✅উন্নত দেশের (অ্যামেরিকা, সেনজেন-ইউরোপের ২৯ টি দেশ, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক) ভিসা পাওয়ার জন্য এখনই আপনি যোগ্য কিনা?
অথবা কি কি করলে উন্নত দেশের ভিসা পাওয়া যেতে পারে?
এরকম আরো অসংখ্য প্রশ্নের উত্তর জানতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সিলেট অফিসে আসুন।
বেশিরভাগ ট্রাভেল এজেন্সি কাস্টমারদেরকে ভিসা হওয়ার মিথ্যা সম্ভাবনার কথা বলে শুধুমাত্র সার্ভিস চার্জ পাওয়ার আশায়। তার ফলে রিফিউজ হওয়ার পরে মানুষের মন ভেঙ্গে যায়। যেমন:
💔 ফ্রেশ পাসপোর্টে বা ২-৩ দেশ ট্রাভেল থাকলে উন্নত সকল দেশের ভিসা হবে।
💔 যখন গণহারে রিফিউজ হচ্ছে , কিন্তু তাদের বিজ্ঞাপনে বলা হচ্ছে প্রচুর ভিসা হচ্ছে।
💔 আমরা ইনভাইটেশন এনে দিব যার ফলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু কিছু কিছু দেশে ইনভাইটেশন দিলে উল্টো ভিসা হওয়ার সম্ভাবনা কমে যায়।
💔 উন্নত দেশে আমাদের অফিস আছে তাই আপনার ভিসা হওয়া প্রায় সুনিশ্চিত।
💔 আমরা উন্নত দেশের ভিসা প্রসেসিং এ বাংলাদেশে সবচেয়ে বেশি দক্ষ। কিন্তু নিজেকে সবচেয়ে বেশি দক্ষ দাবী করা এজেন্সি অদক্ষ স্টাফদেরকে দিয়ে সম্পূর্ণ ফাইল প্রসেস করায় যে সকল স্টাফের উন্নত দেশের ফাইল প্রসেস করার ৫ বছরের অভিজ্ঞতা নেই।নিজেকে সবচেয়ে বেশি দক্ষ দাবী করা এজেন্সির মালিক বা স্টাফ সকল 1st World Countries (🇺🇸 আমেরিকা,🇨🇦 কানাডা, 🇪🇺 সেনজেন (ইউরোপের ২৯ টি দেশ),🏴 ইংল্যান্ড, 🇦🇺 অস্ট্রেলিয়া, 🇳🇿 নিউজিল্যান্ড) ভ্রমণ করেনি অথবা কোন 1st World Country ভ্রমণ করেনি, এমনকি অনেকের পাসপোর্ট ও নেই !
💔 আমরা সুন্দর করে কভার বা ফরওয়ার্ডিং লেটার ও ট্যুর প্ল্যান তৈরি করে দিব। কিন্তু ইংরেজিতে দুর্বল হওয়ায় নিজের থেকে ১টি লাইন ও লিখতে পারে না তাই কভার লেটার ও টুর প্ল্যান হুবহু কপি করে। অনেকে ইংরেজি লিখতে পারলেও Brainstorming করে কভার লেটার ও ট্যুর প্ল্যান করতে চায় না কারণ তার জন্য প্রচুর সময়ের দরকার হয়।
✅বেশিরভাগ কাস্টমার আমাদের অতিরিক্ত সার্ভিস চার্জের ভয়ে কম সার্ভিস চার্জে অদক্ষদের দিয়ে উন্নত দেশের ( 🇺🇸 আমেরিকা,🇨🇦 কানাডা, 🇪🇺 সেনজেন (ইউরোপের ২৯ টি দেশ),🏴 ইংল্যান্ড, 🇦🇺 অস্ট্রেলিয়া, 🇳🇿 নিউজিল্যান্ড, 🇯🇵 জাপান, 🇰🇷 দক্ষিণ কোরিয়া, 🇹🇷 তুরস্ক,🇲🇦 মরক্কো ও 🇭🇰 হংকং) টুরিস্ট বা ভিজিট ভিসার জন্য ফাইল প্রসেস করিয়ে রিফিউজ হওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে কথা বলতে আসে আমার সাথে। সার্ভিস চার্জের ভয়ে অদক্ষ কাউকে দিয়ে ফাইল প্রসেস করলে কিছু কিছু ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির ভুলের কারণে শুধু রিফিউজ না আপনি আজীবন বা কয়েক বছরের জন্য নিষিদ্ধ ও হতে পারেন বা ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। সস্তা খুঁজতে গিয়ে আপনার স্বপ্নের দেশে সেটেল হওয়ার বা ঘুরে আসার সম্ভাবনা শেষ বা কমে যেতে পারে। প্রথমবার নিজেকে অতি চালাক মনে করে কম সার্ভিস চার্জ প্লাস ভিসা ফি খরচ করে রিফিউজ হওয়ার পরে আবার আমাদের সার্ভিস চার্জ ও ভিসা ফি দিয়ে ফাইল প্রসেস করতে হলে টাকা কিন্তু আরো বেশি খরচ হবে। অতি চালাকের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না, তাই ✌২ টা কথা সব সময় মনে রাখবেন:
১) দক্ষদের সার্ভিস চার্জ অনেক বেশিই হয় ও অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে কথা বলতে হয়।
২) অদক্ষদের সার্ভিস চার্জ কম হয় ও অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে কথা বলতে হয় না বরং তারা আপনাকে কল করে বলবে তারাই বাংলাদেশের সেরা ট্রাভেল এজেন্সি তাদেরকে দিয়ে ফাইল প্রসেস করানোর জন্য।
✅ ২০১৬ সালের মার্চ মাসে ব্যবসা শুরু করার পর থেকে আমি উন্নত দেশের ফাইল প্রসেস করছি। বর্তমানে আমার অসংখ্য স্টাফ ফাইল প্রসেসিং এ আমাকে সহযোগিতা করে কিন্তু ফাইলের মূল কাজ যেমন: ট্যুর প্ল্যান ও কভার লেটার আমিই করি। বেশিরভাগ এজেন্সির মালিকেরা ফাইল প্রসেসিং এর কোন কাজই করেনা। মনে রাখবেন একজন মালিক যেভাবে সময় নিয়ে সুন্দর করে ফাইল প্রসেস করবে করবে, একজন স্টাফ কখনো সেভাবে সময় নিয়ে সুন্দর করে ফাইল প্রসেস করবে না।
👏 আলহামদুলিল্লাহ আমাদের উন্নত দেশের ভিসা সাকসেস রেট অনেক বেশি।
✅ কয়টি দেশ ট্রাভেল, কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স, কি কি ডকুমেন্টস থাকলে বা রেডি করলে উন্নত দেশের ভিসা হতে পারে তার সঠিক গাইডলাইন পেতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
✅ অনেক দেশ ট্রাভেল, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স ও ভালো ডকুমেন্ট থাকার পরও অসংখ্য লোক রিফিউজ হয় অদক্ষ কাউকে দিয়ে ফাইল প্রসেস করিয়ে বা যখন ভিসার রেশিও কম তখন জমা দেওয়ার কারণে। তাই কোন দেশে ভিসার রেশিও বেশি বা আপনার প্রোফাইল অনুযায়ী কোন দেশে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি তা জানতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
⚠প্রতারকরা ১০০% গ্যারান্টি দিয়ে বলে এম্বাসিতে আমার লোক আছে কন্ট্রাক্টে উন্নত দেশের ভিসা করে দিবে, কিন্তু এটা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করা একমাত্র অনন্ত জলিলের কাজ।
✅ প্রতারণার হাত থেকে বাঁচতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
➖➖➖➖➖➖➖➖
Thanks & Warm Regards :
➖➖➖➖➖➖➖➖
Abdul Awal Emon
👍Follow me on Facebook :
https://www.facebook.com/abdulawal.emon
📣 ✅আমি ফ্যামিলি সহ কানাডা, অ্যামেরিকা, ইংল্যান্ড ও ফ্যামিলি ছাড়া অস্ট্রেলিয়া, মেক্সিকো ও সেনজেনভুক্ত ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্সসহ ২৫ টি দেশ ভ্রমন করেছি আলহামদুলিল্লাহ।
অ্যামেরিকার ৫ বছরেরর ভিসা শেষ হওয়ার পরে ২য় বার ভিসা পেয়েছি।বর্তমানে আমার 🇨🇦 কানাডা (ফ্যামিলি সহ) ও🇬🇧 ইংল্যান্ডের ১০ বছরের মাল্টিপল ভিসা, অ্যামেরিকার(ফ্যামিলি সহ) ৫ বছরের মাল্টিপল ভিসা, অস্ট্রেলিয়ার ৩ বছরের মাল্টিপল Valid ভিসা আছে। এছাড়াও অসংখ্য কাস্টমারের উপরোক্ত দেশগুলোর ভিসা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের ভিসা সাকসেস রেট ও অনেক বেশি।
✅Proprietor - Helpline Travels & Consultancy - HTC
✅Government Approved Travel Agency--( সিভিল এভিয়েশন লাইসেন্স নং- ০০১২১১১)
✅We are 1 of the top 2 travel agencies in Bangladesh according to Facebook like.
✅We are No:1 sports travel agency in Bangladesh
✅ আমাদের অফিস আমাদের নিজস্ব ভবনে
====================
ঢাকার অফিস
সময় :দুপুর ১২ - রাত ১১:৩০ ঘটিকা ।
🏨 চাটখিল ভবন,২১২/১ কাঁঠাল বাগান
বাজার (১ম ও ২য় তলা),ঢাকা। বাজার মসজিদের(বায়তুন নূর জামে মসজিদ) মেইন রোডে মাসুদ ফার্মেসির বিপরীতে ।
গুগল ম্যাপে আমাদের লোকেশনের লিংক :
https://maps.app.goo.gl/B42tduxYYsRijP6y5
🚗 Car Parking Available
====================
সিলেট অফিস
সময় : সকাল ১০ - সন্ধ্যা ৭ ঘটিকা ।
🏨 খলিল ট্রেড সেন্টার - ষষ্ঠ তলা (লিফটের ৫) ,রোজ ভিউ এর রাস্তায় Masala বাজারের বিপরীতে এপেক্স ও IPDC এর বিল্ডিং,
বাড়ি নং: ১, ব্লক-ডি, মেইনরোড শাহজালাল উপশহর, সিলেট-৩১০০
গুগল ম্যাপে আমাদের লোকেশনের লিংক :
https://maps.app.goo.gl/Cwki9KCLjJmLkmfMA
🚗 Car Parking Available
=============
🎴বিস্তারিত জানতে প্রতি বৃহঃবার রাত ১০ টায় ট্রাভেল শো দেখতে আমাদের YouTube Channel ও ফেসবুক পেইজে চোখ রাখুন।
👉ট্রাভেল আপডেট পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: https://youtube.com/c/HelplineTravelsAndConsultancyHTC
👍Follow us on Tiktok:
https://www.tiktok.com/@htc_helplinetravels?_t=ZS-8x0wGFuj8FQ&_r=1
Also check out other Sports events in Sylhet.