"বিপ্লবীর এই সোনার বাংলায়, অরাজকতার ঠাঁই নাই "
স্বাধীনতা অর্জন করার চেয়ে সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন। জহির রায়হানের "আসছে ফাল্গুনে দ্বিগুন হবো" পড়ে বড় হওয়া প্রজন্ম তাঁর লেখাকেও অতিক্রম করে গেল। এক বৈষম্য, অত্যাচার ও দূর্নীতিহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন সবার।তবে, বর্তমান পরিস্থিতি ভিন্ন এক বার্তা ছড়ায় প্রত্যেকের কাছে। চারদিকে হামলা, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, ভয়, যেন এক আতঙ্কের সময়ে বসবাস করছি আমরা। কিন্তু, এমন তো হবার কথা ছিল না। আমরা চেয়েছিলাম এমন একটি দেশ যেটি হবে সকলের জন্য বাসযোগ্য। যখন রাস্তায় নেমে আসে অরাজকতা, যখন সত্য চাপা পড়ে ভয় আর সন্ত্রাসের কাছে—তখন কী থেমে যাবে যুক্তির কণ্ঠস্বর? অন্যায়ের বিরুদ্ধে যুক্তির প্রতিবাদ গড়তে ডিবেট ফর হিউম্যানিটি, ডিএফএইচ আয়োজন,
"ডি এফ এইচ সহিংসতা বিরোধী বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"
নামঃ ডি এফ এইচ সহিংসতা বিরোধী বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
মাধ্যমঃ
->প্রাথমিক বাছাই অনলাইন
->ফাইনালঃ লাইভ অনলাইন, ৫ই এপ্রিল (সম্ভাব্য তারিখ)
তারিখঃ সিলেকশন রাউন্ড -১৫ই মার্চ থেকে ২৯শে মার্চ, ২০২৫
শ্রেণীসীমাঃ উন্মুক্ত (যেকোনো প্রতিষ্ঠান থেকে যে কেনো শিক্ষার্থী)
নিবন্ধন ফিঃ নেই
অনলাইন বাছাই পর্বের বিষয় -
"মহা বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন হব শান্ত..."
সিলেকশন রাউন্ডে অংশ গ্রহণের নিয়মাবলী - ১৫ই মার্চ থেকে ২৯শে মার্চ, ২০২৫
১। নির্ধারিত বিষয়ে ৫ মিনিটের ভিডিও রেকর্ড করতে হবে। (ভিডিও সম্পাদনা গ্রহণ যোগ্য নয়।)
২। রেকর্ডকৃত ভিডিও Whatsapp, Telegram Number অথবা Email যেকোনো মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।
Whatsapp & Telegram Number: 01680042141
E-mail Adress:
c21tMTQ1OTAgfCBnbWFpbCAhIGNvbQ==
৩। ভিডিও পাঠানোর সাথে নিম্নোক্ত তথ্যাদি মেসেজে প্রদান করতে হবে। ( আবশ্যক)
ক। নাম
খ। বিদ্যালয়/ কলেজের বা প্রতিষ্ঠানের নাম
গ। শ্রেণী, শাখা ও রোল নম্বর
ঘ। যোগাযোগ নম্বর
৪। প্রাপ্ত ভিডিও সমূহ ডিএফএইচ ঢাকা দক্ষিণের ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে।
ফাইনাল রাউন্ড - তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে
১। সিলেকশন রাউন্ডে অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ০৭ জনকে নিয়ে ফাইনাল আয়োজিত হবে।
২। সম্ভাব্য ভেন্যুঃ অফিসিয়াল পেইজ থেকে লাইভ
>>উম্মুক্ত কর্মশালা
বিষয়ঃ বারোয়ারী বিতর্কের আদ্যোপান্ত
তারিখঃ ১১ই মার্চ, ২০২৫
সময়ঃ রাত ০৯ঃ০০ ঘটিকা
ইন্সট্রাকটরঃ
মাহফুজা মাহবুব নওশীন
প্রভাষক, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়
ভেন্যুঃ
https://www.facebook.com/share/v/1KvkMp1P3w/
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন-
১। শাহেদুজ্জামান ফামিন
দপ্তর সম্পাদক, ডি এফ এইচ ঢাকা দক্ষিণ
যোগাযোগঃ 01558240545
২। সাকিব হাসান
সাংগঠনিক সম্পাদক, ডি এফ এইচ ঢাকা দক্ষিণ
যোগাযোগঃ 01905700802