈল্যপ্রপাত ঘুড়ে দুপুরে চলে আসবো হোটেলে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর সন্ধ্যা পর্যন্ত ফ্রি টাইম। চাইলে রুমে রেস্ট নিতে পারেন বা বান্দরবান শহর ঘুড়ে দেখতে পারেন নিজেদের মতো করে। বার্মিজ মার্কেট ও বাজার আছে চাইলে কিছু শপিং করে নিতে পারেন। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকা ফিরে আসবো।
****** আবহাওয়া ও পরিস্থিতির কারণে প্ল্যানে পরিবর্তন আসতে পারে।
০৬ সকালে ঢাকা থাকবেন ইনশাআল্লাহ্
**************************************
** যা যা থাকছে এর মধ্যেঃ
- ০৪ তারিখ সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
- ঢাকা -বান্দরবান- ঢাকা নন এ/সি বাস এর টিকেট
- চাঁদের গাড়ির সকল খরচ
- স্ট্যান্ডার্ড হোটেলে থাকার খরচ
- প্রতিটি স্পটে ঢোকার টিকেট
** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
- ক্যাবল কার বা অন্য কোন রাইডে চড়লে তার খরচ
-কোন ঔষধ
-প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে
***********************************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722855, 01877722851 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
******************
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
You may also like the following events from Md Soliman:
- This Thursday, 3rd July, 01:30 pm, সাদা পাহাড়ের দেশ নেপালে টিজিবি (০৩ জুলাই) in Dhaka
- This Thursday, 3rd July, 11:00 pm, সিলেটের জাফলং, ভোলাগঞ্জ এবং রাতারগুল ভ্রমণ (০৩ জুলাই) in Dhaka
- This Thursday, 3rd July, 11:00 pm, চায়ের দেশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ ও টিলাগাঁও ইকো ভিলেজ ভ্রমণ (০৩ জুলাই) in Dhaka