আসসালামু আলাইকুম,
বাংলাদেশের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রথম বার্ষিকী এবং ফ্যাসিস্ট হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে,
“৩৬ জুলাই উদ্যাপন কমিটি” ও বাংলাদেশ কমিউনিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া-এর উদ্যোগে এক দোয়া, স্মরণসভা, বিচার দাবি ও বিজয় উৎসব আয়োজন করা হয়েছে।
এই “শোক ও বিজয় উৎসব”-এ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো সেই সকল সাহসী শহীদ ও আহতদের,
যারা ২০২৪ সালের জুলাইতে গণতন্ত্র, ন্যায্য অধিকার ও মানবতার পক্ষে রাস্তায় নেমে
ফ্যাসিস্ট মুজিববাদী ও হাসিনাবাদী শাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে সংগ্রাম করে
বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।
তাদের আত্মত্যাগের ফলেই দেশের মানুষ ২০২৫ সালের ৫ আগস্ট দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়ে আজ শান্তির নিঃশ্বাস নিচ্ছে।
📍 স্থান: ফরেস্ট প্লেস, পার্থ সিটি
📅 তারিখ: রবিবার, ৩ আগস্ট ২০২৫
🕓 সময়: বিকাল ৩:৩০ – ৫:৩০
🎗️ অনুষ্ঠানের মূলসূচি:
• শহীদদের স্মরণে দোয়া মাহফিল (জুলাই অভ্যুত্থানসহ বিগত ১৭ বছরে নিহত, আহত ও পঙ্গুদের স্মরণে)
• ঐতিহাসিক ছবি ও ঘটনাপরম্পরার আলোকচিত্র প্রদর্শনী
• শিক্ষার্থী, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের আলোচনা
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বসবাসরত সকল বাংলাদেশি ছাত্রছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং সকল পেশাজীবী ভাই–বোনদের প্রতি
দল-মত নির্বিশেষে এই “শোক ও বিজয় উৎসব”-এ আন্তরিক অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।
ধন্যবাদান্তে,
৩৬ জুলাই উদ্যাপন কমিটি ও
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নির্দলীয় ঐক্য –
বাংলাদেশ কমিউনিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া