২২২২ টাকায় নৈসর্গিক দেবতাখুমের স্পেশাল ইভেন্ট (সিজন ২২)
কবে যাবো:
চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে ডিসেম্বরের ১১ তারিখ বৃহস্পতিবার রাত ২ টায়
কবে ফিরব:-
শুক্রবার ইনশাআল্লাহ বান্দরবন থেকে দুপুরের বাসে ফিরে আসবো বিকেলে চট্টগ্রাম।
খরচাদি:
শুধুমাত্র ২২২২ টাকা চট্টগ্রাম থেকে।
ঢাকা থেকে আসলে বাস ভাড়া নিজের।
♦️ স্পেশাল কি আছে - আমরা রাতের ২ টায় বাসে রওনা দিয়ে চলে যাব কেরানিহাট। সেখান থেকে সরাসরি জিপে চলে যাব কচ্ছপ্তলী। নাস্তা এবং ডকুমেন্টশন শেষ করে জিপে আবার চলে যাব দেবতাখুমের একটু আগে। মানে হেটে যেতে হবে শুধু ১০-১৫ মিনিটেরও কম সময় লাগবে 😍
একদম ভোরে ঢুকে যাব আমরা খুমে 🥰 নির্জনে তাড়াহুড়ো ছাড়া ভেলা চালিয়ে চলে আসবো কচ্ছপতলী, দুপুরের ভাত খেয়ে চলে আসবো জিপে বান্দরবান। বান্দরবান থেকে বাসে করে ইনশাআল্লাহ আবার ব্যাক।
বাদবাকি ট্রিপ চলাকালীন অন্যান্য খরচ নিজে বহন করবেন তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব
২২২২ টাকা কিভাবে খরচ হবে:
১. চট্টগ্রাম - কেরানিহাট- বান্দরবান - চট্টগ্রাম বাস ভাড়া
২. বান্দরবন - কচ্ছপতলী- দেবতাখুম - বান্দরবান জীপ ভাড়া
৩. সকালের নাস্তা
৪. গাইডের খরচ
৫. ভেলা ও লাইফ জ্যাকেট
৬. দুপুরের খাবার
কি কি আনতে হবে:
১. ২ কপি জাতীয় পরিচয়পত্র (অবশ্যই)
২. ট্রেকিং উপযোগী জুতা
৩. শুকনা খাবার
৪. গামছা
৫. বাড়তি কাপড় এবং ঠান্ডার কাপড়
৬. পাওয়ার ব্যাংক
৭. নিজের যাবতীয় ঔষধাদি
৮. মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন
৯. ওয়াটারপ্রুফ মোবাইলের কাভার
যারা যাবেন ডিসেম্বরের ৭ তারিখ রবিবারের মধ্যে ১২৩০ টাকা 01820100615 (মিনহাজ)
অথবা
01831002743 (বাসেত)
নাম্বারে বিকাশ করে কনফার্ম করবেন ধন্যবাদ বাকি টাকা ইভেন্টের দিন
You may also like the following events from Mohammed Minhaz Uddin: