Tanguar Tales with TCS | Event in Sylhet | AllEvents

Tanguar Tales with TCS

Tourist Club SUST

Highlights

Fri, 29 Aug, 2025 at 07:00 am

টাঙ্গুয়ার হাওর - Tanguar Haor, Sunamganj

Advertisement

Date & Location

Fri, 29 Aug, 2025 at 07:00 am (BST)

টাঙ্গুয়ার হাওর - Tanguar Haor, Sunamganj

Tanguar Haor, Sunamganj, Sylhet, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

Tanguar Tales with TCS
'Tanguar Tales with Tourist Club SUST' – ২ দিন ১ রাত✨

সুনামগঞ্জের নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল খ্যাত টাঙ্গুয়ার হাওর এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে বিচিত্র জীববৈচিত্র।

কিনারাহীন একরাশ জলরাশি, উপরে আকাশ, চারিদিকে শুনশান নিরবতার সাথে মৃদু একটু আরামদায়ক দুলুনি, নৌকার পাটাতনে পিঠ দিয়ে আকাশ পানে চেয়ে আছেন আর কানে বাজছে কোন মধুর কন্ঠের আবেগতাড়িত আওয়াজ
"আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে.."

'ট্যুরিস্ট ক্লাব সাস্ট প্রতি বছরের ন্যায় এবারও ২৯ ও ৩০ আগস্ট , ২০২৫ইং রোজ শুক্রবার ও শনিবার ২ দিন ১ রাতের জন্য টাঙ্গুয়ার হাওড় ও এর আশেপাশের নান্দনিক সৌন্দর্য্যমন্ডিত কিছু জায়গায় ট্রিপের আয়োজন করতে যাচ্ছে।

ভ্রমণ স্থান সমূহঃ
🌊 টাঙ্গুয়ার হাওড়
🗼 ওয়াচ টাওয়ার
🌌 টেকেরঘাট
🏞️ যাদুকাটা নদী
🌅 নীলাদ্রি লেক
⛰️ বারিক্কা টিলা
🌸 শিমুল বাগান
🏞️ লাকমাছড়া


🗓️ ট্যুর তারিখ
২৯ – ৩০ আগস্ট ২০২৫ (শুক্রবার ও শনিবার)
সময়কালঃ ২ দিন ১ রাত


💳 ইভেন্ট ফি
ক্লাব মেম্বার – ৩৪৫০ টাকা
সাস্টিয়ান – ৩৫৫০ টাকা
নন-সাস্টিয়ান – ৩৭০০ টাকা


পেমেন্ট অপশন-
বিকাশ : 01521757002
নগদ : 01778035606
রকেট: 01874603090(4)


👉 বুকিং নিশ্চিত করতে হলে নিচের Google Form পূরণ করতে হবে এবং অ্যাডভান্স ১০০০ টাকা প্রদান করতে হবে।

Google Form লিঙ্ক:
https://tinyurl.com/2bvc9nzb



🚤 বোটে যে সকল সুবিধা থাকছে

প্রশস্ত রুফটপ (বসা, খাওয়া ও আড্ডার জন্য)
সুপরিসর ওয়াশরুম
ফ্যান, লাইট ও মোবাইল চার্জের ব্যবস্থা
লাইফ জ্যাকেট



📝 ট্যুর পরিকল্পনা

সকাল ৭ঃ০০ টায় ভার্সিটি গেটে জড়ো হয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে বাসে রওনা দিব, এরই মাঝে সকালের খাবার খেয়ে নিব। সুনামগঞ্জের বামল্লিকপুর ঘাটে পৌছে টাঙ্গুয়ার হাওর এর উদ্দেশ্য রওনা দিব। দুপুরে ওয়াচ-টাওয়ার ঘুরে হাওরের পানিতে গোসল করে তারপর খাওয়া দাওয়া সেরে হাওরে ভাসতে ভাসতে চলে যাব নীলাদ্রি লেক।
সন্ধ্যা পর্যন্ত নীলাদ্রি লেকে কাটিয়ে রাতে আমরা সবাই বোটেই থাকবো এবং রাতের খাওয়া-দাওয়া সেরে নিব।
ভোরে ভোরে উঠে পায়ে হেঁটে অথবা গাড়ি করে লাকমাছড়া যাবো। সেখান থেকে ফিরে সকালের খাবার সেরে যাদুকাটার উদ্দেশ্যে রওনা হবো। ঘুরবো বারিক্কা টিলা ও শিমুল বাগান, যাদুকাটা নদীর হীম শীতল পানিতে ইচ্ছেমত গোসল সেরে দুপুরের খাবার খেতে খেতে বিকেলের দিকে সুনামগঞ্জ পৌঁছে যাব। এরপর বাসে চড়ে সিলেট ফিরবো।

বি:দ্র:তাহেরপুর থেকে নয়,সুনামগঞ্জ থেকেই আমাদের নৌকাভ্রমণ শুরু হবে।



🎒 ফি-এর মধ্যে যা যা থাকছে

মোট ৫ বেলার খাবার
চা/নাস্তা ও স্ন্যাকস
নৌকা ভাড়া
সিলেট থেকে বাস ভাড়া


🚫 যা থাকছে না

ব্যক্তিগত অন্যান্য খরচ
ব্যক্তিগত নাস্তা
শিমুল বাগানে প্রবেশ ফি



⚠️ আসন সংখ্যা সীমিত।
📌 ট্যুর বুকিং চলবে সিট পূর্ণ হওয়া পর্যন্ত।
⏳ দেরি করলে সুযোগ হাতছাড়া হতে পারে।


কোনো প্রয়োজনে যোগাযোগ করুন:
01778035606 (ইয়াকুব)
01788972455 (সাজ্জাদ)
dGNzdXN0IHwgc3VzdCAhIGVkdQ==

অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজ লিংক:
https://www.facebook.com/TouristClubSUST



বি:দ্র: Tanguar Tales with Tourist Club SUST সকলের জন্য উন্মুক্ত। বুকিং মানি অফেরত যোগ্য এবং ট্যুর সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত Tourist Club SUST দ্বারা সংরক্ষিত।

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

টাঙ্গুয়ার হাওর - Tanguar Haor, Sunamganj, Tanguar Haor,Sunamganj, Sylhet, Bangladesh
Get updates and reminders

Host Details

Tourist Club SUST

Tourist Club SUST

Are you the host? Claim Event

Advertisement
Tanguar Tales with TCS | Event in Sylhet | AllEvents
Tanguar Tales with TCS
Fri, 29 Aug, 2025 at 07:00 am