▪️ ইভেন্টের নামঃ- কেওক্রাডং - বগালেক ভ্রমণে টিম TravelGraph ( ০৪ ডিসেম্বর )
▪️ ট্রিপ অর্গানাইজেশনঃ- TravelGraph - ট্রাভেলগ্রাফ।
▪️ ভ্রমণের ধরনঃ- রিলাক্স।
============================
▪️ ট্রিপের সময়সূচী:-
** যাত্রা শুরুঃ ০৪ ডিসেম্বর রাত ৯.৪৫ ঢাকা থেকে,
আর চট্টগ্রাম থেকে ০৫ ডিসেম্বর সকাল ০৫.০০ টা ।
** যাত্রার শেষঃ ০৮ ডিসেম্বর সকাল ৬টা, ঢাকা
আর চট্টগ্রাম পৌঁছাবো ০৭ ডিসেম্বর চট্টগ্রাম রাত ১০ টা ।
▪️ জন প্রতি খরচ: ৮,৮৫০/- টাকা ঢাকা থেকে,
৭,৮৫০/- টাকা চট্রগ্রাম থেকে।
▪️ ট্রিপ সাইজঃ ১২ জন ।
=================================
▪️ভ্রমণের স্থান সমূহঃ-
বগালেক, কেওক্রাডং, দার্জিলিং পাড়া, মুনলাই পাড়া, রুমা বাজার।
=================================
▪️ যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
▪️ কনফার্ম করার শেষ সময়: ৩০ নভেম্বর। সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।
▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৪,৫০০+৯০= ৪,৫৯০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের অফিসে এসে ৪,৫০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন।
★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। ★ ★ ★
▪️ টাকা পাঠানোর উপায়ঃ
বিকাশ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
নগদ : ০১৬৭২২৯৬৪৬৯ ( পার্সোনাল )
রকেট : ০১৬৭২২৯৬৪৬৯৬ ( পার্সোনাল )
* টাকা পাঠানোর পর একটা ফোন দিয়ে অবশ্যই কনফার্ম করবেন *
★★★ বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র/ জন্মসনদ/ পাসপোর্টের
ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (৪ কপি), প্রতি কপির ফ্রন্ট সাইডে নিজের নাম, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ফোন নাম্বার লিখে নিতে হবে ★★★
=================================
▪️ বিস্তারিত ট্যুর প্ল্যানঃ-
ডে - ০০
----------
আমরা রাত ০৯:৪৫ মিনিটে নন-এসি বাসে ঢাকা ( কলাবাগান / ফকিরাপুল / সায়েদাবাদ ) থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ।
ডে -০১
---------
সকালে বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে রিসার্ভ চাঁদের গাড়ি করে চলে যাবো রুমা বাজার। রুমা বাজার থেকে গাইড ও আর্মি পারমিশন নিয়ে চলে যাবো বগালেক। পথে সুন্দর ভিউ যেইখানে থাকবে ঐদিকে কিছু সময় কাটাবো।
বগালেক গিয়ে কটেজে চেক ইন করে বগালেকে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলের সময়টা আমরা বগালেক পাড়া ও বগালেকের আশেপাশে ঘুরে কাটাবো। সন্ধ্যার পরে বগালেকের পাড়ে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে নিবো। রাতে আমরা বগালেকই থাকবো।
ডে -০২
---------
সকালের নাস্তা করে আমরা চলে যাবো আমাদের রিসার্ভ চাঁদের গাড়ি করে কেওক্রাডং। পথে বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াবো ও দার্জিলিং পাড়া ঘুরবো। কেওক্রাডং গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলে কেওক্রাডং ঘুরে বেড়াবো। রাতে আমরা কেওক্রাডং থাকবো।
ডে -০৩
---------
সকালে নাস্তা করে কেওক্রাডং কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবো বগালেক। বগালেক গোসল করে আমরা বগালেক দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর চলে যাবো মুনলাই পাড়া। এই পাড়াতে আমরা বিকেলের সময়টা কাটাবো।
তারপর আমরা চলে যাবো বান্দরবান। রাতের খাবার খেয়ে বাসে উঠে যাবো।
ডে -০৪
---------
ইনশাআল্লাহ্ সকাল ৬টার মধ্যে আমরা ঢাকা থাকবো।
=================================
▪️ যা যা থাকছে এর মধ্যেঃ-
√ ঢাকা- বান্দরবন- ঢাকা নন এ/সি বাসের টিকেট।
√ ০৫ ডিসেম্বর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রত্যেক দিনের নাস্তা, ভারী খাবার, বিকেলের খাবার।
√ রিসার্ভ চাঁদের গাড়ি
√ গাইড
√ কটেজ
√ রুমা বাজার এন্ট্রি ফি।
▪️ যা যা থাকবে নাঃ-
√ ব্যক্তিগত মেডিসিন
√ ব্যক্তিগত খরচ
√ প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
√ বাসে হোটেল বিরতিতে কোন খাবার।
=================================
★★★ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে ★★★
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
=================================
★ ব্যাগপ্যাক সামগ্রীঃ
১) হালকা ব্যাগপ্যাক (সাবান, স্যাম্পু, এন্টিসেপটিক ক্রিম, ভিজা কাপড় রাখার জন্য পলিথিন )
২) ২/৩ দিনের কাপড়
৩) লুঙ্গী, গামছা, সানগ্লাস, ক্যাপ
৪) ক্যামেরা ও পাওয়ার ব্যাংক
৫) হালকা শুকনো খাবার
৬) টর্চ ও লাইটার
৭) পানির বোতল
৮) টিস্যু, টুথপেস্ট, ব্রাশ
৯) ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল (ভাল গ্রীপ না থাকলে ট্রেকিংয়ে কষ্ট হবে অনেক)
১০) এংলেট, নি-গার্ড
১১) ওডোমোস ক্রীম (মশার হাত থেকে বাচার জন্য জরুরী)
=================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
▪️ 01672296469, 01897 985 200 (শুভ)
▪️ 01871-710438 (রনি)
▪️ 01798340177(সিফাত)
--------------------------------------------
📍অফিস ঠিকানা: ৫৬ (৩য় তলা), লেক সার্কাস, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