বাচনিকের দ্বাদশ বছরে পদার্পণ
হাটি হাটি পা পা করে বাচনিক পা রাখলো দ্বাদশ বছরে।
শুধুমাত্র কবিতাকে কেন্দ্র করে একটি সংগঠন বিগত ১২ বছর ধরে এই শহরে কাজ করে যাচ্ছে—এ এক অনন্য ও অসাধারণ পথচলা। সফলতা হোক কিংবা ব্যর্থতা—সবই বাচনিকের অভিজ্ঞতা ও অর্জনের অংশ।
এই শহর বাচনিকের হাত ধরেই পেয়েছে অনেক কবিতাপ্রেমী ও আবৃত্তিশিল্পী। কবিতার প্রতি ভালোবাসা, চর্চা এবং সংস্কৃতি গঠনের একটি দৃঢ় ভিত গড়ে তুলেছে এই সংগঠন।
বাচনিক আজ একটি নতুন কবিতার প্রজন্ম তৈরি করছে,
যেখানে ক্ষুদে বাচনিক বন্ধুরা গড়ে উঠছে আগামী দিনের কবিতার কণ্ঠস্বর হয়ে।
এই দীর্ঘ পথচলার আনন্দঘন ক্ষণকে উদ্যাপন করতে
আগামী ১৮ অক্টোবর ২০২৫, দিনব্যাপী আয়োজনে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ।
চলুন, কবিতার হাত ধরে বাচনিকের ১২ বছরের পূর্তি রাঙিয়ে তুলি—
কণ্ঠে তুলি শব্দ, ছন্দে গাই ভালোবাসার কবিতা।
আসুন, কণ্ঠে তুলে নিই কবিতার ধ্বনি।
আবৃত্তির ছন্দে উদযাপন করি বাচনিকের পথচলা।