“যুক্তির আলোয় হোক জ্ঞানের প্রতিষ্ঠা;
মনন হোক মুক্ত, বিতর্ক হোক প্রজ্ঞার দীক্ষা।”
-মূলমন্ত্রকে ধারণ করেই শুরু হচ্ছে আমাদের আন্তঃ বিভাগ বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার যাত্রা
যেখানে যুক্তি হবে পথের আলো, মনন হবে মুক্ত চিন্তার দুয়ার,
আর বিতর্ক হয়ে উঠবে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনের সোপান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শীত মানেই এক অন্যরকম সৌন্দর্য কুয়াশায় মোড়া সকাল, নরম রোদে স্নিগ্ধ বিকেল, আর চারপাশে সবুজের গভীর শান্তি। এই মায়াময় ঋতুতেই আমাদের প্রিয় ক্যাম্পাস নতুন করে প্রাণ ফিরে পায়, আর যুক্তিবিদ্যার চর্চাও যেন হয়ে ওঠে আরও গভীর ও মনোমুগ্ধকর।
এই শীতের মনোরম আবহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস আন্তঃ বিভাগ বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫, যেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে যুক্তি, মনন ও প্রজ্ঞার আলো নিয়ে।
আমরা বিশ্বাস করি, মুক্ত চিন্তা, পরিশীলিত যুক্তি ও গঠনমূলক বিতর্কই একটি সচেতন প্রজন্ম তৈরি করে; আর সেই পথেই এগিয়ে যেতে এই আয়োজন আমাদেরকে আরও এক ধাপ সামনে নিয়ে যাবে।
ইভেন্টের বিবরণ:
তারিখ: ১৪ ও ১৬ ডিসেম্বর, ২০২৫
স্থান: বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মোট দল সংখ্যা: ৩২টি
প্রি-রেজিস্ট্রেশন শেষ তারিখ: ৬ ডিসেম্বর, ২০২৫।
বিতর্ক ধরন: বাংলা এশিয়ান সংসদীয় (ট্যাব ফরম্যাট)
📜 অংশগ্রহণের নিয়মাবলি:
১। প্রতি দলে তিনজন করে সদস্য থাকবে।
২। দলের প্রতিটি সদস্য একই বিভাগে অধ্যয়নরত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত (বর্তমানে অধ্যয়নরত) ছাত্র/ছাত্রী হতে হবে।
৩। বিতর্ক বাংলা সংসদীয় বিতর্কের নিয়ম অনুযায়ী হবে।
৪। প্রতি বিভাগের হয়ে সর্বোচ্চ ৩টি দল অংশ নিতে পারবে।
৫। প্রতিযোগিতায় বিচারক ও আয়োজকদের সম্মিলিত সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
📝 রেজিস্ট্রেশন:
রেজিস্ট্রেশন ফি: ৬৬০/-
রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/C26tKbraBATqs1F79
📣 যোগাযোগ:
মোঃ যোবায়ের সরকার,
দপ্তর সম্পাদক, এসডিসি।
FB ID :
https://www.facebook.com/share/1J6ZW1WFKo/
মোবাইল : ০১৭৮৮৮০৫২০৯
ফারহিন বিনতে ইউসুফ,
বিতর্ক সম্পাদক, এসডিসি।
FB ID :
https://www.facebook.com/share/17auEYmdwH/
মোবাইল : ০১৫২১৫২৫৯২৯
মোঃ রিদোয়ান আহমেদ
সাধারণ সম্পাদক, এসডিসি।
FB ID :
https://www.facebook.com/share/1J9f9iGsi7/
মোবাইল: ০১৯৮৯৭৯৭৪৭২