"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫", 15 November

"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫"

Narsingdi Govt Polytechnic Institute

Highlights

Sat, 15 Nov, 2025 at 08:00 am

4 hours

Police Line Road, Narsingdi, Bangladesh

Advertisement

Date & Location

Sat, 15 Nov, 2025 at 08:00 am to 12:00 pm (BST)

Police Line Road, Narsingdi

Mymensingh, Bangladesh

Save location for easier access

Only get lost while having fun, not on the road!

About the event

"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫"
🎉 নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী ২০২৫

📝 রেজিস্ট্রেশন চলবে: ২ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://npi-aa.com/alumni/index
📅 তারিখ: অনুষ্ঠানটি হবে ১৫ নভেম্বর ২০২৫

👉 রিইউনিয়নে অংশগ্রহণের নিয়মাবলী:

১। নিবন্ধন বাধ্যতামূলক:
রিইউনিয়নে অংশগ্রহণ করতে হলে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
(স্বামী-স্ত্রী একই প্রতিষ্ঠানের প্রাক্তন হলে উভয়কেই আলাদা রেজিস্ট্রেশন করতে হবে)

২। রেজিস্ট্রেশন ফি: 👇
প্রাক্তন শিক্ষার্থী: ১০০০/-
বর্তমান শিক্ষার্থী: ৪০০/-
অতিথি (শুধুমাত্র পরিবার সদস্য): ৫০০/-
(বি.দ্র: রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য হবে না)

৩। আচরণবিধি:
অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
মাদক, ধূমপান বা বিশৃঙ্খল আচরণ পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

৪। গেস্ট / পরিবার সদস্য:
যারা পরিবার সদস্যকে অতিথি হিসেবে আনতে চান, তাদের রেজিস্ট্রেশনের সময় আলাদাভাবে তালিকাভুক্ত করতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে।

৫। সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন:
শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্নকারী সদস্যরাই সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন উপভোগ করতে পারবেন।

৬। খাবার ব্যবস্থা:
অংশগ্রহণকারীদের জন্য পূর্ব-নির্ধারিত ব্যবস্থাপনায় খাবারের আয়োজন করা হবে।

৭. পরিষ্কার-পরিচ্ছন্নতা:
অনুষ্ঠানস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
প্লাস্টিক, খাবারের মোড়ক বা পানির বোতল নির্ধারিত জায়গায় ফেলতে হবে।

৮। বিশেষ পরিস্থিতি:
কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তিত হতে পারে। আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে

📣 স্লোগান:
"এসো মিলি স্মৃতির প্রাঙ্গণে, প্রাণের উৎসবে"

📬 যোগাযোগ:
আরো জানতে এবং প্রয়োজনে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে👉 https://www.facebook.com/narsingdigovtpoly

interested
Stay in the loop for updates and never miss a thing. Are you interested?
Yes
No

Ticket Info

Tickets for "নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫" can be booked here.

Advertisement

Nearby Hotels

Police Line Road, Narsingdi, Bangladesh, Mymensingh, Bangladesh
Reserve your spot

Host Details

Narsingdi Govt Polytechnic Institute

Narsingdi Govt Polytechnic Institute

Are you the host? Claim Event

Advertisement
"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫", 15 November
"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫"
Sat, 15 Nov, 2025 at 08:00 am