"আমার প্রিয় প্রচ্ছদ ”
শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর এর ২৫,২৬,২৭ তারিখ।
গ্যালারি: শফিউদ্দিন শিল্পালয়, ধানমন্ডি , ঢাকা।
শিল্পকর্ম জমাদানের শেষ তারিখ: ১৫ই সেপ্টেম্বর, ২০২৫।
রেজিস্ট্রেশন ফি: ১৫০০ টাকা
প্রদর্শনীর জন্য শিল্পকর্ম জমা দেওয়ার নিয়ম:
থিম: যে কোন বই এর প্রচ্ছদ আঁকতে হবে। নিজের তোলা Book photography / নান্দনিক ফটোগ্রাফিও আঁকতে পারেন তবে প্রচ্ছদ যেন স্পষ্ট বোঝা যায়। যে কোন একাডেমিক বই ও হতে পারে।
উল্লেখ্য যে ন্যুড আর্ট বা অশ্লীল কোন চিত্রকর্ম গ্রহণ যোগ্য নয়।
১. প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
২. সব ধরনের ভিজ্যুয়াল আর্ট অনুমোদিত।
২.১ ক্যানভাসে পেইন্টিং - ন্যূনতম ৮/১০ ইঞ্চি থেকে সর্বাধিক ২৪/৩০ ইঞ্চি এর ভেতর যে কোন সাইজ। (ক্যানভাস বা ফ্রেম সহ, উভয় ক্ষেত্রে এক মাপ প্রযোজ্য)।
২.২ কাগজে পেইন্টিং - সর্বাধিক সাইজ ২৪/৩০ ইঞ্চির ভেতর (ফ্রেম সহ)
২.৩ ডিজিটাল আর্ট (সর্বোত্তম মানের মুদ্রণ এবং ফ্রেমযুক্ত)। সর্বনিম্ন আকার ৮/১০ ইঞ্চি, সর্বোচ্চ আকার ১৮/২৪ ইঞ্চি।
২.৪ প্রতিটি শিল্পকর্ম শিল্পীর স্বাক্ষরিত হতে হবে এবং হুবুহু কপি ওয়ার্ক হলে মূল প্রচ্ছদ শিল্পীর নাম প্রচ্ছদের উপর লিখে দিতে হবে।
৩. শিল্পীদের নিম্নলিখিত তথ্যানুযায়ী ইমেইলের মাধ্যমে শিল্পকর্মের ছবি জমা দিতে হবে।
মেইল এড্রেস:
bWFoZnV6Y2FudmFzMTgxIHwgZ21haWwgISBjb20=
৩.১ শিল্পীর ছবি
৩.২ চিত্রকর্মের ছবি
চিত্রকর্মের সাথে উল্লেখিত ইনফরমেশন অবশ্যই ইংরেজি তে থাকতে হবে -
* Artist Name
* Painting Title ( পেইন্টিং এর নাম সংক্ষিপ্ত শব্দে )
* Size
* Medium ( চিত্রকর্মে কি কি ব্যবহার করেছেন)
* Art Details ( কোন লেখক ও মূল প্রচ্ছদ শিল্পীর নাম বা কোন বর্ষের একাডেমিক বইয়ের প্রচ্ছদ এঁকেছেন)
* Country
* District (বাংলাদেশ হলে জেলা উল্লেখ করবেন)
* Contact Number
* Price
* Facebook/ instagram account link
৪. সিলেকশনের জন্যে সর্বাধিক ৩ টি শিল্পকর্ম চিত্র জমা দিতে পারবেন।
৫. পেইন্টিংয়ের চারপাশে কোনো অতিরিক্ত কিছু/বস্তু ছাড়া শুধুমাত্র আর্টওয়ার্কের স্পষ্ট এবং উচ্চ-মানের ছবি জমা দিতে হবে।
৬. মেইলের মাধ্যমে ছবি জমা দেওয়ার সময়সীমা প্রাথমিক পর্যায়ে ৭ ই সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত। পরবর্তীতে বাড়ানো হবে কি না তা সিদ্ধান্ত সাপেক্ষে জানানো হবে।
৭. প্রদর্শনীর জন্য নির্বাচিত শিল্পীকে ইমেইল এর মাধ্যমে কনফারমেশন দেয়া হবে।
৮. যেসব শিল্পীর শিল্পকর্ম নির্বাচন হয়নি তাদের যোগাযোগ করা হবে না।
৯. নির্বাচিত শিল্পীদের প্রদর্শনী ভেন্যুতে তাদের শিল্পকর্ম জমাদানের জন্য বিস্তারিত নির্দেশনা মেইলেই জানিয়ে দেয়া হবে।
১০. অংশগ্রহণকারী প্রদর্শনীতে জমাদান ও ফেরত সংক্রান্ত শিপিং খরচ বহন করবেন।
১১. শিপিংয়ের সময় শিল্পকর্মগুলি অবশ্যই সঠিকভাবে প্যাকেজ করে পাঠাবেন। অন্যথায় আয়োজক/সংগঠক দায়ী থাকবে না।
১২. প্রদর্শনীর শেষ দিনে শিল্পীরা তাদের শিল্পকর্ম সংগ্রহ করবেন। যে শিল্পীরা ঢাকার বাইরে থাকেন, তারা শেষ দিন কালেক্ট করতে না পারলে শিল্পকর্ম এক মাসের মধ্যে প্রদর্শনী শেষে কুরিয়ারের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
১৩. কিউরেটরিয়াল দল প্রদর্শনী স্থানের মধ্যে শিল্পকর্মের স্থান নির্ধারণ এবং প্রদর্শন নির্ধারণ করবে।
১৪. সংগঠক এবং কিউরেটররা এমন শিল্পকর্মগুলি বাদ দেওয়ার অধিকার রাখে যা প্রদর্শনী মান পূরণ করে না।
১৫. শিল্পীর নির্ধারিত দাম থেকে প্রদর্শনীতে বিক্রিত শিল্পকর্ম থেকে আয়োজক কোন পার্সেন্ট গ্রহণ করবেন না।
১৬. প্রদর্শনীর আয়োজকরা প্রচারমূলক উদ্দেশ্যে শিল্পকর্মের ছবি তোলা এবং নথিপত্র রাখবার অধিকার রাখেন।
Contact for any assistance.
Phone +8801795838218
Click the WhatsApp button.
Send a direct message in our Page.
Also check out other Arts events in Dhaka, Fine Arts events in Dhaka.