প্রিয় বাইকার্স,
অনেকদিন পরে এবার আমরা লং ট্যুরের আয়োজন করছি দেশের বিখ্যাত ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে। পথিমধ্যে আমরা আরো অনেক সৌন্দর্যপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমন করবো। আশাকরি সবার দিনটি অনেক ভালো কাটবে।
Tour Details:
Route: ঢাকা- বরিশাল - ভিমরুলী বাজার - ঢাকা
Total: ২৪০ - ২৫০ কিলো।
Date: ১৪ আগষ্ট বৃহষ্পতিবার - ১৫ আগষ্ট শুক্রবার ২০২৫ইং।
Reporting time: সন্ধ্যা ৬ টায় পলাশী মোড়।
Activities: আমরা সবাই একত্রিত হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাবো। রাত ৮-৯ টায় বরিশালের লঞ্চে সবার বাইক উঠিয়ে আল্লাহর নামে যাত্রা শুরু করবো। রাতের খাবার লঞ্চে ও রাতে জমপেশ আড্ডা হবে।
খুব সকালে আমরা বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে সোজা চলে যাবো ভিমরুলি পেয়ারা বাগান বাজারে। সেখানে মাঠে বাইক সেইফলি রেখে নাস্তা করবো। এরপর আমরা ট্রলার ভাড়া করে পেয়ারা বাগান ভ্রমনে চলে যাবো। আনলিমিটেড পেয়ারা খাবো। লাল পেয়ারা যার অন্যতম আকর্ষন।
ফিরে এসে আমরা জুম্মার নামাজ আদায় করে বরিশাল এর উদ্দেশ্যে বের হবো। বরিশাল এসে লাঞ্চ সেরে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। পথিমধ্যে আমরা আরো কিছু দর্শনীয় স্থান ভ্রমন করবো।
গুটিয়া মসজিদ যার অন্যতম আকর্ষন।
Please ensure the following points:
* Bikes fully checked and serviced
* Brake pads, Tyre, accelerator cable and clutch cable checked
* Full faced Helmets
* Hand and knee guards (For your safety)
* Reflective vests (if have)
* Riding gloves
* Boots
* Sunglasses
Tour expenses:
Fuel: ১০০০-১১০০ টাকার (পার লিটার ৩০+/- কিলো ও ১২২৳ লিটার হিসাব করে, যার বাইক তার খরচ)
Food: ১০০০ টাকা (রাতের খাবার+সকালের নাস্তা+দুপুরের খাবার+অন্যান্য) জনপ্রতি।
অন্যান্যঃ লঞ্চ ভাড়া, বোট ভাড়া, এন্ট্রি ফি ও অন্যান্য খরচ মিলিয়ে আনুমানিক আরো ১০০০ টাকা কম বা বেশি লাগবে।
মোটঃ ট্যুর খরচ প্রায় ২০০০ টাকা (তেল বাদে)।
⚠ এখানে সম্ভাব্য হিসাব ধরা হয়েছে ⚠
♻ ভাই-ব্রাদার, পিলিয়ন এলাও, কিন্তু ভালো মনমানসিকতা সম্পন্ন হতে হবে।
রুট প্লানঃ
https://maps.app.goo.gl/RPww9ZWHVyLHmoPUA
বিদ্রঃ পিলিয়নের অবশ্যই হেলমেট পরতে হবে। খারাপ আবহাওয়ার কারনে ট্যুর এর ডেট পরিবর্তন হতে পারে।
Also check out other Trips & Adventurous Activities in Barisal.