আবারো কাঞ্চনজঙ্ঘার টানে ভ্রমন কাব্য যাচ্ছে বাংলাদেশের শেষপ্রান্ত পঞ্চগড় তেতুলিয়া ভ্রমণে। সবকিছু ঠিক থাকলে ৩০ শে সেপ্টেম্বর রাতে ট্রেনে করে রওনা হচ্ছি 🇧🇩
> ভ্রমনের তারিখ - ৩০ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮ টা
> ফেরার তারিখ - ০৩ রা অক্টোবর (শুক্রবার) সকাল ৭ টা।
ইভেন্ট ফি - ৩৯৯০ টাকা (জনপ্রতি)
কাপল ফি - ৯৯৮০ টাকা (কাপল রুম দেওয়া হবে)
বুকিং মানি - ২,০৪০ টাকা (জনপ্রতি)
কাপলদের জন্য - ৪৯৯০ টাকা।
[ বুকিং মানি সম্পূর্ন অফেরতযোগ্য ]
> যা যা দেখবো👇🏻
★ তেতুলিয়া
★ ডাক বাংলো
★ মহানন্দা নদী
★ বাংলাবান্ধা জিরো পয়েন্ট
★ কাজী টি এটেস্ট (অনুমতি সাপেক্ষ)
★ মির্জাপুর শাহী জামে মসজিদ (সময় সাপেক্ষে)
প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত থাকবে ✅
★ ঢাকা টু পঞ্চগড় ট্রেনে করে আসা - যাওয়া
★ পঞ্চগড় টু তেতুলিয়া বাসে যাওয়া - আসা
★ লোকাল ট্রান্সপোর্ট খরচ (ভ্যান/ অটো)
★ তেতুলিয়ার সেরা রিসোর্টে রাত্রিযাপন
★ দুইদিনে ৫ বেলা মানসম্মত খাবার
খাবার মেনু 👇
১ম দিনঃ
সকাল - পরটা, ডাল-সবজি, ডিম।
দুপুর- ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, রুইমাছ অথবা মুরগির রোষ্ট, ডাল, মিনারেল ওয়াটার
রাত- পরোটা, চিকেন বারবিকিউ, কোল্ড ড্রিংকস, সালাদ, সস।
২য় দিনঃ
সকাল - ডিম খিচুরী, আচার, মরিচপেয়াজ ভর্তা।
দুপুর - ভাত, আলু ভর্তা, সবজি, গরু/মুরগী মাংস, ডাল।
বি.দ্রঃ আমরা যে রিসোর্টে থাকবো সেটা একটা পিকনিক স্পট, দুইদিন আমরা ভালো কিছু সময় কাটাতে পারবো ইনশাআল্লাহ। এখানে সব খাবারই লাকরির চুলায় রান্না করা হয়।
🌺বুকিং দেয়ার নিয়মঃ
Account Name: VROMON KABBO TRAVEL GROUP
Account Number: 0210359139001
IFIC Bank (Current Account)
Branch: North brooke Hall Road Branch, Karimullahbagh Uposhakha.
অথবা,
BKASH: 01813081505 (Payment)
NAGAD: 01813081505 (Personal)
অথবা,
Cash payment: Level 3, 4th Floor, Shop No 111-112, Rayerbagh Complex Super Market, Rayerbagh, Dhaka 1236.
জনপ্রতি ২০৪০ টাকা বিকাশ/রকেটে পাঠিয়ে 01813081505 নাম্বারে কিংবা ভ্রমন কাব্যের পেইজে এসএমএস পাঠালে বুকিং কনফার্ম হয়ে যাবে।
★বুকিংমানি অফেরতযোগ্য।।
❑ ট্যুর প্ল্যানঃ
৮ টায় কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে আমরা রওনা দিবো পঞ্চগড়ের উদ্দেশ্যে।
পরদিন সকালে পঞ্চগড় নেমে সকালের নাস্তা সেরে বাসে করে রওনা দিবো তেতুলিয়া আমাদের রিসোর্টের উদ্যেশ্যে। এরপর রিসোর্টে পৌছে রিসোর্টে চেক ইন করে রেস্ট নিয়ে সেরে নিবো দুপুরের খাবার।
বিকালে রিজার্ভ ভ্যানে করে ঘুরে দেখবো কাজী টি এটেস্ট (অনুমতি সাপেক্ষে), সীমান্তবর্তী চা বাগান, ডাক বাংলো, ব্রিটিশ বাজার এবং বাংলাবান্ধা জিরো পয়েন্ট।
সবকিছু ঘুরা শেষ করে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো রিসোর্টে। রাতে স্পেশাল চিকেন বারবিকিউ আয়োজন করা হবে। গান আড্ডা চলবে সারারাত।
পরদিন খুব ভোরে সবাই মিলে ডাক বাংলো তে চলে যাবো। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে।
এরপর সবাই রিসোর্ট থেকে চেক আউট করে দুপুরের খাবার সেড়ে বাসে করে চলে আসবো পঞ্চগড়। তারপর, ভ্যানে করে ঘুরে দেখবো শাহী জামে মসজিদ এবং ইমাম বালা।
অতঃপর সবকিছু ঘুরা শেষ করে রাত ৮ টায় পঞ্চগড় স্টেশন ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো। সবকিছু ঠিক থাকলে সকাল ৭.৩০ মিনিটে ঢাকায় থাকবো [ ইনশাআল্লাহ ]
★"আগে আসলে আগে পাবেন" নীতিতে ট্রেনের সিট এবং রিসোর্টের রুম দেয়া হবে। ২২ ই সেপ্টেম্বরের মধ্যে বুকিং না করলে ট্রেনের টিকেট দেয়া হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে যারা ট্রেনের টিকেট পাবেন না তাদের জন্য বাস টিকেট দেয়া হবে।
★প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
* কোন ব্যক্তিগত খরচ
* কোন ঔষধ
* কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা
* ফেরার দিন রাতের খাবার
★প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবে:
১। টর্সলাইট, সানগ্ল্যাস, ক্যাপ, সাবান, শেম্পু, গামছা বা তোয়ালে, লোশন বা তেল, প্রয়োজনীয় ঔষধ, স্লিপার, ক্যাডস ইত্যাদি।
🌺শর্ত সমুহঃ
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪। আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫। প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ্য প্রাধান্য দিতে হবে।
৬। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭। স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮। কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯। দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। আল্লাহ না করুক অনাকাক্ষিত কোন দুর্ঘটনার জন্য ভ্রমন কাব্যকে কোন ভাবেই দায়ী করা যাবে না। ভ্রমন কাব্য কোন ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়।
** ১০। এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
❤#হোস্ট:- আসন নিশ্চিতকরন ও যেকোনো জিজ্ঞাসা জন্য যোগাযোগ করুন-
Jubayer Hasan Mirza: 01813081505
Siam Al Safi: 01645856479
ট্রিপের বাসের সিট, রিসোর্টের রুম প্রদানে এডমিনের সিদ্ধান্তই চূড়ান্ত, ট্রিপের পরিমার্জন, পরিবর্ধনে এডমিনের উপর সকল ক্ষমতা বর্ধায়মান।
বিঃদ্রঃ কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত নয়। ভাগ্য ভালো থাকলে পঞ্চগড় এবং তেতুলিয়ার বিভিন্ন স্থান থেকে এর দেখা পাওয়া যাবে।