মাউন্ট এভারেস্ট...!
এই গ্রহের সর্বোচ্চ বিন্দু মাথায় নিয়ে যিনি দাঁড়িয়ে আছেন আপন অহমিকায়। লক্ষ কোটি বছর ধরে ভারতীয় টেকটোনিক প্লেটের ধাক্কায় হিমালয় পর্বতমালায় ধীরে ধীরে যার অস্তিত্ব সৃষ্টি হয়েছে! নেপালের স্থানীয় অধিবাসীরা যাকে "সাগরমাথা" বলে ডেকে থাকে সেই মহারথীর পাদদেশে আবার যাচ্ছে অল্টিটিউড হান্টার!
তাবৎ দুনিয়ার মানুষের কাছে এভারেস্ট এমন এক নাম যার দেখা পেতে মুখিয়ে থাকে সবাই। অন্যদিকে পৃথিবীর সর্বোচ্চ সেই চূড়ার কতো কাছে বসবাস আমাদের। তবু আমরা অনুভবই করতে পারি না কত সুন্দর সৃষ্টি না দেখেই একটা জীবন পার করে ফেলছি আমরা....
এভারেস্ট বেইজক্যাম্প ট্রেক অন্যান্য ট্রেকের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ। এর মূল কারন হলো নেপালের অভ্যন্তরীণ একটা রুটে বিমান ভাড়ায় বেশিরভাগ অর্থ খরচ হয়ে যায়। কাঠমুন্ডু থেকে লুকলা বিমানে যেতে আসতেই ৪৫০ ডলার গুনতে হয়! তাছাড়া অন্যান রুটের চেয়ে থাকা ও খাওয়ার খরচও কিছুটা বেশি। তাই এভারেস্ট বেইজক্যাম্প সাধের মধ্যে থাকলেও অনেকের জন্য তা সাধ্যের বাইরে। অবশ্যই সেখানে কমার্শিয়াল ইভেন্ট করা অত্যন্ত কঠিন! অল্টিচিউড হান্টার নিজেদের অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে সেই কঠিন কাজ সহজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
👉🏻👉🏻 তাছাড়া, Altitude hunter, উচ্চতা শিকারী'রা নিজেরা যেমন পর্বতারোহনের সাথে সবসময়ই যুক্ত ছিল, তেমনি একই সাথে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের ও পর্বতারোহণ এর পথ সুগম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বরাবরই....
এরই ধারাবাহিকতায় আগামী অক্টোবরে আয়োজন করতে যাচ্ছি নেপালের হিমালয় অংশে মাউন্ট এভারেস্ট এর নিকটতম প্রতিবেশী #লোবুচে_ইস্ট (৬১১৯ মিটার বা ২০,০৭০ ফুট) পিক অভিযানের.....
★ লোবুচে ইস্ট পিকঃ
এভারেস্টের নিকটতম প্রতিবেশী লোবুচে পর্বত দাঁড়িয়ে আছে স্বগৌরবে বিশালাকার দেহ নিয়ে খুম্বু গ্লেসিয়ারের পাশ ঘেঁষে। ৬১১৯ মিটার বা ২০,০৭০+/- ফুট উচ্চতার এই পর্বতের দুটি প্রধান সামিট আছে। লোবুচে ইস্ট ও লোবুচে ওয়েস্ট। তবে আমাদের গন্তব্য হবে লোবুচে ইস্ট।
লোবুচে নামক গ্রাম থেকে বেইজ ক্যাম্প ও সামিটের জন্য যাত্রা শুরুর প্রারম্ভেও আপনাকে মানসিক ও শারীরিক প্রস্তুতি এবং ধৈর্য্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জরুরী।।
পর্বতারোহনের জগতে পা দিতে চাচ্ছেন যারা তাদের জন্য দারুন আদর্শ এক পর্বত হিসেবে গন্য করা হয় লোবুচে'কে। এর উচ্চতা, রক ও আইস এর মিক্স ক্লাইম্বিং, টপ থেকে এভারেস্ট, লোৎসে, মাকালু, চো ইয়্যু, পুমরি সহ অসংখ্য পর্বতের স্বগৌরবে দাঁড়িয়ে সাধুবাদ জানানোর দৃশ্য আপনার জন্য অনুপ্রেরণার হতে পারে....
