বগুড়ার সর্বপ্রথম এবং একমাত্র জেলাভিত্তিক কেন্দ্রীয় বিতর্ক সংগঠন বগুড়া ডিবেটিং সোসাইটি - বিডিএস আয়োজন করছে বগুড়ার যুক্তিপ্রেমিদের জন্য একটি বিতর্ক কর্মশালা এবং তার পাশাপাশি বিডিএসকে জানার সুযোগ। এটি বিডিএস এর সর্বপ্রথম অফলাইন কার্যক্রম এবং এর মধ্য দিয়েই বগুড়ার বিতর্ক আন্দোলনে যুক্ত হচ্ছে একটি নতুন অধ্যায়।
📚 অনুষ্ঠানে যা থাকছে:
🔹 পরিচয়পর্ব - বিডিএস এর লক্ষ্য, পরিচয় সম্পর্কে জানা।
🔹 কর্মশালা – বিতর্ক কী, কেন, কীভাবে এবং আধুনিক বিতর্ক কৌশল সম্পর্কে পাঠদান।
📍 স্থান: বগুড়া জিলা স্কুল, বগুড়া
📅 তারিখ: ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:
⏰ সময়: দুপুর ৩ টা - সন্ধ্যা ৬ টা
🔐 সীমিত আসন – মাত্র ৫০ জনের জন্য!
বগুড়ার সকল বিতার্কিক এবং বিতর্কে আগ্রহী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আয়োজন আপনার বিতর্ক যাত্রাকে দিতে পারে এক অনন্য রূপ!
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No
Undo
Interested
Ticket Info
Tickets for Beyond Words : The 1st Chapter can be booked here.