🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/TZgctBq8EurWwg9t5
আপনি কি একজন ওয়েব ডেভেলপার, যিনি শুধুমাত্র কোড লিখে নয়, বরং মডার্ন AI টুলের সাহায্যে আপনার ল্যান্ডিং পেজ ডিজাইনিংকে এক নতুন লেভেলে নিয়ে যেতে চান? MERN স্ট্যাকের পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক ইউজ করে কীভাবে ফাস্ট, ইন্টেরেস্টিং এবং ইফেক্টিভ ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেগুলো নিয়ে জানতে ও শিখতে চান? তাহলে ইন্টারেক্টিভ কেয়ারস আপনার জন্য নিয়ে আসছে একটি বিশেষ ওয়েবিনার।
টপিক: MERN স্ট্যাকের Raw Code আর AI দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইনিং
ওয়েবিনার ডেট: ৭ আগস্ট, ২০২৫; রাত ৯:৩০টা
ওয়েবিনারে ইন্সট্রাকটর হিসেবে থাকছেন-
সাইদুর রহমান সেতু, ফাউন্ডার, JS Bangladesh
আজকের ডিজিটাল দুনিয়ায় একটি ইফেক্টিভ আর eye-catchy ল্যান্ডিং পেজ যেকোনো ব্যবসার সাফল্যের জন্য লাগবেই। আবার এটি শুধুমাত্র দেখতে সুন্দর হলেই হয় না, বরং পারফরম্যান্স, ইউজার এক্সপেরিয়েন্স এবং কনভার্সনের দিকেও নজর রাখতে হয়।
এই ফ্রি ওয়েবিনারে আমরা দেখব কীভাবে MERN স্ট্যাকের Raw Code-এর ফ্লেক্সিবিলিটিকে ChatGPT, Gemini, DeepSeek-এর মতো AI টুলসের ক্রিয়েটিভ পাওয়ারের সাথে মিশিয়ে আপনি এমন ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন যা শুধু দেখতেই দারুণ হবে না, বরং সুপার ফাস্ট আর ইফেক্টিভও হবে।
এই ফ্রি ওয়েবিনারে আপনি যা যা শিখবেন:
- MERN স্ট্যাকের বেসিক: ল্যান্ডিং পেজ তৈরির জন্য HTML-CSS-সহ MERN-এর নানান কম্পোনেন্টের রোল।
- AI-এর সাথে ডিজাইন আইডিয়া জেনারেশন: ChatGPT ব্যবহার করে ল্যান্ডিং পেজের কনটেন্ট, হেডলাইন এবং কল-টু-অ্যাকশন (CTA) আইডিয়া তৈরি।
- AI দিয়ে ভিজুয়াল অ্যাসেট তৈরি: Midjourney বা অন্যান্য AI ইমেজ জেনারেটর দিয়ে ল্যান্ডিং পেজের জন্য ছবি, আইকন বা ব্যাকগ্রাউন্ড তৈরি।
- Raw Code দিয়ে ডিজাইন ইমপ্লিমেন্টেশন: React কম্পোনেন্ট দিয়ে AI-জেনারেটেড আইডিয়া ও অ্যাসেটগুলোকে ইফেক্টিভ ল্যান্ডিং পেজে কনভার্শন।
- রেসপনসিভ ডিজাইন ও অপ্টিমাইজেশন: বিভিন্ন ডিভাইসের জন্য ল্যান্ডিং পেজকে রেসপনসিভ করা এবং পারফরম্যান্স ও SEO-এর জন্য অপ্টিমাইজেশন স্ট্র্যাটেজি।
- এন্ড-টু-এন্ড প্রজেক্ট ডেমো: একটি রিয়েল ল্যান্ডিং পেজ বানিয়ে কোড ও AI-এর কম্বিনেশনের ইউজ।
এই ওয়েবিনারটি কাদের জন্য?
- MERN স্ট্যাক ডেভেলপার
- ওয়েব ডিজাইনার
- ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা
- কলেজ ও ইউনিভার্সিটি স্টুডেন্ট ও ফ্রেশ গ্র্যাজুয়েট
এই ওয়েবিনার শেষে আপনি MERN স্ট্যাকের Raw Code এবং AI টুলের কম্বিনেশনে কীভাবে একটি ইফেক্টিভ ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন, তার একটি ক্লিয়ার আইডিয়া পাবেন। আপনার কোডিং এবং ডিজাইনিং দক্ষতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এখনই রেজিস্ট্রেশন করুন!
তাই আর দেরি না করে, রেজিস্ট্রেশন করুন এখনি!!!
You may also like the following events from Interactive Cares:
- This Monday, 4th August, 03:00 pm, Free Webinar: Creating beautiful Admin Panel for WordPress Plugins in Dhaka, Bangladesh
- This Tuesday, 5th August, 03:00 pm, Free Webinar: Design Your First SaaS Dashboard: Easy Bento Grids & 3-D Cards in Dhaka, Bangladesh
- This Friday, 8th August, 11:00 am, Offline Workshop on Facebook Ads: The ROAS Workshop — Creative, Conversion & CAPI Strategy in Dhaka