আহ্বান
বেলুড় হাই স্কুল ২০৩০ সালে ১৭৫ বছর পূর্তি উদযাপন করবে। এ বড়ো গৌরবের কথা - বিশেষত সেই সময়ে যখন মূলত শহরাঞ্চলে ছাত্রাভাবে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার বা বন্ধ হওয়ার সম্মুখীন হওয়ার কথা শোনা যায়। জন্মলগ্ন থেকে বেলুড় হাই স্কুলের এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পাথেয় হয়েছেন এর প্রতিষ্ঠাতা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী, অভিভাবক বা অভিভাবিকা ও শিক্ষা আধিকারিকগণ। আজও তার দৃঢ় পথ চলা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও অনুপ্রেরণায়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাঙ্গন ভরে থাকে কৈশোর ও যৌবনকালের শিক্ষার্থীদের প্রাণ প্রাচুর্যে। তারা আগামী দিনের কান্ডারী। তাদের প্রাণবন্ত জীবন ও শিক্ষাকে পরিপূর্ণ করার মতো উপযুক্ত পরিবেশ প্রদান করা এই শিক্ষালয়ের লক্ষ্য। উপযুক্ত পরিকাঠামো ও মানসিকতার গঠন এর পরিপূরক।
২০৩০ সালের উদযাপনকে কেন্দ্র করে বিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সকলকে বিদ্যালয়ে আহ্বান করার এবং একটি মিলন উৎসবের আয়োজন করার।
কিন্তু বিদ্যালয়ের পক্ষে সংশ্লিষ্ট সকলের কাছে এই বার্তা এককভাবে পৌঁছে দেওয়া বর্তমানে সম্ভব হয়নি মূলত তাদের সাথে যোগাযোগের মাধ্যম না থাকায়।
বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের। আমরা আশা করব, একে নিজের বিদ্যালয় মনে করে আমাদের এই অপারগতাকে দূরে সরিয়ে রাখবেন, এবং বিদ্যালয়ের আহ্বানে সাড়া দেবেন। আমরা চাই আগামী একশো পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সংশ্লিষ্ট সকলের সাহচর্যে ও সহযোগিতায়। এই বছরও অর্থাৎ ২০২৬ সালের ৩১ শে জানুয়ারি আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও আপনারা যোগ দিলে আমরা খুশি হব। যোগ দিতে ইচ্ছুক ব্যক্তিবর্গকে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তাদের যোগদানের ইচ্ছা আমাদের জানান, যাতে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি (প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে পাশ করার বছর হিসেবে একজনের সঙ্গে যোগাযোগ করা হবে, যিনি সেই ব্যাচের সতীর্থদের হয়ে যোগাযোগ রাখবেন)।
আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট:
https://belurhighschool.in/
আমাদের যোগাযোগের ফোন নাম্বার: 033-26540135
প্রধান শিক্ষকের ফোন নাম্বার : 9609610686 (Please WhatsApp only🙏).