পুরানো ঢাকার অলি গলিতে একটুখানি হাটাহাটি
ঠিক সকাল সাড়ে আটটায়, আলীজান ব্যাপারীর মসজিদের (যেটাকে তারা মসজিদ বলে জানি আমরা, প্রিসাইজ লোকেশন 23.7156086,90.3836622,2573 ) আঙিনা থেকে হাটুরের দল হাটতে শুরু করব। কোথায় কোথায় যাবো, সেটা না হয় আস্তে ধীরে বলা যাবে। কারণ আমাদের পথ চলাতেই যে আনন্দ।
মিরাস-ই-বাঙ্গালাহর বিকাশ নম্বরে (০১৭১৭৪৪৩১৮৫ পার্সোনাল), রেফারেন্সে নিজের নাম লিখে ইভেন্ট ফি ৯৯৯+ বিকাশ চার্জ পাঠিয়ে, তারপর ফর্মটা (
https://forms.gle/uUafD5zf8FpdMv5H9 ) ফিল আপ করবেন। ফর্মে বিকাশ ট্রাঞ্জেকশন আইডি দেবেন (আপনার মোবাইল নম্বর নয়, বিকাশের ১০ ডিজিটের লেনদেন নম্বরটা)। চা, বেলা ১১টার হালকা খাবার হবে আমাদের তরফ থেকে।
আমরা আড্ডা দেই, হেরিটেজ সাইটগুলো নিয়ে তথ্য দেই, গল্প করি (দুর্ভাগ্যক্রমে সেটাই আমাদের ধ্যান-জ্ঞান, আমাদের লেখাপড়ার গণ্ডিও সেটা)। প্রশ্ন করবেন, মনে যত যা আছে, পুরান ঢাকার ঘরবাড়ি, ইতিহাস নিয়ে। আমরা আছিই এজন্য। ঠিক ১২:৩০ টায় ইভেন্ট শেষ হবে, নামাযের আগে। তাই সকাল ৮:৩০ মানে ৮:৩০ ই, সেটা ৯ টা নয়।
ধন্যবাদ
জান্নাতুল নাঈম ঐশী
আল মারুফ রাসেল