কাপ্তাইয়ের নির্জন দ্বীপে পূর্নিমা বিলাস, 6 November

কাপ্তাইয়ের নির্জন দ্বীপে পূর্নিমা বিলাস

Arif Rony

Highlights

Thu, 06 Nov, 2025 at 09:50 pm

রাঙ্গামাটি কাপ্তাই লেক

Advertisement

Date & Location

Thu, 06 Nov, 2025 at 09:50 pm - Sun, 09 Nov, 2025 at 06:00 am (BST)

রাঙ্গামাটি কাপ্তাই লেক

Mymensingh, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

কাপ্তাইয়ের নির্জন দ্বীপে পূর্নিমা বিলাস
#কাপ্তাই লেকের নির্জন দ্বীপে তাবুবাস⛺🔥


Altitude Hunter এর একটি স্পেশাল রিলাক্স ট্রিপ.....

আগষ্টের মধ্যভাগে ভরা বর্ষায় কাপ্তাই তার সবুজ আর জলরাশির উন্মাতাল রূপ ফিরে পাবে আবার। চিরযৌবনা হয়ে উঠতে থাকা কাপ্তাই লেককে দুচোখ ভরে দেখতে আবারো আয়োজিত হতে যাচ্ছে ব্যাতিক্রম ধর্মী একটি ক্যাম্পিং ট্রিপ।

আমরা সাধারণত রিলাক্স ট্রিপ আয়োজন করি না। কিন্তু যখন করি তখন তাতে এডভেঞ্চারের স্বাদ দেয়ার চেষ্টা যেমন থাকে তেমনি সব রকমের সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া নিয়ে কোন আপোষ চলে না। খাবারে পাবেন ঘরের স্বাদ, অন্যদিকে কাপ্তাই এর এমন রূপ আগে কখনো দেখেননি বলে গ্যারান্টি দিচ্ছি।🔥

যেখানে মাইলের পর মাইল থাকবে না কোন লোকজন। শুধু আমরা ই থাকবো প্রকৃতির কোলাহলে।


কেমন হবে বলুন তো.....এই ইনফিনিটি সুইমিং পুল টায়!! গভীর রাতে হ্যামকে দোল খেতে খেতে বা তাবুতে পা এলিয়ে কোটি তারার নিচে চিক চিক করতে থাকা কাপ্তাই হ্রদের মায়ায় ডুব দেবো, ক্যাম্পফায়ারকে পাশে রেখে।

হ্রদ থেকে সদ্য ধরা মাছের স্পেশাল রান্না। তন্দ্রাভাব চলে আসলে ⛺ তাবুতে এলিয়ে দিবো ক্লান্ত শরীর।

কোন ফিক্সড প্লান থাকবে না,কোন দৌড়ঝাপ থাকবে না। তাবুর দরজা খুলেই,কফির মগ,প্রিয় বইয়ের পাতা উলটানো। একদম নির্ভেজাল ও একাকী রিলাক্স সময় পার করবো। স্বপ্নের মতোই সুন্দর তাই না?


দ্বীপে ক্যাম্পিং হলেও চিন্তা নেই। যেকেউ জয়েন করতে পারবেন আমাদের সাথে। কারণ ওয়াশরুম ফ্যাসিলিটি, ডিভাইস চার্জিং, তাবু, স্লিপিং ম্যাট, ব্ল্যাঙ্কেট সহ খাবার দাবার সব কিছুরই প্রোপার এরেঞ্জমেন্ট রেখেই সাজানো হচ্ছে এই প্ল্যান আপনাদের জন্য....


