সবার জন্য উন্মুক্ত
চলো ঘুরি দু"চাকায় বাংলাদেশ ৩০০(ডিম পাহাড়;হাইয়েস্ট মোটরেবল রোড অফ বাংলাদেশ )
রাইডের তারিখ : ০৩/০১২/২০২৫
রাইড শুরু : ১১.৩০(রাত)
রাইড শেষ : ০৫/১২/২০২৫
রাত -১১.০০
মিটিং প্লেস : ডিসি হিল
দূরত্ব : ৩৫০ কি.মি.প্লাস (যাওয়া-আসা)
***যারা ডিম পাহাড় শেষ করে আসার সময় গাড়ি যোগে আসতে চান তারা আসতে পারবেন।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
যা যা সাথে আনতে হবেঃ
১-হেলমেট(নিজ নিরাপত্তা)
২-হ্যান্ড গ্লাভস(হাত নিরাপত্তা)
৩-পানির বোতল(প্রয়োজনে)
৪-একস্ট্রা টিউব(সাইকেলের নিরাপত্তায়)
৫-ফ্রন্ট লাইট(যদি রাত হয় ফিরতে)
৬-টেল লাইট(নিজ সিগনাল)
৭-লক[তালা](সাইকেল নিরাপত্তা)
৭-নিজ খরচ(আনুমানিক ২০০০টাকা)
৮-ভোটার আইডি ও জন্মনিবন্ধনের ৫ কপি অবশ্যই )
৯-স্যালাইন,ক্যাভিক সী
১০-একস্ট্রা ব্রেক সু ও ডেরা হ্যাঙ্গার
গতি -১৮ কিলোমিটার পার ঘন্টা
⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨
নিয়ম সমূহ,যা মানতে হবে-
★রাইড শুরু করার আগে নিজ সাইকেল চেক করে নিবেন।
★সবসময় সিঙ্গেল লাইনে চালাতে হবে
★সামনে লিড রাইডার কে ওবারটেক করা যাবে না
★হেডফোন ব্যবহার করা যাবে না
★সামনের রাইডার থেকে এক হাত দুরুত্ব বজায় রাকবেন।
★রাইডের সময় যে কোন ধরনের স্টান্ট করা সম্পুর্ন নিষেধ
★দাড়াতে বললে সবাই এক লাইনে রাস্তার এক সাইডে দাড়িয়ে যাবেন।
★যিনি রাইড পরিচালনা করবেন তার নির্দেশনা মেনে সাইকেল চালাবেন
★এডমিন ও মডারেটরদের নির্দেশ মানতে হবে।
★যে কোনো সমস্যা হলে এডমিন মডারেটরদের জানাতে হবে।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
সতর্কবাণী :
এই ইভেন্টে অংশগ্রহণের পূর্বে আপনি
নিম্নলিখিত শর্তগুলির সাথে সম্মত হবেন :
১. আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করেছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায়
দায়িত্ব আমি নিজে নিচ্ছি।
২. যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য "UCB"এরএডমিন,মডারেটর এবং সদস্যদের দায়ী করা যাবেনাবা তারা দায়ী নন।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''আশা করি সবাই আসবেন,মজা হবে,দেখা হবে
★বি:দ্র-রাইড শুরুর আগে বৃষ্টি হলে,বৃষ্টি থামলে রাইড হবে।
✪উপরিউক্ত নিয়মাবলি সমূহ পডুন,নিরাপত্তা মেনে সাইক্লিং করুন।
ধন্যবাদন্তে
ইউনিয়ন সাইক্লিস্ট অফ বাংলাদেশ।
Start Revolution Back To Bike💖💖💖💥💥💥💥
***************************