জোসনায় জুমঘর বিলাস ও জলপ্রপাতের রাজ্যে অবগাহন💥, 4 September

জোসনায় জুমঘর বিলাস ও জলপ্রপাতের রাজ্যে অবগাহন💥

Masud Pervej Sujon

Highlights

Thu, 04 Sep, 2025 at 10:00 pm

আলীকদম, বান্দরবান।

Advertisement

Date & Location

Thu, 04 Sep, 2025 at 10:00 pm - Mon, 08 Sep, 2025 at 06:00 am (BST)

আলীকদম, বান্দরবান।

Ukhiya, Barisāl, Bangladesh, Chittagong

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

জোসনায় জুমঘর বিলাস ও জলপ্রপাতের রাজ্যে অবগাহন💥
"জুমঘর বিলাশ ও ঝর্নার রাজ্যে মন হরন"

বর্ষার মৌসুম এখন মধ্যভাগে। ইতঃমধ্যেই পাহাড় সেজেছে তার আপন রূপে, জুমের ফসলে ঝড়ো হাওয়া দোলা দেয়ার মতো অপার্থিব দৃশ্য দেখার সময় চলে এলো। আর এই সময়ে জুমঘরে আয়েশী সময় কাটানোর আরেক পজিটিভ দিক হলো প্রচুর পরিমাণে জুমের সবজি, ফল খাওয়ার সুযোগ। বর্ষার সবুজ পাহাড় যেন এক দূর চিন্তা জগতের অলঙ্ঘনীয় আকর্ষণ যাকে একবার ছুঁয়ে দেখতে পারার আকাঙ্ক্ষা আপনার এক জীবনে স্মরনীয় হয়ে থাকবে। প্রিয় বর্ষা আর তার অনন্যা কন্যা বান্দরবান এর আসল প্রকৃতির মিশ্রনে আত্মার শুদ্ধিকরন ও মন ভোলানো মুহুর্ত জড়ো করতে আপনিও হতে পারেন,একজন Altitude Hunter.

আর বর্ষায় পাহাড়ের সবুজে নিজেকে হারানোর মাধ্যম খুঁজে পেতে আমরা সাজাই ভিন্ন আঙ্গিকে আমাদের এই ট্রিপ। জুমঘরে শুয়ে বৃষ্টির নেমন্তন্ন নেয়ার পাশাপাশি জলপ্রপাতের বিধ্বংসী রূপ দেখা ও তাতে সিক্ত হতে। আর বরাবরই, হান্টার মানেই নতুন কিছুর সংযোজন থাকবেই...


⭐⭐ ট্রেকিং স্টাইলঃ ব্যাকপ্যাকিং।

📌📌 ট্রেকিং লেভেলঃ মডারেট ও রিল্যাক্স।


## জুমঘর_বিলাশঃ

Altitude Hunter মানেই বিশেষ কিছু,সে বিশেষ কিছুর মাত্রায় আরো নতুনত্ব যোগ করতেই থাকে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা।

তার ই ধারাবাহিকতায়,আমরা যাচ্ছি বান্দরবান এর গহীন অরন্যে,পাহাড়ের বুক চিড়ে প্রকৃতির তৈরী করা বেশ কয়েকটি দানবীয় ঝর্নার সৌন্দর্য অবলোকনে....
বান্দরবানের খেটেখাওয়া অধিবাসীদের ফসলি জমির উপর বাঁশ,কাঁঠ,শন দিয়ে গড়া অপুর্ব জুমঘরে একটি বন্ধুত্বময় ও স্মৃতির পাহাড় গড়া রাত্রির খোঁজে।

চাইলেই সংগী হতে পারেন।

জুমঘর,সাধারণত পাহাড়ে জুমচাষের রক্ষনাবেক্ষনের জন্য অস্থায়ী ভাবে গড়া এক নিবাস।
আদিম ও অকৃত্রিম আতিথেয়তার উপলব্ধি নিতে আমরা গুটি কয়েকজন মানুষ ই যাবো।


🚍 যাত্রা শুরুঃ ০৪ সেপ্টেম্বর রাত ১০টা
🚍 যাত্রা শেষঃ ০৮ সেপ্টেম্বর ভোর ০৬টা আনুমানিক।


