মঞ্চে আসছে এথিক এর নতুন নাটক!! এথিক প্রযোজনা ১৪
সৈয়দ ওয়ালীউল্লাহ' সুড়ঙ্গ। নাটক ও নির্দেশনায় মিন্টু সরদার।।
সহযোগী নির্দেশক মনি কানচন। প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান।।
নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী ২৩ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
টিকেট পাওয়া যাবে শো এর আগে হল কাউন্টারে। বিকাল ৪ টা থেকে।।
👉টিকেট মূল্য: ২০০,৩০০ ও ৫০০ টাকা
👉অনলাইন বুকিং:
https://shorturl.at/ol4mh
ধন-সম্পদের প্রতি মানুষের লোভ চিরকাল। অন্যের সম্পদ নিজের করে নেয়ার প্রবৃত্তি আদীকাল থেকে চলমান। হোক তা বৈধ কি অবৈধ উপায়ে। হোক সে দূরের অথবা কাছেরজন। প্রয়োজনে সুড়ঙ্গ খুড়ে সম্পদ ছিনিয়ে নিতেও দ্বিধা করে না মানুষ। কিন্তু সম্পদ কি সবাইকে সব সময় ধরা দেয়? গুপ্তধন কি জোটে সবার ভাগ্যে? এমনই বিষয় ফুটে উঠেছে নাটকে এক ষোড়শী কন্যার কৌতুহলী ভাবনার জগতের ভিতর দিয়ে। নাটকের কাহিনী আবর্তিত রাবেয়াকে ঘিরে। দু’দিন পর তার বিয়ে অথচ সে বিছানায় শয্যা নিয়েছে। ডাক্তার-হেকিম সব হদ্দ হয়ে গেল কিন্ত কেউ তার অসুখ ধরতে পারে না। মাতৃহারা মেয়ের দুশ্চিন্তায় বাবা রেজ্জাক সরদার অতিশয় উদ্বিগ্ন। মুশকিল আসান হয়ে অবশেষে এলো এক ফকির বাবা যাকে দেখে রাবেয়া অবাক। কিন্তু রহস্য না ভাঙতে রাবেয়া তৎপর। যে রহস্যের রোমাঞ্চে নিজের বিয়ের আয়োজন উপেক্ষা করে অসুস্থতার ভান ধরে ঘরে পড়ে আছে আর দুদিন ধরে শুয়ে শুয়ে শুনছে সুড়ঙ্গ খোড়ার শব্দ। মাটির নিচের অন্ধকারের রহস্য ভেদ করে ধীরে ধীরে তার ঘরে এগিয়ে আসছে এক রহস্যমানব। রোমাঞ্চ আর উত্তেজনায় অবশেষে সকলেই মুখোমুখি হয় এক কঠিন সত্যের।
দারুন মজার ও হাসির এই নাটকে অভিনয় করেছেন মাহফুজ আফনান অপ্সরা, মনি কানচন, সুকর্ন হাসান, প্রদীপ কুমার, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, রেজিনা আক্তার রুনি, উর্মি আহমেদ, দিপান্বীতা রায়, রুবেল খান সহ আরো অনেকে। নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, পোষাক পরিকল্পক শুভাশিস দত্ত তন্ময়, আবহ সঙ্গীত করেছেন শিশির রহমান, কোরিওগ্রাফি করেছেন এম আর ওয়াসেক এবং পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু।।
👉যোগাযোগ: ০১৭০৯৩৩২৮৩৯