বর্ষা আমাদের প্রাণের অনুষঙ্গ। উত্তাল শীতল হাওয়া, ঘন মেঘের অন্ধকার, ঝাপসা হয়ে আসা বর্ষণ, মুহুর্মুহু মেঘনাদ এবং আলোর ঝলকে চকিতে উজ্জ্বল বিশ্বব্রহ্মাণ্ড আমাদের এই গাঙ্গেয় বদ্বীপের আবহমানকালের রূপ। বৃষ্টির সাথে মিশে আছে আমাদের মননের উত্তাল আনন্দ, অপার উচ্ছ্বলতা। মিশে আছে আমাদের প্রগাঢ় অভিমান, সংজ্ঞাহীন বিরহ এবং তীব্র নিখাঁদ শোক।
বৃষ্টি মানেই কদম, বকুল, কামিনী, দোলনচাঁপা। বৃষ্টি মানেই ব্যাঙের দীর্ঘ গান৷ বৃষ্টি মানেই ধোঁয়া উঠে খিচুড়ি, সর্ষে ইলিশ। বৃষ্টি মানেই গরম ধোঁয়া উঠে চা, গল্পের ছলে মেতে উঠার অজস্র অবসর।
বৃষ্টি- আমাদের প্রাণের উৎসব। প্রাণের বর্ষা আমাদের প্রাণ-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই এই বর্ষার উৎসবকে প্রাণভরে উৎযাপন করতে আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, আগামী ২৯ আষাঢ়, ১৪৩২ (১৩ জুলাই, ২০২৫) রোজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজন করতে যাচ্ছি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আষাঢ় পার্বণ ১৪৩২’।
বেলা ৩টায় উৎসবের উদ্বোধনী পর্ব শুরু হবে।
এরপর সাংস্কৃতিক পর্বে থাকছে প্রাণবন্ত একাধিক সাংস্কৃতিক পরিবেশনা। বর্ষাযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি থাকছে প্রখ্যাত ব্যান্ডদলের আকর্ষণীয় পরিবেশনা।
এছাড়াও, আমাদের এই আনন্দমেলায় থাকছে হরেক রকম স্টল- বর্ষাযাপনের নানা উপাদান। আসুন, সব ক্লান্তি ভুলে অবগাহন করি এবারের ভরা বাদলে!!
উদ্বোধন: বেলা ৩.০০টা
লোগো স্কেচ অঙ্কন: তৃশিতা রায় পর্ণা
লোগো সম্পাদনা: শেখ জান্নাতুল ফেরদৌস অণুষা
পোস্টার ডিজাইন: মায়িশা আহমেদ
বিশেষ কৃতজ্ঞতা: নাইমুল আলম