📝 ভ্রমন পরিকল্পনাঃ

(০)তম দিনঃ
ঢাকা-আলিকদম
১ম দিনঃ
আলিকদম-অনির্দিষ্ট পাড়া/ জুমঘর
২য় দিনঃ
পাড়া-ঝর্নায় ঝাপাঝাপি-জুমঘর
৩য় দিনঃ
জুমঘর-ঝর্নায় ঝাপাঝাপি-আলীকদম- রাতের বাস
৪র্থ দিনঃ
ভোরে ইনশাআল্লাহ ঢাকা।


## ঝর্না_অবগাহনঃ মোটামুটি ৩-৪ টি বিশাল ঝর্না আমরা দেখবো ও ঝাপাঝাপি করবো।

এছাড়াও রয়েছে তৈনখালের রুপ আশ্চর্যের দিক-বেদিক অনুসন্ধানের সোনালী সুযোগ।
এছাড়াও বোনাস আর চমক ত থাকছেই........


👥👥👥 টিম সাইজঃ ১২ জন

💰💰💰 ইভেন্ট ফীঃ ৭০০০ টাকা


🎀🎀🎀 যা যা পাচ্ছেন এই ইভেন্ট ফী তেঃ

১) ঢাকা-আলিকদম-ঢাকা সকল যাতায়াত খরচ
২) সকল মুল খাবার(ট্রেকিং ট্রিপে দুপুরে খাবার এর সম্ভাবনা ক্ষীন, তাই ড্রাইফুড নিয়ে নিবেন সংগে করে নিজের পছন্দ মতো। অবশ্য ড্রাই ফুড আমরাও প্রোভাইড করবো। )
৩) রাতে থাকার খরচ
৪) বোট খরচ
৫) গাইডিং ফী
৬) গানের আসর
৭) একসাথে জুমের মাচায় শুয়ে লোকাল ফুড(মারফা,চিনার,জুমের আখ,জুমের চালের ভাত)
৮) ট্রেকিং ও ক্যাম্পিং স্কিল বাড়ানোর জন্য বিশেষ অভিজ্ঞতা শেয়ারিং


♦♦♦ যা যা পাচ্ছেন নাঃ
১)উপরে বর্নীত তথ্যের বাইরের যে কোন বিকল্প।


⏰⏰⏰ কনফার্মেশন ডেডলাইনঃ
৩০ আগষ্ট ,২০২৫


⚓কনফার্মেশন প্রসেসঃ বিকাশ করুন ৩০৬০ টাকা।

কনফার্মেশন বা বুকিং মানি অফেরতযোগ্য(ট্রিপের অন্তত ০৭ দিন আগে না জানালে)

👉 01823 727 994 (পার্সোনাল বিকাশ) অথবা,
👉 01862 171 947 (পার্সোনাল নগদ ও রকেট)

বিস্তারিত জানতেও উক্ত নাম্বারদ্বয়ে যোগাযোগ করতে পারেন।


✅✅✅ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪। স্লিপিং ব্যাগ/পাতলা কম্বল
৫। বড় পলিথিন ও পর্যাপ্ত ছোট ছোট পলিথিন যাতে ট্রেকে বৃষ্টি হলে নিজের ব্যাকপ্যাক ও প্রয়োজনীয় জিনিসপত্র রক্ষা করা যায়। পঞ্চ থাকলে সবচেয়ে ভালো।
৬। হেড ল্যাম্প বা ছোট টর্চ লাইট
৭। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৮। হাফ প্যান্ট, ট্রাউজার
৯। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
১০। ড্রাই ফুড (আমরাও সরবরাহ করবো)
১১। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১২। গামছা
১৩। খাবার চামচ - প্লেট - মগ
১৪। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৫। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস
১৬। মশার জন্য ওডোমস ক্রিম


♦️♦️ বিঃ দ্রঃ
-------
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৪-৫ ঘণ্টা করে ট্রেক করতে হবে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...

* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা

এছাড়াও যেকোন প্রয়োজনে বা জিজ্ঞসায় কল করুনঃ

সুজন- 01763 306 479


You may also like the following events from Masud Pervej Sujon:

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

আলীকদম, বান্দরবান।, Ukhiya, Barisāl, Bangladesh, Chittagong
Get updates and reminders

Host Details

Masud Pervej Sujon

Masud Pervej Sujon

Are you the host? Claim Event

Advertisement
জোসনায় জুমঘর বিলাস ও জলপ্রপাতের রাজ্যে অবগাহন💥, 4 September
জোসনায় জুমঘর বিলাস ও জলপ্রপাতের রাজ্যে অবগাহন💥
Thu, 04 Sep, 2025 at 10:00 pm