★★ এই অভিযানে একই সাথে আপনি এভারেস্ট বেইজ ক্যাম্প ঘুরে আসার সুযোগও কিন্তু পেয়ে যাচ্ছেন....
***তবে এবার আমরা খরচটা আরেকটু কমিয়ে আনতে বাই রোডে যাতায়াত করার অপশন ও রাখতেসি কাঠমান্ডু টু লুকলা ফ্লাইট এ না গিয়ে।
🧩 ট্রেক ও এক্সপিডিশন হাইলাইটস....
📝Trekking Route:
Lulka (2,860m)/ Surkhe - Phakding (2,640m)- Namche Bazaar (3,438m)- Tengboche (3,875m)- Dingboche (4,400m) - Thukla (4,600m) - Lobuche(4,940m) - Gorak Shep (5,160m) - Everest Base Camp (5,364m)- Lobuche High Camp (5300+/-m)- Lobuche East Summit (6119m.)
⏸️ Start: Lulka (2,860m)/ Surkhe
⏹️ End: EBC (5,364m)/ Lobuche East Peak (6119m)
🏔️ Highest Point: Kala Patthor (5,600m) or Lobuche East Summit (6119m)
↔️ Trek Duration: 10 Days/ 13 Days
#️⃣ Best Time: September to November and April, May
🔸 Difficulty level: Hard
📄 Permits: Sagarmatha National Park Entry Permit & Lobuche East peak Permit
🏠 Accommodation: Best view, facility Lodge & Camping set up on High camp of Lobuche East.
🌲🌲 সম্ভাব্য যাত্রার তারিখ- ০১লা অক্টোবর' ২০২৫
=========================
🏋️♀️🏋️♀️মেম্বার রিকোয়ারমেন্ট-
------------------------
★★★ দেশের সবুজ পাহাড়ে নিয়মিত ট্রেক করার অভিজ্ঞতা থাকতে হবে।
★★★ হাই অল্টিটিউডে ট্রেক বা কোন পর্বতে অভিযান করার অভিজ্ঞতা থাকলে ভালো।
★★★ ফিজিকালী ফিট হতে হবে।
★★★ হার্টের বা এ্যাজমা জনিত সমস্যা না থাকা।
★★★ যারা মাউন্টেনিয়ারিং এক্সপিডিশনে অংশ নিবেন তাদেরকে পূর্ববর্তী অন্তত ০২ মাস রুটিন বেইজড ফিটনেস ট্রেনিং এর মাঝ দিয়ে যেতে হবে।
📉📉 ট্রেক আইটিনারিরি...
১ম দিনঃ
ঢাকা - কাঠমুন্ডু ( সকাল ১০.৩০ মিনিটে ফ্লাইট) রাতে কাঠমুন্ডু থাকবো।
২য় দিনঃ কাঠমুন্ডু - লুকলা, লুকলা নেমে ২ ঘন্টা ট্রেক করে ফ্যাকডিং।
৩য় দিনঃ ফ্যাকডিং - নামচে বাজার ( ৫-৬ ঘন্টা ট্রেক)
৪র্থ দিনঃ নামচে বাজারে এক্লেমাটাইজেশন ডে।
৫ম দিনঃ নামচে বাজার- ডিবোচে ( ৫-৬ ঘন্টা ট্রেক)
৬ষ্ঠ দিনঃ ডিবোচে - ডিংবোচে (৫-৬ ঘন্টা ট্রেক)
৭ম দিনঃ ডিংবোচে এক্লেমাইজড এন্ড রেস্ট ডে।
৮ম দিনঃ ডিংবোচে - লবুচে গ্রাম( ৬-৭ ঘন্টা ট্রেক)
৯ম দিনঃ লবুচে থেকে এভারেস্ট বেইজক্যাম্প ঘুরে এসে গোরাকশেপ এ রাত্রিযাপন।
১০ম দিনঃ এইদিন আমরা কালা পাথর সামিট করবো, খুব সকালে ট্রেক শুরু হবে। কালা পাথর থেকে খুব সামনে মাউন্ট এভারেস্ট দেখে লবুচে আসবো। (৭-৮ ঘন্টা ট্রেক)
১১তম দিনঃ লোবুচে গ্রাম থেকে লোবুচে হাই ক্যাম্প। ২-২.৫ ঘন্টা ট্রেক। এবং এদিন রাতে সামিট পুশ***
