আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় সুধী,
আগামী ৮ আগস্ট ২০২৫ ইং শুক্রবার।
সকাল ৯ :০০ টা থেকে বিকাল ৪ : ০০ টা
নতুন-পুরাতন হাজীদের হজ্জের প্রাপ্তি ধরে রাখতে হাজী পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে আপনারা সবান্ধব (মহিলা ও পুরুষ) আমন্ত্রিত।
স্থান: অডিটরিয়াম, ছাত্র-শিক্ষক কেন্দ্র ( SAU - TSC), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা - ১২০৭
⭐ প্রধান অতিথি-
প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
⭐ বিশেষ অতিথি-
👉প্রফেসর ড. মো. বেলাল হোসেন, উপ-উপাচার্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
👉মো. আব্দুস সালাম খাঁন, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ
⭐সভাপতি-
প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহেল বাকী, সাবেক অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠাতা ও পরিচালক, কুরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র।
নতুন-পুরাতন-ভবিষ্যৎ হজ্জ-উমরাহকারী সহ আগ্রহী সবাই আমন্ত্রিত।
👉 রেজিস্ট্রেশন ফি ৬০০/- টাকা। ( সকালের নাস্তা ও দুপুরের খাবারসহ)
⭐ (নগদ ও বিকাশ নম্বর: 01780-163741)
👉রেজিস্ট্রেশন করতে কল করুন: +8801780-163741 (হোয়াটসঅ্যাপ)
👉অনলাইন রেজিস্ট্রেশন লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScXbQqAF_ilbY2PNroY7FhxB6rh0nwoTDQCgUEfIFrMLu2PZA/viewform?usp=header
👉রেজিস্ট্রেশনের শেষ তারিখ - ৩১ জুলাই ২০২৫ইং, বৃহস্পতিবার, রাত ১০.০০ টা।
যোগাযোগ:
এ-১১/৫, ভাটপাড়া,জামসিং রোড, রেডিও কলোনি, সাভার, ঢাকা।
মোবাইল- ০১৩২৪-৭১৯৭৭১-৪
ই-মেইল:
cXRydGNiZCB8IGdtYWlsICEgY29t,
ফেসবুক পেজ:
https://www.facebook.com/qtrtc
হটসএ্যাপ গ্রুপ:
https://chat.whatsapp.com/DmWaQcnm2YKGdVUPp2cF7u
ইউটিউব: www.youtube.com/@QTRTC
টুইটার: twitter.com/qtrtcbd
টেলিগ্রাম:
https://t.me/qtrtc