🔴২৫ তম বর্ষ তমলুক বহুব্রীহি আমন্ত্রিত নাট্য উৎসব ২০২৫ 🔴
♦️তমলুক বহুব্রীহি নিবেদিত ২৫তম আমন্ত্রিত নাট্য উৎসব ২০২৫ ♦️
নাট্য উৎসবের উদ্বোধন অনুষ্ঠান ১৭ই ডিসেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ৬:০০টায়।
১৭ই ডিসেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ৭:০০টায়।
নাটক "অন্ধগলি"
নাট্যদল- তমলুক বহুব্রীহি নাট্যগোষ্ঠী
১৮শে ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০টায়।
নাটক- "চন্দনপুরের চোর"
নাট্যদল- মুখোমুখি
অভিনয়ে- শঙ্কর চক্রবর্তী, পৌলমী চট্টোপাধ্যায়।
১৯শে ডিসেম্বর ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৭:০০টায়।
নাটক-"মালা ও মলি"
নাট্যদল- নাট্যজন
অভিনয়ে- সঞ্জীব সরকার, বিন্দিয়া ঘোষ।
২০শে ডিসেম্বর ২০২৫ শনিবার সন্ধ্যা ৭:০০টায়।
নাটক- "দুসরা"
নাট্যদল-নয়ে নাটুয়া
অভিনয়ে- গৌতম হালদার, দ্যুতি হালদার।
২১শে ডিসেম্বর ২০২৫ রবিবার সন্ধ্যা ০৭:০০টায়।
নাটক- "গল্পে যা নেই"
নাট্যদল-Gate Wing Kolkata
অভিনয়ে- মেঘনাদ ভট্টাচার্য্য, চন্দন সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়।
------------
শীতের উৎসব মুখর সন্ধ্যায় ৫দিন ব্যাপী ২৫তম তমলুক বহুব্রীহির এই আমন্ত্রিত নাট্য উৎসবে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ।