ভাবনার দেওয়ালে যাতে জং না ধরে, সেই অভিপ্রায়ে মানুষ প্রতিনিয়তই নিজের অবচেতন মনোজগতে পক্ষে-বিপক্ষের মঞ্চ নিয়ে থাকে সর্বদা প্রস্তুত। স্বীয় দর্শন, স্বীয় মতামতের অবস্থান মজবুত করার জন্য মানুষ আটতে থাকে নানা ফন্দি। কাজেই সরকারি দল-বিরোধী দলের ব্যানারে সংসদীয় বিতর্ক যেন দৈনন্দিন জীবনেরই অংশমাত্র।
প্রত্যেক শিক্ষার্থীর কাছে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্য অন্য রকমের। বিতর্কের মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটি সুযোগ এসেছে এবার বরেন্দ্র অঞ্চলে। দাবদাহের গ্রীষ্মের পর স্থবির বর্ষায় মেঘাচ্ছন্ন পদ্মার পানে তাকিয়ে ভাবনার জগৎ হতে জ্ঞান আহরণের সুযোগ নিয়ে আসছে রুয়েট ডিবেটিং ক্লাব (রুয়েটডিসি)। প্রতিবছর সফলতার সাথে রুয়েটডিসি আয়োজন করে আসে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার। তবে উত্তরবঙ্গে বিতর্কের আঙিনায় এক নতুন মাত্রা যোগ করতে এই প্রথমবারের মতো রুয়েটডিসি আন্তবিশ্ববিদ্যালয়ের পাশে যোগ করতে যাচ্ছে আন্তস্কুল-কলেজ সেগমেন্ট। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলায় টুর্নামেন্টটি প্রতিযোগিতা ছাড়িয়ে পরিণত হতে যাচ্ছে বিতর্ক উৎসবে। আগামী ১১-১৯ জুলাই রুয়েটডিসি তাই আয়োজন করতে যাচ্ছে “রুয়েটডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”-এর; যেটি অনুষ্ঠিত হবে দুটি ধাপে — আন্তস্কুল-কলেজ এবং আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ে।
ফেসবুকে পোস্ট-পাল্টা পোস্ট কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের মীম-ওয়ারের পরিবর্পোতে পোডিয়ামে ধুন্ধুমার কথার লড়াইয়ের অপেক্ষায় এখন উত্তরবঙ্গের মানুষ!
রুয়েটডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫-এর সারসংক্ষেপ:
--------------------------------------------------------------
◆ আন্তস্কুল-কলেজ (ইন্সটিটিউশনাল/স্কুল-কলেজ পর্যায়ের যেকোনো ক্লাব):
তারিখ: ১১ জুলাই, ২০২৫ (ফাইনাল ব্যতীত সকল রাউন্ড)
ভেন্যু: ডিস্কর্ড সার্ভার (অনলাইন)
তারিখ: ১৯ জুলাই, ২০২৫ (ফাইনাল রাউন্ড)
ভেন্যু: রুয়েট ক্যাম্পাস (অফলাইন)
বিতর্কের ধারা: এশিয়ান পার্লামেন্টারি (এপি)
ফরম্যাট: ট্যাব (৪ রাউন্ড ট্যাব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল)
ভাষা: বাংলা
দলসংখ্যা: ৩২
নিবন্ধন ফি: ১৫৩০/- (বিকাশ/নগদ চার্জসহ, অফেরতযোগ্য)
প্রাক-নিবন্ধন ফরম:
https://forms.gle/skgqLtYHx13sfNfN9
প্রাইজপুল: TBA
[প্রত্যেক বিতার্কিককে প্রয়োজনীয় লজিস্টিক্স সামগ্রী পরবর্তীতে সরবরাহ করা হবে।]
◆ আন্তবিশ্ববিদ্যালয় (ইন্সটিটিউশনাল):
তারিখ: ১৮-১৯ জুলাই, ২০২৫ (সকল রাউন্ড)
ভেন্যু: রুয়েট ক্যাম্পাস (অফলাইন)
বিতর্কের ধারা: এশিয়ান পার্লামেন্টারি (এপি)
ফরম্যাট: ট্যাব (৪ রাউন্ড ট্যাব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল)
ভাষা: বাংলা
দলসংখ্যা: ৩২
নিবন্ধন ফি: ২৫৫০/- (বিকাশ/নগদ চার্জসহ, অফেরতযোগ্য)
প্রাক-নিবন্ধন ফরম:
https://forms.gle/yiGwM6VaK5z5f5CZ9
প্রাইজপুল: TBA
যোগাযোগ:
-----------
মো: তানভীর আহমেদ ইমন
সভাপতি, রুয়েট ডিবেটিং ক্লাব
মোবাইল নং: 01783370029
ফেসবুক প্রোফাইল:
https://www.facebook.com/share/1V8oUUoGhW/?mibextid=wwXIfr
মেহজাবীন জাহাঙ্গীর রাফজিন
সাধারণ সম্পাদক, রুয়েট ডিবেটিং ক্লাব
মোবাইল নং: 01330097473
ফেসবুক প্রোফাইল:
https://www.facebook.com/share/195QKGyce7/?mibextid=wwXIfr
ইর্তেজা নুর আলবা
সাধারণ সম্পাদক, রুয়েট ডিবেটিং ক্লাব
মোবাইল নং: 01891964089
ফেসবুক প্রোফাইল:
https://www.facebook.com/share/16xRQ7VyRo/?mibextid=wwXIfr
ইমেইল:
cnVldGRlYmF0aW5nY2x1YiB8IGdtYWlsICEgY29t
(বি:দ্র: যেকোনো উদ্ভূত পরিস্থিতে আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।)