১২তম দিনঃ সবকিছু ঠিক থাকলে সকালে সামিট শেষে হাই ক্যাম্প নেমে আসবো। হাই ক্যাম্প টু থুকলা
১৩ তম দিনঃ থুকলা টু নামচে বাজার
১৪ তম দিনঃ নামচে বাজার থেকে লুকলা
১৫ তম দিনঃ লুকলা টু কাঠমান্ডু ফ্লাইট
১৬ তম দিনঃ রিজার্ভ ডে
১৭ তম দিনঃ কাঠমান্ডু টু ঢাকা ফ্লাইট
🌟🌟 নোটঃ এই আইটিনারিরি যারা কাঠমান্ডু থেকে ফ্লাইটে লুকলা আসা যাওয়া করবে এবং ইবিসি ও লোবুচে ইস্ট এক্সপিডিশনে অংশগ্রহণ করবে তাদের জন্য।
🛡️যারা কাঠমান্ডু টু সুরখে টু কাঠমান্ডু বাই রোডে ভ্রমণ করবেন তাদের আইটিনারিরিতে ০১ দিন এক্সট্রা এড হবে।
এবং যারা কেবল ইবিসি করবেন তাদের সময় আইটিনারিরি থেকে ০৩ দিন কমে যাবে।
💵💵 খরচঃ- (কাঠমান্ডু -কাঠমান্ডু)
✈️✈️ কাঠমান্ডু টু লুকলা টু কাঠমান্ডু ফ্লাইট এর ক্ষেত্রে-
★ ১৬৫০ ইউ এস ডলার (ইবিসি + লোবুচে ইস্ট এক্সপিডিশন)
★ ১০৫০ ইউ এস ডলার (ইবিসি)
🚐🚐 কাঠমান্ডু টু কাঠমান্ডু বাই রোডে যাতায়াত-
★ ১৪২৫ ইউ এস ডলার ( ইবিসি+ লোবুচে ইস্ট)
★ ৮২৫ ইউ এস ডলার (ইবিসি)
================================
✅ এই খরচে যা যা থাকবে
=================
***কাঠমান্ডু থেকে সকল প্রকার যানবাহন খরচ।
***কাঠমান্ডু -লুকলা-কাঠমান্ডু বিমান খরচ/ বাই রোডের খরচ
*** প্রতিদিন ০৩ বেলা খাবার ( ট্রেকের সময় শুধু ভেজ আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)
*** মাউন্টেনিয়ার ও প্রফেশনাল ট্রেক লিডার
*** অভিজ্ঞ গাইড
*** কাঠমান্ডু তে মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা, ট্রেকের সময় লজ/ কটেজে থাকার ব্যাবস্থা।
👉🏻👉🏻 যারা এক্সপিডিশনে অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ফি এর অন্তর্ভুক্তঃ
*** এক্সপিডিশনের পিক পারমিট ফি
*** গিয়ারস রেন্ট ফি (স্লিপিং ব্যাগ, স্নো বুট, ক্র্যাম্পন, এসেন্ডার, ডিসেন্ডার, ক্যারাবিনার, স্লিং রোপ)
*** লোবুচে হাই ক্যাম্পে টেন্ট, টয়লেট টেন্ট, তিন বেলা মূল খাবারের পাশাপাশি চা, কফি ইত্যাদি
*** অভিজ্ঞ শেরপা (২:১ আকারে)
*** অল্টিটিউড হান্টারের একটি এক্সক্লুসিভ টিশার্ট/ সানক্যাপ
❎ যা যা থাকবে না
===========
*** ঢাকা- কাঠমান্ডু- ঢাকা বিমান ভাড়া
*** রুট পারমিট (৩৫০০ রুপি)
*** মেনুর বাইরে যেকোন খাবার
*** মিনারেল ওয়াটার, চা, কফি
*** উপরে উল্লেখিত নয় এমন কিছু
*** গাইড পোর্টার বা শেরপা টিপস
🔆 পেমেন্ট পলিসি
----------------------
আগষ্ট মাসের ১৫ তারিখের মধ্যে ২০০ ইউ এস ডলার (অফেরতযোগ্য) অগ্রিম প্রদান করে আপনার যাত্রা নিশ্চিত করতে হবে।সেক্ষেত্রে ডলারের বিপরীতে বাংলা টাকাও পেমেন্ট করতে পারবেন।
টাকা পাঠানোর মাধ্যম...
