মহান বিজয় দিবস উপলক্ষে
সিইউডিসি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
আয়োজনে: চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (CUDC)
১৯৭১—এটা শুধু একটা সাল নয়; এটা আমাদের অস্তিত্বের শেকড়, আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস।
যে মাটিতে শহীদের রক্ত মিশে আছে, যে বাতাসে বিজয়ের গান ভেসে আসে—সেই বাংলাদেশকে আমরা পেয়েছি ত্যাগ, সাহস আর অদম্য স্বপ্নের বিনিময়ে। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে—অন্যায়ের সামনে নত হওয়া নয়, সত্যের পক্ষে অবিচল থাকা; ভয় নয়, যুক্তি আর মনন দিয়ে পথ গড়া।
এই চেতনার আলোকে, বিজয়ের দিনে আমরা আবারও উচ্চারণ করতে চাই—
“আমরা যুক্তির পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা সত্যের পক্ষে।”
তাই বিজয় দিবসকে কেন্দ্র করে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (CUDC) আয়োজন করছে
“সিইউডিসি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”।
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত।
📌 সময়সূচি
✅ রেজিস্ট্রেশনের শেষ সময়: ০৯ ডিসেম্বর, ২০২৫
✅ মেলা/প্রাথমিক পর্ব: ১০ ডিসেম্বর, ২০২৫
✅ চূড়ান্ত পর্ব: ১৬ ডিসেম্বর, ২০২৫
🏅 পুরস্কার
🥇 ১ম পুরস্কার: ১৫০০৳
🥈 ২য় পুরস্কার: ১০০০৳
🥉 ৩য় পুরস্কার: ৫০০৳
📝 রেজিস্ট্রেশন প্রক্রিয়া: নিচের ফর্ম্বটি ফিল আপ করুন।
https://forms.gle/MjFcszPPYpcC1JV67
Tournament joining Fee :- 80 tk(free for CUDC members)
(Bkash: 019 7365 8738)
☎️ যোগাযোগ:
মোঃ ফুরকান উদ্দিন
কনভেনর
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
01580267637
মোঃ ইয়ামিন
কো-কনভেনর
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
01765953900
Also check out other Sports events in Chittagong.