বিজয় দিবস উপলক্ষে পুনর্জাগরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ।
১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় শুরু হওয়া রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরিণতি আসে ১৬ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ে, বাঙালির অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। সেদিন সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বের বিপক্ষে বিজয়ী হয়েছিল অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ। অর্ধশতকেরও বেশি সময় পরে সেই জাতিরাষ্ট্রটির মূলভিত্তির উপরে আবার ভয়াবহ আঘাত এসেছে।
ধর্মান্ধতার বিরুদ্ধে আগের মতোই সংস্কৃতি হউক আমাদের অন্যতম হাতিয়ার। সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে তৃণমূলকে সাথে নিয়ে আসুন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের হারানো অসাম্প্রদায়িক বাংলাদেশকে আবার ফিরিয়ে নিয়ে আসি।