BANK A/C- ALTITUDE HUNTER GUIDE AND GEARS
A/C NO: 1233283395001
BANK NAME :THE CITY BANK LTD
BRANCH NAME :NEW MARKET BRANCH
ROUTING NO:225263527
অথবা অফিসে এসে নগদ দিতে পারবেন।
যোগাযোগ:
সুজন- +8801862171947 / 01763306479
শামীম- +8801818757575
তমাল- +8801673868626
এয়ার টিকেট, ভিসা
********************
এয়ার টিকেট নিজেও করতে পারেন অথবা আমাদের সহায়তা নিতে পারেন। নেপালে বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা চালু আছে। কেউ চাইলে আগেও ভিসা করে নিতে পারবেন। কোভিড-১৯ সংক্রান্ত কোন কারনে ভিসা পলিসি চেঞ্জ হলে আমরা আপডেট করে দিবো।
ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম
***************************
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
ট্রেক চলাকালীন সময়ে কেউ অসুস্থ হয়ে পরলে রেস্কিউ করার প্রয়োজন হলে যাবতীয় ব্যাবস্থা গ্রুপ থেকে করা হবে। তবে অবশ্যই সব খরচ উক্ত সদস্য কে বহন করতে হবে।
টিম বন্ডিং....
হাই অল্টিটিউডে টিমের একজনের সাথে আরেকজনের বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। বিরুপ পরিবেশে একে অন্যকে সাপোর্ট দেওয়া খুবই জরুরি। তাই ট্রেক শুরুর আগেই আমরা চেস্টা করি ভাল একটা টিম বন্ডিং তৈরি করতে। সুতরাং ট্রিপ মিটিং এ সবাইকে থাকতেই হবে।এই ট্রিপের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা আমরা মেসেঞ্জার গ্রুপে করবো। কার কি কি লাগবে, কি কি কেনাকাটা করতে হবে, অথবা নতুন কোন প্ল্যান যুক্ত হলে আলোচনা করেই আমরা ঠিক করবো।
ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রুপে সবাইকে দেওয়া হবে। তাছাড়া গিয়ারস কেনাকাটার জন্য আমরা একটা দিন সবাই একত্রিত হয়ে কেনাকাটা করবো।
পরিশেষ...
এভারেস্ট বেইজক্যাম্প ট্রেক নিশ্চিতভাবে একটি হাই অল্টিটিউড ট্রেক।এখানে AMS এর মত উচ্চতা জনিত সমস্যা গুলো ইনভলভ। তাই যাদের উচ্চতা ভীতি, উচ্চরক্তচাপ, এ্যজমা+হাঁপানী, ডায়াবেটিস অথবা শ্বাস জনিত কোন শারীরিক সমস্যা আছে তারা এই ট্রেকে কোনভাবেই যুক্ত হবার যোগ্যতা রাখেন না। আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে আপনাদের সেফটি নিয়ে। উচ্চতায় নিরাপদে পথচলাই আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য।
ধন্যবাদ...
You may also like the following events from Masud Pervej Sujon:
Also check out other
Trips & Adventurous Activities in Banepa,
Business events in Banepa.