এটি ট্রাভেলার্স অফ সিলেট এর ইভেন্ট | যারা ইভেন্ট দেখে যাবেন বলে ভাবছেন তারা interested বাটনে ক্লিক করে রাখতে পারেন আর পুরোপুরি কনফার্ম হয়ে Going বাটনে ক্লিক করবেন | বাংলাদেশ কিংবা দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে জয়েন করতে পারবেন,সবার জন্য উন্মুক্ত। আমাদের ফেসবুক গ্রুপ লিংক :
https://www.facebook.com/groups/travelersofsylhet/
🗓 TOS মাধবকুন্ড ডে ট্রিপ
✴️ ইভেন্ট ফি : জনপ্রতি ৫৫০/= টাকা মাত্র
🚍 যাত্রার তারিখ: ৯ মে শুক্রবার
🚍ফেরার তারিখ: ৯ মে শুক্রবার
🛍 ডে ট্যুরে যা যা থাকবে :
✅ যাতায়াত ভাড়া
✅ মাধকুন্ড ওয়াটারফলস
✅ আসে পাশের চা বাগান
📛 যা থাকছে না :
🔻কোন প্রকার ফুড বিল
🔻এন্ট্রি টিকেট
🔻 পার্সোনাল কোন খরচ
▪️কনফার্ম মানেই টাকা পাঠিয়ে নিশ্চিত করা, কারো ক্ষেত্রেই মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
▪️ কনফার্ম মানি অফেরতযোগ্য
কনফার্ম মানি পাঠানোর জন্য
==============================
- বিকাশ নাম্বারঃ
১/ শফি - 01725 843030 personal
আগ্রহীগণ জনপ্রতি অফিসে ৫৬০/= অথবা bkash এ ৫৬০/= টাকা পাঠিয়ে আসন কনফার্ম করে ফেলুন। টাকা পাঠানোর পর অবশ্যই ম্যাসেজ অথবা ইভেন্ট পেইজে পোস্ট দিয়ে ইনফর্ম করবেন। এছাড়া অফিসে এসে দেখা করেও কনফার্ম করতে পারেন ।
অফিসঃ 📍 ট্রাভেলার্স অব সিলেট
২য় তলা ,শেখ সানাউল্লাহ জামে মসজিদ মার্কেট,জিতু মিয়ার পয়েন্ট,শেখঘাট সিলেট।
*সবশেষে সবাইকে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে তারপর কনফার্ম করার অনুরোধ করছি।
লক্ষণীয় বিষয়ঃ
* এই ট্রিপে মোটামুটি হাঁটা লাগতে পারে তবে খুবই সামান্য।
* অবশ্যই মেয়েদের জন্য আলাদা ব্যাবস্থা করা হবে।
* খাবারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালোটাই দেওয়ার চেষ্টা করবো।
* 'ট্রাভেলার্স অফ সিলেট' কারো কোনো ব্যক্তিগত খরচ ও ব্যক্তিগত ঔষধ বহন করবে না।
মনে রাখুন:
* কথায় আছে ভ্রমনে জ্ঞান বাড়ে। আমাদের ভ্রমন হোক আনন্দদায়ক। বাজুক নতুন সম্পর্কের জয়গান।
* কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহন বা বহন করা যাবে না।
* আমরা ধূমপানকে নিরুৎসাহিত করি। কেউ ধূমপান করলে অবশ্যই অধুমপায়ীদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে ধূমপান করবেন।
* মনে রাখতে হবে আমরা প্রকৃতির সন্তান, তাই কোনোভাবেই প্রকৃতির সৌন্দর্য্য ও ভারসাম্য নষ্ট হয় এমন কিছু আমরা করবো না।
* এটি একটি দলগত জার্নি, তাই ভ্রমনকালীন সমস্যাগুলো মেনে নেয়ার মন মানসিকতা থাকতে হবে। আর হা… কোনোভাবেই দলছুট হওয়া যাবে না, কেউ একা ফিরতে চাইলে নিজ দ্বায়িত্বে ফিরবেন , কোন রিফান্ড পাবেন না ।
* পরিস্থিতি বিবেচনায় ভ্রমনকালীন প্ল্যানে কোনো পরিবর্তন বা যেকোনো সমস্যার সমাধান আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই করবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে , ফ্যামিলি সহ যেকেউ যেতে পারবেন।
যেকোন ব্যাপার জানতে যোগাযোগঃ
☎️ 01725 843030 ,01842 823030