পুজোর উপহার ২০২৫ ( চতুর্থ বর্ষ )
"""""""""""""""''''''''''''''''''''''''''''''''’'
পুজো মানেই আলো আর আনন্দের উৎসব, নতুন নতুন পোশাক, প্রচুর খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, চারিদিকে আনন্দের আলো কিন্ত আমাদের চারিপাশে যে সমস্ত দুঃস্থ, অসহায়, পিছিয়ে পড়া পরিবারের মানুষ গুলো আছে তাঁদের কাছে কতটা পৌছায় পুজোর এই আনন্দের আলো।
যারা দুইবেলা দুই মুঠো পেট ভরে খাবার টুকু পায় না তাঁদের পুজো কেমন কাটে। চলুননা আমরা সবাই মিলে এই কটা দিনের আনন্দ ওদের সঙ্গে ভাগ করেনি।
প্রতি বছরের ন্যায় এই বছরও বজবজ অঙ্কুর পরিবার অঙ্গীকার করেছে দুঃস্থ, অসহায়, পিছিয়ে পড়া পরিবারের মানুষ ও ভবঘুরে, মানসিক ভারসম্মহীন এবং সুবিধা বঞ্চিত বাচ্চাদের হাতে পুজোর উপহার স্বরূপ নতুন পোশাক ও একটু খাবার তুলে দেওয়া হবে। যাতে এই জাতীয় উৎসবের দিন গুলিতে ওই মানুষ গুলোর কাছে একটু আনন্দের আলো পৌঁছাতে পারে।
আর এই মহৎ উদ্যোগ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো ভাবেই সম্ভব নয়।
আমরা আশাবাদী বিগত বছরের ন্যায় এই বছরও আমরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা পাবো।
একটি নতুন পোশাক অথবা একটি নতুন পোশাকের সমতুল্য মূল্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আসুন সবাই মিলে এই আলোর উৎসবে সামিল হই।
Budgebudge ANKUR - social service organization.
যোগাযোগ -
8276076260 /6291112373
YnVkZ2VidWRnZWFua3VyIHwgZ21haWwgISBjb20=