"হাওর জঙ্গল মহিষের শিং—এই তিনে ময়মনসিংহ।"
ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নবীনবরণ ও প্রবীণ বিদায় ২০২৫” এর জমকালো আয়োজন।
রেজিস্ট্রেশন চলমান:
রেজিস্ট্রেশন বুথ: টুকিটাকি চত্বর
🕒 সময়: সকাল ১০টা – দুপুর ৩টা
🗓 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫
রেজিস্ট্রেশন ফি:
সাধারণ সদস্য: ২০০ টাকা
প্রবীণ ব্যাচ (১৯–২০ সেশন থেকে তদূর্ধ্ব): ৩০০ টাকা
📲 অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার (বিকাশ/নগদ/রকেট): 01603571137
🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/J7PABsWXemBHqno3A
(রেফারেন্সে আপনার নাম, সেশন, ডিপার্টমেন্ট এবং টাকা পাঠানোর পর অবশ্যই গুগল ফর্মটি পূরণ করবেন)
নবীনদের জন্য থাকছে:
১. আকর্ষণীয় পলো টি-শার্ট
২. কাচ্চি বিরিয়ানি
৩. শুভেচ্ছা উপহার
৪. নান্দনিক চাবির রিং
৫. আকর্ষণীয় র্যাফেল ড্র
৬. গিফট হ্যাম্পার
বি. দ্র. জেলা সমিতির সদস্যদের সৌজন্যে থাকছে মনোরম ও আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা!
ময়মনসিংহ জেলা সমিতির সকল সদস্যকে অনুরোধ করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে বুথে বা অনলাইনে রেজিস্ট্রেশন করুন।
আপনাদের আন্তরিক উপস্থিতিই আমাদের আয়োজনের সাফল্যের মূল শক্তি।
ধন্যবাদান্তে,
ময়মনসিংহ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়