⚠️⚠️এটি ট্যুরন্তর এর নিজস্ব ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়। যারা যেতে চান এবং কনফার্ম যাবেন। তাঁরাই শুধু গোয়িং দিবেন। আর যারা আমাদের আপডেট পেতে চান তারা ইন্টারেস্ট বাটনে ক্লিক করে সাথেই থাকুন ।
📖📖টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরনা) এসে মিশেছে এই হাওরে। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি । স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচিত।
🚀🚀ভ্রমণকালঃ
============
৭ ই আগস্ট ২০২৫ ইং রাতে ঢাকা থেকে।
💰💰 ইভেন্ট ফি:
===========
সুনামগঞ্জ টু সুনামগঞ্জ
এক রুমে ৩ জন - 💰৬,৬৫০/-জনপ্রতি নন এটাচ বাথ
এক রুমে ৩ জন - 💰৭,১০০/জনপ্রতি এটাচ বাথ
এক রুমে ২ জন / কাপল - 💰৭,৬০০/- জনপ্রতি নন এটাচ বাথ
এক রুমে ২ জন / কাপল - 💰 ৮,৫০০/- জনপ্রতি এটাচ বাথ
ঢাকা টু ঢাকা -
========
১৬০০ টাকা জন প্রতি বাস ভাড়া যোগ হবে।
💳💳আমাদের রয়েছে #EMI সুবিধা। যা গ্রহন করতে পারবেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে। ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৩, ৬ ও ১২ মাসের #EMI সুবিধা।
🔊🔊বুকিং সিস্টেম
*********************
পুরোপুরি কনফার্ম থাকলে ইভেন্ট ফি এর ৫০% অগ্রিম প্রদান করতে হবে। বাকি পেমেন্ট বোটে চেক ইন করতে করতে পারবেন।
ট্যুর বিস্তারিত
=========
✅ ০০ দিনঃ (যদি ঢাকা থেকে হয়)
রাত ১০টায় রওনা দিবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।
✅১ম দিনঃ যদি সুনামগঞ্জ থেকে হয়..
যে যেখান থেকেই আসবেন ভোরে সুনামগঞ্জ পৌছেই আমাদের হাউজ বোটে উঠে যাবেন। যার যার রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে নিবেন এবং এর মধ্যে বোট ছেড়ে ছেড়ে দেয়া হবে। সকালের নাস্তা সেরে নিবো বোটেই। সুনামগঞ্জ থেকে বোট ছেড়ে দিয়ে চারিদিকের মনোরম পরিবেশে দেখতে দেখতে চলে যাবো ওয়াচ টাওয়ার।পৌছে লাইফ জ্যাকেট পরে হাওড়ে ইচ্ছেমত দাপাদাপি, গোসল এবং কেউ চাইলে ছোট নৌকায় ঘুরতে পারেন (নিজ খরচে)। হাওড়ে ভেসে ভেসেই করবেন চা পান। দুপুরের খাবার খেয়ে চলে আমরা চলে যাবো টেকেরঘাট যার পাশেই অবস্থিত নিলাদ্রি লেক। চাইলে টেকেরঘাট থেকে বাইক/অটোতে করে চলে যেতে পারেন লাকমাছড়া সম্পূর্ন নিজ খরচে। সন্ধ্যায় আড্ডা জমবে নিলাদ্রি লেকে। এরপর চলে যাবো বোটে, নাস্তা করে ইচ্ছেমত আড্ডা, মজামাস্তি, গানবাজনা এবং রাতের খাবার শেষে নিলাদ্রির পাশেই হাওরে বোটে ঘুমিয়ে পরবো।
✅ ০২ দিনঃসকালে ঘুম থেকে উঠে টেকেরঘাট এবং নিলাদ্রি লেকের সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করবে। সকালটা কাটাবো আমরা নিলাদ্রি লেকেই।
সকালের নাস্তা সেরে আমরা যাদুকাটা নদী হয়ে রওনা দিবো বারিক্কা টিলা এবং শিমুলবাগানের উদ্দেশ্যে। বারিক্কা টিলা থেকে দেখবো যাদুকাটা এবং মেঘালয়ের নয়নাভিরাম দৃশ্য। সেখান থেকেই চলে যাবো শিমুলবাগান।শিমুলবাগানে সবুজের সমারোহ দেখে ফিরে আসবো। যাদুকাটা নদীতে গোসল করবো। দুপুরের খাবার খেয়ে রওনা দিবো সুনামগঞ্জের দিকে।
সন্ধার মধ্যে সুনামগঞ্জ পৌছে যাবো। এরই সাথে আমাদের ভ্রমনের সমাপ্তি। যার যার গন্তব্যের উদ্দেশে রওনা করবেন।
📗📗 প্যাকেজে যা যা থাকছেঃ-
-----------------------------------------
📗 সুনামগঞ্জ টু সুনামগঞ্জ ২ দিন ১ রাত থাকা ও দর্শনীয় স্থানে ঘুরাঘুরি।
📗 ২ দিনে মোট ৫ বেলা মূল খাবার
📗 ২ দিনে ৪ টি স্ন্যাকস
📗 সার্বক্ষনিক চা
📗 সার্বক্ষনিক ফিল্টার বা বিশুদ্ধ খাবার পানি
📗 লাইফ জ্যাকেট
👀👀যা যা দেখবোঃ
=============
👀 টাঙ্গুয়ার হাওড়
👀 ওয়াচ-টাওয়ার
👀 নীলাদ্রি লেক
👀 শিমুল বাগান
👀 বারিক্কা টিলা
👀 যাদুকাটা নদী
👀 লাকমা ছড়া (নিজ খরচে)
👀 টেকেরঘাট
👀 মেঘালয় পাহাড় সাইটসিয়িং
বিঃ দ্রঃ - আমাদের এই প্যাকেজে কোন প্রকার এন্ট্রি ফি, নৌকা ভাড়্রা, অটোভাড়া, বাইক ভাড়া অন্তর্ভুক্ত নয়।
ℹℹ যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798(পারসনাল),
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
ইভেন্ট ছাড়াও আপনি আমাদের বোট যেকোন ট্যুরের জন্য রিজার্ভ করে নিতে পারবেন।
বুকিং বা ট্যুর সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন -
📞 +8801897984004
📞 +8801897984005
📞 +8801897984006
ঢাকা অফিস ঠিকানা- (রুম - ২০৪) ৬৪-৬৮ ইষ্ট্রান কমার্সিয়াল কমপ্লেক্স, কমলাপুর।
You may also like the following events from Touronto Travelers Group: