সিজনের প্রথম সেন্টমার্টিন ট্যুর হবে এটা। যারা একদম কনফার্ম যাবেন শুধুমাত্র তারা going বাটনে ক্লিক করবেন,আর যারা যাবেন কিনা সিওর না তারা ইন্টারেস্ট বাটনে ক্লিক করলেই ট্যুরের আপডেট পেয়ে যাবেন।
সেন্টমার্টিন সম্পর্কে নতুন করে কিছু বলার নাই,কম বেশি সবাই জানেন। ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল যেভাবেই যান না কেনো খুব ভালো সময় উপভোগ করতে পারবেন।
বিস্তারিতঃ
★ ডে-১: ২৩ ডিসেম্বর তারিখ রাত ৮ টার বাসে কক্সবাজার এর উদ্দেশ্যে রওয়ানা দিবো।
★ ডে-২: সকালে কক্সে নেমে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে শীপে করে চলে যাবো সেন্টমার্টিনে। হোটেলে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে চলে যাবো বীচে। রিসোর্টও হবে সেন্টমার্টিনের সেরা রিসোর্টগুলোর মধ্যে একটা। কিছুক্ষণ ঝাপাঝাপি করে হোটেলে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর যতটুকু সম্ভব সেন্টমার্টিন এরিয়া ঘুরে দেখার চেষ্টা করবো। তারপর চলে যাবো বীচে, বাকি সময়টা বীচে কাটিয়ে দিবো।
★ ডে-৩: খুব সকালে জেটিঘাটে চলে যাবো সূর্যোদয় দেখতে। এরপর ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে চলে যাবো ছেড়াদ্বীপে। ছেড়াদ্বীপ থেকে ফিরে বীচে কিছুক্ষণ গোসল করে দুপুরের খাবার খেয়ে রুমে রেস্ট করবো। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত পুরো সময়টা কাটিয়ে দিবো নিজেদের মতো করে। রাতে বারবিকিউ অথবা ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো।
★ ডে-৪: সকালে উঠে আবারও চলে জেটিঘাটে সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখা শেষ হলে দুপুর পর্যন্ত যে যার মতো বীচে সময় কাটাবো। দুপুরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা দিবো, এরপর রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো।
ইনশাআল্লাহ ২৭ ডিসেম্বর তারিখ সকাল সকাল আমরা ঢাকায় থাকবো।
#ইভেন্ট-ফিঃ ঢাকা থেকে ঢাকা
জনপ্রতি ৯০০০ টাকা (১রুমে ৪জন)
জনপ্রতি ১০,৫০০ টাকা (১ রুমে ২জন)
বুকিং দেওয়ার সিস্টেমঃ
★ পুরোপুরি কনফার্ম থাকলে ৫১০০ টাকা (অফেরত যোগ্য) বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে। অথবা কেউ চাইলে এডমিনের সাথে দেখা করে নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা দিতে পারবেন।
#বিকাশ বা নগদ বা উপায় বা রকেট
01886-834373 (পার্সোনাল)
(আসন খালি থাকা সাপেক্ষে)
ট্যুরে যা যা থাকবেঃ
* ঢাকা-কক্সবাজার আসা যাওয়া নন এসি বাস ভাড়া
* শীপ ভাড়া
* ৮ বেলা খাবার (৩ বেলা নাস্তা, ৩ বেলা লাঞ্চ, ২ বেলা ডিনার)
যা যা থাকবেনাঃ
বাস বিরতির খাবার
ব্যক্তিগত যে কোন খরচ
ছেঁড়া দ্বীপে যাওয়া খরচ
তাহলে আর দেরি কেন সেন্টমার্টিন ট্যুরে অংশগ্রহণ করে কিছু মুহূর্ত স্মরণীয় করে রাখুন 😍
ট্যুর সংক্রান্ত যে কোন প্রয়োজনে 01936-834371 এই নাম্বারে কল দিতে পারেন।
WhatsApp: 01936-834371