প্রতিবারের ন্যায় এবারও ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে চড়ুইভাতি ও সাংস্কৃতিক সন্ধ্যা "একদিন দল বেঁধে ক’জনে-২০২৫"
চড়ুইভাতি অনুষ্ঠানে থাকছে দুপুরের খাবার, মেয়েদের জন্যে খেলাধুলা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা। একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল ব্যাস্ততা ভুলে গিয়ে বন্ধুদের সাথে কিছু সুন্দর মুহুর্ত কাটানোর উদ্দেশ্যে ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন।
এই অনুষ্ঠান আয়োজনে ধার্য্যকৃত চাঁদা: ১২০ টাকা
চাঁদা সংগ্রহের শেষ তারিখ: ১৪ ই মে ২০২৫
অনুষ্ঠানের তারিখ: ১৬ই মে ২০২৫ রোজ শুক্রবার ।
স্থান: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলঘ্ন আশুলিয়া মডেল টাউন।
চাঁদা পাঠানোর ঠিকানা:
➡️ 01753388605(বিকাশ/ নগদ)
➡️01753388605 ( রকেট)
➡️ 2771050021502 (DBBL)
➡️ 20500100201572004 (IBBL)
অর্থ পাঠানোর পর কনফার্মেশনের জন্য যোগাযোগ করুন:
☞ সাব্বির হোসেন ইমন
অর্থ সম্পাদক, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা
01753388605
চাঁদা পাঠানোর পর ফর্মটি পূরণ করুন:
https://forms.gle/UQtkymDfjzr8xv3T8
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
☞ নাজমুল হাসান
সভাপতি, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা
01734613095
☞ জাকিয়া আক্তার লিমা
সাধারন সম্পাদক, ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা
01314-495146