চলুন তবে, কোটি তারাকে সঙ্গে নিয়ে ডুব দিই কাপ্তাই হ্রদের বিশালতায়🤟




💥 কনফার্মেশন ডেড লাইনঃ

১ নভেম্বর, ২০২৫ [আসন ফাঁকা থাকা সাপেক্ষে]


🚕🚕 যাত্রার তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৫ রাত ৯.৩০ টা



🚕🚕 ফেরার তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৫ সকাল ৬টা (আনুমানিক)



💠


🛡ট্রিপ প্ল্যানঃ


(০)তম দিনঃ

ঢাকা- রাঙামাটি (বাস জার্নি)


১ম দিনঃ

পৌঁছে সকালের নাস্তা করে আমরা বোটে চড়বো। কাপ্তাই লেকের মাঝে বেশ কিছু স্পট দেখে দুপুরের আগেই আমরা চলে যাবো আমাদের ক্যাম্প সাইটে। শেষ বিকেলে ডিঙি নৌকায় কাপ্তাই তে ভাসবো।

আর রাতে হবে ক্যাম্পফায়ার, বার বি কিউ, কোটি তারাকে সাক্ষী রেখে হারানোর রাত....


২য় দিনঃ

আরাম করে ঘুম থেকে উঠে ছবি তোলা পর্ব সেরে নাস্তা করে আবার বোটে চড়বো। ফিরতি পথে আরো কিছু স্পট দেখে সন্ধ্যা নাগাদ পৌঁছাবো রাঙামাটি।

শপিং সেশন শেষ করে ডিনার শেষে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে ব্যাক।



⭐ ইভেন্ট ফী- ৫৫০০ টাকা।


টিম সাইজ ১৫ জন


♦ কনফার্মেশন এর জন্যঃ

২৫৫০/- বুকিং মানি বাবদ পাঠিয় আপনি আপনার আসন কনফার্ম করতে পারেন।।

আপনার প্যাকেজটি দুইটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেন:

বিকাশ এর মাধ্যমে বুকিং মানি পাঠাতেঃ

01825776065 (Personal Bkash)




🎟ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ


১. সকল যাতায়াত (ঢাকা- রাঙামাটি -ঢাকা নন এসি বাস)

(বাস-বোট/লঞ্চ)

২. প্রফেশনাল গাইড সার্ভিস

৩. থাকার সব খরচ

৪. খাবারের সব খরচ (০২ দিনে মোট ০৬ বেলা খাবার)

৫. প্রত্যেক রাতে পাহাড় সম্পর্কে একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।

৬. তাবু

৭.স্লিপিং ম্যাট

৮.স্লিপিং ব্যাগ বা কম্বল

৯.ক্যাম্পফায়ারের ব্যবস্থা



🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।


.

✨ট্রিপে যা যা অবশ্যই সাথে নিতে হবে

------------------------------------------------------

১। ব্যাকপ্যাক - সাথে রেইন কভার

২। হেড ল্যাম্প

৩। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)

৪। হাফ প্যান্ট, ট্রাউজার

৫। টুথ ব্রাশ - পেস্ট - সাবান

৬। গামছা

৭। ছাতা

৮। সানগ্লাস, ক্যাপ, সানস্ক্রিম

৯। পানির বোতল (১ লিটারের ১ টা)

১০। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস

১১। মশার জন্য ওডোমস ক্রিম

১২। এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ২ টা


🎃বিঃ দ্রঃ

---------

# এটি একটি রিলাক্স ট্রিপ তবে ক্যাম্পিং ট্রিপ

# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে

# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...

* দলনেতার কথা না মানা

* অভিযোগকারী ধরনের

* দলের হয়ে কাজ না করা

* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা

* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা


এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

রনি-01825776065

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

To stay informed about ticket information or to know if tickets are not required, click the 'Notify me' button below.

Advertisement

Nearby Hotels

রাঙ্গামাটি কাপ্তাই লেক, Mymensingh, Bangladesh
Get updates and reminders
Ask AI if this event suits you

Host Details

Arif Rony

Arif Rony

Are you the host? Claim Event

Advertisement
কাপ্তাইয়ের নির্জন দ্বীপে পূর্নিমা বিলাস, 6 November
কাপ্তাইয়ের নির্জন দ্বীপে পূর্নিমা বিলাস
Thu, 06 Nov, 2025 at 09:50 pm