জাপানে উচ্চ শিক্ষা-চাকরি ও স্থায়ী বসবাস শীর্ষক ফ্রি সরাসরি সেমিনারে অংশগ্রহণ করতে নিম্নের লিঙ্কে ক্লিক করে সিট বুক করুন:
𝐑𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤:
https://forms.gle/mJi5QoA8Z9FKZqHa8
𝗗𝗮𝘁𝗲: ২৯ এপ্রিল, মঙ্গলবার, বিকেল ৪টায়
🈹জাপানীজ ল্যাঙ্গুয়েজ (N5, N4) অথবা IELTS করে Japanese ল্যাঙ্গুয়েজ স্কুল অথবা English Medium University তে পড়াশুনার উপর স্কলারশিপ এর সুযোগ নিন।
⛩Student ভিসায় জাপানে পড়াশুনার বিষয়বস্তূ:
⭕ জাপানে ভিসা আবেদন পাওয়ার প্রক্রিয়া।
⭕জাপানীস ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা।
⭕ ডিপ্লোমা,স্নাতক ও স্নাকোত্তর পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া।
⭕ কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং আবেদন করার যোগ্যতা।
⭕ ব্যাংক ব্যাল্যান্স কত দেখাতে হবে এবং কার একাউন্ট দেখানো যাবে।
⭕ পার্ট-টাইম জব পাওয়া যাবে কিনা, কে দিবে।
⭕ পড়াশুনা শেষে ফুলটাইম জব করার নিশ্চয়তা আছে কিনা।
⭕ কীভাবে Permanent Residency (PR) অথবা জাপানের নাগরিকত্ব
পাওয়া যাবে।
⭕ জাপানে পড়াশুনা, কাজ ও বসবাস বিষয়ক সকল প্রশ্নের উত্তর।
🔰 TOPLINK Education এর বৈশিষ্ট :
🔹 আন্তর্জার্তিক মান সম্পন্ন প্রতিষ্ঠান।
🔹 বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান
🔹 বই এবং নিজস্ব ভাষা উপকরণ বিনামূল্যে বিতরণ
🔹 শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ আধুনিক
🔹 ভার্চুয়াল ক্লাস এর ব্যবস্থা।
🔹 দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা ও যত্ন
🔹 নাট / জেএলপিটি / জেএল.সি.টি‘র জন্য ফ্রি মক টেস্ট / মডেল টেস্ট সুবিধা।
🔹 গ্রুপ স্টাডি রুম।
🔹 Embassy সাক্ষাৎকার ফ্রি অনুশীলন
🇯🇵 𝐓𝐎𝐏𝐋𝐈𝐍𝐊 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻 এ জাপানিজ ভাষা শিখানোর পাশাপাশি অত্যন্ত দক্ষতার সাথে ভিসা প্রসেসিং করা হয়।
𝐓𝐎𝐏𝐋𝐈𝐍𝐊 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻
বাড়ি নং-৮, রোড নং-১৪, (৪র্থ তলা) ধানমন্ডি
(সুবহানবাগ মসজিদ এর পিছনে), ঢাকা।
বিস্তারিত জানতে সেমিনারে অংশগ্রহণ করুন।
যোগাযোগ-
📞 𝟬𝟭𝟯𝟯 𝟵𝟯 𝟲𝟯 𝟰𝟬𝟮
📞 𝟬𝟭𝟯𝟯 𝟵𝟯 𝟲𝟯 𝟰𝟬𝟯
📞 𝟬𝟭𝟳𝟭 𝟭𝟴 𝟯𝟱 𝟬𝟮𝟲
#japanesefood #japanilanguage #toplinkeducation #education #languagelearning #japanesefood #japanseminar